সর্বশেষ নিউজ

AB Bank Deposit Double Scheme । এবি ব্যাংকে ৩ বছরে ডাবল বেনিফিট স্কিম ২০২২

যেখানে কোন ব্যাংকই ১০ বছরের নিচে ডাবল বেনিফিট দেয় না সেখানে এবি ব্যাংক ডাবল বেনিফিট কিভাবে দেয়? – এবি ব্যাংক দ্বিগুণ আমানত প্রকল্প ২০২২

আমানত দ্বিগুন হবে তিন বছরে তাও আবার ৬.৫% ইন্টারেস্ট রেট প্রয়োগ করে? অসম্ভব ব্যাপার! হ্যাঁ আপনার বুঝতে ভুল হয়েছে। আসুন একটু পরিস্কার করে ঝেড়ে কাশি- ধরুন আপনি এককালীন ৫০,০০০টাকা ব্যাংকে রাখলেন যেটা ব্যাংকে জমা থাকবে। আবার প্রতি মাসে ১০৭০ করে টাকা তিন বছর জমা রাখবেন। অর্থাৎ তিন বছরে জমা রাখলেন (৩৬*১০৭০) = ৩৮,৫২০ টাকা। তাহলে টোটাল ব্যাংকে জমার টাকার পরিমান দাঁড়াল (৫০,০০০+৩৮,৫২০) = ৮৮৫২০ টাকা। ব্যাংক আপনাকে দিবে ১,০০,০০০ টাকা। তাহলে মুনাফা দাঁড়াল ১,০০,০০০- ৮৮,৫২০ = ১১,৪৮০ টাকা। মুনাফার উপর ১৫% ভ্যাট কর্তন করে রাখা হবে। DPS Rate in Bangladesh 2022 । কোন ব্যাংকে ডিপিএস খুললে ভালো হবে

এবি ব্যাংক ছাড়াও এক্সিম ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে এই সুবিধা চালু রয়েছে। এটি মূলত তাদের জন্য যার ছোট ছোট আমানত জমা করে একত্র করতে চায়। এটি কোন লাভ জনক বিনিয়োগ নয়। টাকার মান যেভাবে কমে যাচ্ছে যদি আপনি ঘরে বসিয়ে রাখেন তবে দ্রুত তা কমে যাবে। তাই মূল্যস্ফিতির সাথে সমন্বয় করতে চাইলে এভাবে জমা করতে পারেন। এ রকম ডাবল স্কিমে কোন লাভ হবে না বরং টাকাটা ঠিক থাকবে কমে যাবে না। মিলিওনিয়ার স্কিম । sonali bank millionaire scheme 2022

বড় সুবিধা হচ্ছে এটি একক বা যৌথ নামে পরিচালনা করা যাবে। সর্বনিম্ন আমানতের পরিমাণ ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ আমানতের পরিমাণ ৫০ লক্ষ টাকা পর্যন্ত জমা রেখে আমানত কিস্তিতে বৃদ্ধি করে যাবে। মোটের উপর আমানতের বিপরীতে ৯০% পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। হ্যাঁ জানেন তো ব্যাংক হতে লোন করা কি ঝামেলা। যদি এরকম আমানত বা স্কিম থাকে সহজেই আপনি জমানত ছাড়া কোন জরুরি ডকুমেন্ট, স্যালারি স্টেটমেন্ট, অঙ্গিকার নামা ইত্যাদি ইত্যাদি ছাড়া লোন পাবেন সহজেই।

আপনার টাকাই তিন বছরে ডাবল হবে / ৬.৫% হারে মুনাফা পাবেন যা শুধুমাত্র মূল্যস্ফিতিকে কিছুটা স্তমিত করবে।

বর্তমানে ব্যাংক আমানতের মুনাফার হার বেধে দেওয়ার কারণে ডিপিএস বা এফডিআর মুনাফার এ হাল হয়েছে।

Caption: AB Bank Deposit Double Scheme Interest Rate –Download

AB Bank Deposit Double স্কিমটি খুলতে কি কি ডকুমেন্ট লাগবে?

  1. অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন
  2. ডিপোজিট হিসাব খুলতে আইডি কার্ড এর ফটোকপি (গ্রাহক ও নমিনী)।
  3. নমিনির ভোটার আইডি না থাকলে জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে।
  4. ছবি (গ্রাহক ০২ কপি, নমিনি ০১ কপি)

প্রতি মাসে ইএফটির মাধ্যমে কিস্তির টাকা জমা করা যাবে?

এককালীন অর্থ ন্যূনতম ৫০০০০ টাকা জমা রেখেই এই স্কিমটি চালু করতে পারেন। যদি স্যালারি একাউন্ট হয়ে থাকে তবে আপনি ইএফটি’র মাধ্যমে টাকা জমা করতে পারবেন। যে কোন সময় এটি বিপরীতে লোন নিতে পারবেন। লোন না নিলেও টাকাটি আপনার জমা থাকল। বিস্তারিত জানতে ফোন : +৮৮-০৯৬৭৮৫৫৫০০০ করুন অথবা ভিজিট করুন:  abbl.com

বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কীম প্রকল্প ২০২২ । আমানত হবে দ্বিগুন!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *