Online Visa Ckecking 2023 । আপনার ভিসা যাচাই করুন
ব্যাঙ্গের ছাতার মত আদম ব্যবসায়ীদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু আপনি সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের সাহায্য নিবেন- Online Visa Ckecking 2023
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ১৯৭৬ সালে তৎকালীন “জনশক্তি উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের” সংযুক্ত বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এর কর্মযাত্রা শুরু করে। বৈদেশিক কর্মসংস্থানে অভিবাসী কর্মী নিয়োগ ও প্রেরণের লক্ষ্যে এ ব্যুরো প্রতিষ্ঠিত হয়।বর্তমানে বিএমইটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানে নিয়োগ প্রক্রিয়া তত্ত্বাবধান, অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ ও দক্ষতা, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের অধিকতর সুযোগ সৃষ্টি করে দেশের কর্মোপযোগী জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে লাগানোর লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অভিবাসী কর্মী, চাকুরী অন্বেষী ও সংশ্লিষ্ট অংশীজনের জন্য প্রয়োজনীয় সকল সেবাপ্রদানকারী সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিএমইটি ব্যাপক অবদান রেখে চলেছে।
এজেন্টের মাধ্যমে বিদেশ যাওয়ার পূর্বে কি কি করণীয়? বিদেশে যাওয়া আগে কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার হতে পারে। কিছু করণীয় মূলত বিদেশ যাওয়ার জন্য ভিসা প্রসেসিং এজেন্ট এর সাথে সম্পর্কিত হতে পারে। বিদেশে যে দেশে আপনি যাবেন তার ভিসা আবেদন করুন। আবেদন ফরমটি পূরণ করার সময় সমস্ত বিষয় ঠিকমত লিখুন এবং ভিসা প্রসেসিং এজেন্টের সাথে নির্দিষ্ট কোন দলিল জমা দিন যদি প্রয়োজন হয়। পাসপোর্ট নির্মাণ করুন এবং পাসপোর্টের মেয়াদ নির্দিষ্ট করুন যেন এটি বিদেশ যাওয়ার জন্য যথেষ্ট সময় থাকে। কোন দেশে যাবেন সেটি দেখে একটি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করুন।
বিদেশে যেতে নাগরিকের সঙ্গে থাকতে হবে কি কি?ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) ৪২টি জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস (ডেমো) থেকে বিদেশে গমনেচ্ছুরা আবেদন করতে পারবেন। এর বাইরে কোন সাইবার ক্যাফে অথবা ব্যক্তি উদ্যোগে রেজিষ্ট্রেশন করা যাবেনা। নাগরিককে সঙ্গে নিয়ে আসতে হবে:
- ১) মেশিনরিডেবল পাসপোর্ট (এমআরপি), যদি না থাকে তবে
- ২) জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে
- ৩) জন্মনিবন্ধন সনদপত্র
- ৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটোকপিসহ
- ৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানা ব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে
- ৬) নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার
- ৮) দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)
Before you migrate you have to check your agent / List of Valid Recruting agents
বিদেশ যাওয়ার ক্ষেত্রে অননুমোদিত এজেন্টের মাধ্যমে চেষ্টা করবেন না। ধোকা পরিহার করলে সরকার অনুমোদিত এজেন্টের মাধ্যমে বিদেশ যান।
Caption: Check Full list here
Visa check website । বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই ভিসা চেক করে নিবেন
- UAE Visa Checking । ম্যানুয়াল দেখে নিতে ক্লিক করুন।
- Bahrain Visa Checking । ম্যানুয়াল দেখে নিতে ক্লিক করুন।
- Qatar Visa Checking । ম্যানুয়াল দেখে নিতে ক্লিক করুন।
- Singapore Visa Checking । ম্যানুয়াল দেখে নিতে ক্লিক করুন।
কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয় কি?
বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন। প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন৩। পাসপোর্ট পাবার পর আপনারনিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।
বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন। বিদেশ যেতে ও বিদেশ থেকে ফিরে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ নিন।