স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি ২০২৪ । কি ভাবে অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করবেন?

অনলাইনে এনআইডি কার্ড যেমন ডাউনলোড করা যায় ঠিক তেমনি ডাউনলোড করা এনআইডি’র স্মার্ট কার্ড বিতনের তারিখ সময় স্থান বা অবস্থা জানা যায় – স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি ২০২৪

How to smart card check – NID is now very essential for Bangladeshi People. Yet Smart Checking Chip is not used by any authority but Election Comission has introduced Smart NID card with Data Chip. Chip will be active soon, Then Smart NID will be all in one identity of Bangladeshi People.

এনআইডি চেক করার উপায় কি?  নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানা যায় যে, বর্তমানে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড প্রিন্টিং বন্ধ আছে কিন্তু বেশ কিছু প্রিন্টিং আইডি কার্ড এখনও বিতরণ সম্পূর্ণ হয়নি। আপনি খুব সহজেই অনলাইনে চেক করে নিতে পারেন যে, আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। এজন্য আপনাকে services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংক ভিজিট করে এনআইডি বা ফরম নম্বর এন্ট্রি করতে হবে। জন্ম তারিখ ও ক্যাপচা এন্ট্রি করে সাবমিট ক্লিক করতে হবে।

সারা বাংলাদেশে একযোগে ভোটার তালিকা হালনাগাদ-২০২২ হয়েছে। যার কারণে নতুন ভোটারদের এনআইডি নম্বর পেতে দেরি হয়েছিল। এ কার্যক্রমে অন্তর্ভুক্ত সকল ভোটারদের খসড়া ভোটার তালিকা আগামী ২ জানুয়ারি ২০২৩ ইং তারিখে প্রকাশ করা হয়েছে। উল্লেখিত তারিখের মধ্যে পর্যায়ক্রমে ভোটাদের প্রদত্ত মোবাইল নম্বরে এনআইডি নম্বর সম্বলিত এসএমএস প্রেরণ করা হবে। নতুন ভোটার আইডি কার্ড কবে দিবে । জানুয়ারি/২৩ মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে

Smart Card Check 2024 / অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করার উপায়

You can also visit : http://www.nidw.gov.bd

Caption: Smart Card Status Check Process 2024

স্মার্ট কার্ড চেক পদ্ধতি ২০২৪ । যেভাবে আপনি অনলাইনে স্মার্ট কার্ড আইডি রেডি কিনা চেক করবেন

  1. Do Google by Smart Card Check
  2. Click First Link “Smart Card Status – Bangladesh NID Application System” or Direct Click here
  3. Then Input NID or Form Number of NID
  4. Input Date of Birth
  5. Complete Capcha Carefully (That means Watermark Letter}
  6. Click Submit
  7. Done

যদি স্মার্ট কার্ড তৈরি না হয়ে থাকে তাহলে কি তথ্য দেখাবে?

অনলাইনে যদি আপনি তথ্য এন্ট্রি করে ফলাফল হিসেবে “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি” লেখা দেখতে পান তবে বুঝতে পারবেন যে, আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি এখনও প্রিন্ট হয়নি। প্রিন্ট হওয়ার পর বিতরণের বিষয় আসে যদি তৈরি হয়ে যায় তবে আপনি গ্রহণকেন্দ্র দেখতে পারেন।

অন্য কোন উপায় নেই? আছে আপনি স্মার্ট কার্ড চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন PC<স্পেস> ভোটার স্লিপ নম্বর বা এনআইডি কার্ড নম্বর লিখুন। অতপর ১০৫ নম্বরে মেসেজ পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা দেখাবে। উদাহরণ: PC 7363414892 Send to 105

এনআইডি সংশোধন ফি ২০২২ । অনলাইনে জেনে নিন জাতীয় পরিচয়পত্র সংশোধনীর জন‍্য নির্ধারিত ফি কত?

এনআইডি কার্ড সংশোধন ফি কত । জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা করুন বিকাশ থেকেই
NID জন্ম তারিখ পরিবর্তন করার নিয়ম ২০২২ । জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ পরিবর্তন করতে পারেন সহজেই National Identity Card Download by Mobile 2022। ঘরে বসে মোবাইল দিয়েই আপনার NID ডাউনলোড করুন
NID Correction From Home । ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । যে কাগজপত্রগুলো লাগবে

আপনার স্মার্ট এনআইডি তৈরি হয়েছে কিনা ভিডিও’র মত করে চেক করে নিন । কিভাবে অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করবেন

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *