ব্যাংকিং নিউজ

ATM মেশিনে টাকা জমার নিয়ম ২০২৩ । নিজ একাউন্টে ATM কার্ড ব্যবহারে টাকা জমার পদ্ধতি

ক্যাশ ডিপোটজিট CRM এর মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা জমা করা যায়-তাই সময় ও শ্রম বাঁচাতে মেশিন ব্যবহার করুন– ATM মেশিনে টাকা জমার নিয়ম ২০২৩

এটিএম কার্ড দিয়েই টাকা জমা–ATM কার্ড দিয়ে টাকা জমা দিতে প্রথমে ATM Card টি CRM মেশিনে প্রবেশ করান। এরপর PIN নাম্বার দিয়ে Cash Deposit অপশন সিলেক্ট করুন। Cash Tray তে টাকার নোটগুলো দিন। নোটগুলো গণনা শেষে টাকার বিবরণ ও পরিমাণ স্ক্রিনে দেখানো হবে। সঠিক থাকলে CONFIRM করে টাকা জমা দিতে পারবেন।

কিভাবে কি করতে হয়?  প্রথমে CRM মেশিনে ATM কার্ডটি প্রবেশ করান এবং কার্ডের পিন নাম্বার দিয়ে একাউন্টে প্রবেশ করুন। CASH DEPOSIT “টাকা জমা” বাটনে ক্লিক করুন। এখানে ৫০০ ও ১,০০০ টাকার নোট দিতে হবে এবং সর্বোচ্চ ২০০টি নোট দেয়া যাবে। এরপরে যথাক্রমে CRM মেশিনের Cash Tray তে টাকাগুলো দিয়ে CONFIRM (নিশ্চিত) বাটনে ক্লিক করুন।টাকাগুলো CRM মেশিন সঠিকভাবে গণনা করবে এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনাদের জমাকৃত মোট টাকার Amount দেখাবে। সবকিছু ঠিক থাকলে একাউন্টে টাকা Deposit করার জন্য আবার CONFIRM (নিশ্চিত) বাটনে ক্লিক করুন এবং টাকা জমা হলে, স্ক্রীনে একটি মেসেজ দেখতে পাবেন যে, Your Transaction was successful বা আপনার লেনদেনটি সফল হয়েছে। এরপর CRM থেকে টাকা জমার Receipt ও আপনার ATM Card সংগ্রহ করুন।

এটিএম বুথে টাকা জমা দিতে কি লাগে? এটিএম বুথে টাকা জমা দিতে প্রয়োজন হবে টাকা জমাকারীর NID নাম্বর, মোবাইল নাম্বর ও যে একাউন্টে টাকা জমা দিবেনে সেই Bank Account Number । এটিএম বুথ থেকে যে কোন একাউন্টে টাকা জমা দেয়া যাবে এবং এটিএম বুথের CRM থেকে একই ব্যাংকের যে কোন ব্যাংক একাউন্টে টাকা জমা দেয়া যাবে।

টাকা জমা করতে এখন আর ব্যাংকে যেতে হয় না / ২৪ ঘন্টাই মেশিনের মাধ্যমে একাউন্টে টাকা জমা করুন

টাকাগুলো বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন-৫০০ ও ১,০০০ টাকার নোট হতে হবে এবং সর্বোচ্চ ২০০টি নোট গ্রহণ করা হবে এবং টাকার নোটগুলোর কোনা (Corner) সমান করে দিবেন।

ATM মেশিনে টাকা জমার নিয়ম ২০২৩ । নিজ একাউন্টে ATM কার্ড ব্যবহারে টাকা জমার পদ্ধতি

Caption: Source of information

ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা জমা দেওয়ার নিয়ম । যেভাবে আপনি এটিএম মেশিনের মাধ্যমে টাকা ব্যাংক হিসাবে জমা করবেন।

  1. প্রথমে এটিএম বুথে CRM মেশিন থেকে কার্ড CARDLESS DEPOSIT (কার্ড ছাড়া জমাদান) বাটনে ক্লিক করুন। এরপর একাউন্ট সিলেক্ট করতে হবে যে এটি কোন ধরণের একাউন্ট। ব্যাংক একাউন্টে টাকা জমা করার জন্য CORE BANKING A/C (কোর ব্যাংকিং একাউন্ট) সিলেক্ট করুন।
  2. যিনি টাকা জমা দিচ্ছেন তার জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হবে। ১০/১৩/১৭ ডিজিটের জাতীয় পরিচয় পত্র নাম্বারটি বসিয়ে (CORRECT) সঠিক বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে আপনি নিজের একাউন্টে নিজে টাকা জমা দিলে নিজের NID Number দিতে পারেন।
  3. একটি সচল এবং নিজের সঙ্গে রয়েছে এমন একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারে DBBL সিস্টেম থেকে একটি OTP কোড পাঠানো হবে। মোবাইল নাম্বারটি দিয়ে CORRECT (সঠিক) বাটনে ক্লিক করুন।
  4. আপনারা যেই ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে/জমা দিতে চাচ্ছেন উক্ত ১৩ সংখ্যার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বারটি বসিয়ে CORRECT (সঠিক) বাটনে ক্লিক করুন।
  5. আপনাদের ব্যাংক একাউন্টের নাম এবং নাম্বার শো করবে। সবকিছু ঠিক থাকলে “Confirm” বাটনে ক্লিক করুন। CRM মেশিনের টাকা জমা দেওয়ার বক্সটি অটোমেটিক Open হবে। এখানে কাঙ্খিত টাকাগুলো সুন্দরভাবে বসিয়ে দিবেন।
  6. টাকাগুলো CRM জমাদান মেশিনে জমা করে “নিশ্চিত” বাটনে ক্লিক করুন। এরপরে কিছু সময় অপেক্ষা করুন। CRM মেশিন আপনার জমাকৃত টাকাগুলো গণনা করবে।
  7. Cash Tray তে দেয়া টাকাগুলোর মধ্যে মেশিন যে নোটগুলো গ্রহণ করেছে সেগুলোর বিবরণ ও মোট টাকার পরিমাণ দেখাবে। বাতিল হওয়া টাকা ফেরত দিবে। বাতিল টাকাগুলোর ভাঁজ ও কোনাগুলো সমান করে আবার দিতে পারেন। এজন্য CANCEL (বাতিল) বাটনে ক্লিক করুন এবং সব নোটগুলো আবার দিন। গণনা শেষে আবার টাকার নোটগুলোর বিবরণ স্ক্রিনে দেখতে পাবেন। এভাবে মোট ৩ বার বাতিল করা টাকা পুনরায় দেয়ার চেষ্ঠা করতে পারবেন।
  8. মেশিন যতগুলো টাকা গ্রহণ করেছে, তার বিবরণ মিলিয়ে দেখুন। সঠিক থাকলে CONFIRM (নিশ্চিত) বাটনে ক্লিক করে টাকা জমা দিতে পারবেন। টাকা জমা হওয়ার পর CRM মেশিন থেকে টাকা জমার একটি Receipt পাবেন। সেটি সংগ্রহ করুন।

কোন কোন ব্যাংকে ক্যাশ ডিপোজিট মেশিন রয়েছে?

ATM কার্ড ছাড়া এটিএম বুথে টাকা জমা দিতে প্রয়োজন হবে জমাকারীর NID Number, Mobile Number এবং যে ব্যাংক একাউন্টে টাকা জমা দিবেন সেই একাউন্টের ১৩ ডিজিটের একাউন্ট নাম্বার । বর্তমানে প্রায় সকল ডাচ বাংলা এটিএম বুথে CRM জমাদান/ উত্তোলন সিস্টেম চালু আছে। তাছাড়া ইসলামী ব্যাংকের বুথেও CRM মেশিনের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুবিধা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *