পুরনো ছবি নতুন করবে এআই টুল
ছবি মানেই হাজারো স্মৃতি আর সেই ছবিটি যদি হয় পুরানো তাহলে ত কথাই নেই চোখের সামনে ভেসে উঠে কত শত স্মৃতি আবেগ। কিন্তু বেশির ভাগ সময়ই পুরানো ছবি বেশিদিন রাখলে নষ্ট হতে দেখা যায় আর আমাদের মনটাও সাথে খারাপ হয়ে যায়। তবে আর নেই চিন্তা এআই টুলের মাধ্যমে নষ্ট হওয়া ছবি এখন নিমিষেই ঠিক করা সম্ভব। তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে সম্ভব –
নতুন এআই টুলের মাধ্যমে নষ্ট হওয়া, ফেটে যাওয়া এবং কম রেজুলেশনের পোর্ট্রেইট ছবি ঠিক করা যাবে । দুটি এআই একসাথে হয়ে উচ্চমানের নির্ভুলতা ও গুনমান ঠিক রেখে মাত্র কয়েক সেকেন্ডে সংশোধন করা যাবে ছবি ।
আগেরদিনের পুরনো ছবি ঠিক করে নতুন করে চেহারা দেওয়ার কোনো টুল এতদিন ছিল না । সম্প্রতি চীনের কিছু সংখ্যক গবেষক সমস্যা নিরসনের উপায় বের করেছেন । চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্টের বিশ্লেষক লুইস বউচার্ড এবং ফটোগ্রাফি সাইট পেটা পিক্সেল এআই টুলের বিষয়টি প্রথম চিহ্নিত করেছেন । এবং জানা গেছে, এআই টুলে ব্যবহৃত হয়েছে ‘ জেনারেল ফেসিয়াল প্রায়র- জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক( জিএফপি- জিএএন) ’ প্রযুক্তি । যার মাধ্যমে নষ্ট এবং কম রেজুলেশনের পোর্ট্রেইট ছবি ঠিক করা যাবে । দুটি এআই একসাথে হয়ে উচ্চমানের নির্ভুলতা ও গুণমান বজায় রেখে ছবির নষ্ট হয়ে যাওয়া অংশকে বাস্তব চেহারায় রূপ দেবে এই প্রযুক্তি ।
প্রচলিত পদ্ধতিতে কৃত্রিম ও বাস্তব ছবির মধ্যে থাকা পার্থক্য নির্ণয়ের পর সেটি ‘ ফাইন- টিউন ’ করে পুনরায় ছবিটি ফিরিয়ে আনতে বিদ্যমান এআই মডেল, যা ক্রমাগত নিম্নমানের ফল দেখাত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা । নতুন পদ্ধতিতে এআই মডেলের একটি ‘ প্রি- ট্রেইন্ড ’ সংস্করণ( এনভিডিয়ার স্টাইলজিএএন- ২) ব্যবহৃত হয় । ছবিতে থাকা মানুষের পরিচয় সংরক্ষণের লক্ষ্য নিয়ে অগ্রসর হওয়ার পাশাপাশি চোখ এবং মুখের মতো চেহারার ধরনে বেশি নজর দেয় নতুন এ প্রযুক্তি।
‘ জিএফপি- জিএএন’র একটি ‘ ডেমো ’ সংস্করণ ফ্রি তে ব্যবহার করে দেখতে পারবেন ব্যবহারকারী । এ ছাড়াও, টুলটির নির্মাতারা ইতিমধ্যে তাদের কোড প্রকাশ করেছে, যার মাধ্যমে যে কেউই নিজস্ব প্রকল্পে প্রযুক্তিটি ব্যবহার করতে পারবেন । তবে , ছবিতে থাকা পরিচিত ব্যক্তির মধ্যে ব্যবহারকারী হয়তো কিছুটা পরিবর্তন দেখতে পাবেন ।