সর্বশেষ নিউজ

সোনালী ব্যাংক এটিএম ভিসা কার্ড ব্যবহারের সুবিধা ২০২২ । সোনালী ব্যাংক হিসাবধারীর জন্য নিজস্ব ভিসা এটিএম কার্ড ব্যবহার ফ্রি

Qcash যুক্ত এটিএম বুথ হতে টাকা উত্তোলনের ক্ষেত্রে ১১.৫০ পয়সা কাটা হয় কিন্তু কিউ ক্যাশ না থাকলে ডাচবাংলা ব্যাংক হতে ভিসা কার্ড ব্যবহারে ৩৪.৫০ পয়সা কর্তন করা হয় – সোনালী ব্যাংক এটিএম ভিসা কার্ড ব্যবহারের সুবিধা ২০২২

Sonali Bank Visa Card– Sonali Bank Limited has introduced ATM services since 2007. The numbers of ATM are increasing day by day. The bank is the member of Q-Cash Consortium, National Payment Switch Bangladesh (NPSB) and VISA. Customers are enjoying round the clock cash withdrawal facility from 87+ own ATM and around 6500+ shared ATM Booths across the country. Initiative has been taken to setup ATMs at important places like important branches, airports, railway stations, post office, university campuses, important public places etc. To increase the efficiency of our ATM service, we have taken various steps such as reduce down time of individual ATMs. Also trying to ensure more ATM friendly environment through un-interrupted transaction.

Other Bank Transaction Charges per Transaction including VAT- 22 Q-Cash Member Banks = Tk 11.50 and  Omnibus Network (Brac Bank) = Tk 17.25 and  Dutch Bangla Bank = Tk 34.50. Yearly charge for Debit Card is Tk 345.00 (Including VAT) and Duplicate Card issue is case of lost = Tk 200.00

Sonali Bank Limited is one of the member bank of Q-Cash Consortium. Card holder of Sonali Bank Limited can use ATMs of consortium member banks, Dutch-Bangla bank and BRAC bank limited. Member Banks of Q-Cash Consortium-  Sonali Bank Limited, Basic Bank Limited, IFIC Bank Limited, Janata Bank Limited, National Bank Limited, Pubali Bank Limited, Trust Bank Limited, ICB Islamic Bank Limited, Social Islamic Bank Limited, Bangladesh Commerce Bank Limited, State Bank of India, Eastern Bank Limited, Jamuna Bank Limited, Markentile Bank Limited, NCC Bank Limited, Shahjalal Islamic Bank Limited, The City Bank Limited, Standard Bank Limited, Uttara Bank Limited, Bank Asia Limited, Mutual Trust Bank. Sonali Bank VISA Card এর ব্যবহার ও চার্জ বিষয়ক আলোচনা।

কোন কোন ব্যাংকের এটিএম বুথ হতে সোনালী ব্যাংকের ভিসা কার্ড দিয়ে লেনদেন করা যাবে / Authorised ATM Both for Sonali Bank Visa Card

সকল এটিএম বুথ ব্যবহারে সমান চার্জ কর্তন হয় না। কোন এটিএম ফ্রি আবার কোন এটিএম বুথ ভিন্ন ভিন্ন চার্জ করে থাকে। শুধু ভিসার ক্ষেত্রে ৪৫ টাকা চার্জ করা হয়।

Caption: Source of Information

Sonali Bank VISA ATM সেবাসমূহ 2022 । সোনালী ব্যাংক হিসাবধারীর জন্য এটিএফ ফ্রিতে ব্যবহার করতে সুযোগ দেয়া হয়

  • সোনালী ব্যাংক লিমিটেড-এর যেকোন শাখা হতে এটিএম কার্ড সংগ্রহ করা যায়।
  • নিরাপত্তার দিক দিয়ে সম্পূর্ণ নিরাপদ চিপ যুক্ত (EMV) কার্ড ইস্যু করা হয়।
  • ২৪/৭/৩৬৫ লেনদেন সুবিধা ।
  • সোনালী কার্ড দ্বারা নিজস্ব এটিএম-এ লেনদেনে কোন চার্জ নেই ।
  • সোনালী প্রি-পেইড কার্ড গ্রহণে কোন ব্যাংক হিসাবের প্রয়োজন নেই।
  • নিরাপত্তা নিশ্চিত করতে সকল এটিএম বুথে এন্টি স্কিমিং ডিভাউস রয়েছে।
  • বাংলাদেশের যেকোন ATM/POS-এ সোনালী ডেবিট কার্ড ব্যবহার করা যায় ।
  • মাল্টি কারেন্সির ক্রেডিট কার্ড দ্বারা (Globally) পৃথিবীর সকল দেশের ATM/POS-এ লেনদেন করা যায় ৷
  • সুপারশপ, ডিপার্টমেন্টাল ষ্টোর এবং রেস্টুরেন্ট-এ কেনাকাটার মূল্য পরিশোধ করা যায়।
  • দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল প্রকার ই-কমার্স সুবিধা (বিমান/বাস/ট্রেন এর টিকেট ক্রয়, হোটেল বুকিং ইত্যাদি) ।
  • সোনালী কার্ড (ডেবিট, ক্রেডিট, প্রি-পেইড) দ্বারা অনলাইন ট্যাক্স প্রদান, মোবাইল ফোন রিচার্জ করা যায়।
  • সোনালী এটিএম এ যেকোন ব্যাংক-এর কার্ড ব্যবহার করা যায়।

বাৎসরিক ব্যাংক চার্জ কর্তনে মেসেজ আসে না কেন?

ব্যাংক গ্রাহকে কোন নোটিফিকেশন দেয় না। তবে ব্যাংক স্টেটমেন্ট দেখলে বুঝা যায় কোন কারণে এবং কখন কত টাকা কর্তন করা হয়েছে। Visa Card Fees, Charges and Limit

Particulars Fees and Charges in Taka
Annual Fee BDT 400
Card Replacement Fee BDT 100
Pin Replacement Fee BDT 100
Cash Withdrawal Fee Sonali Bank ATM – Free
Q-Cash ATM –10
NPSB ATM – 15
VISA ATM – 45
POS Transaction Fee Free
Balance Inquiry/ Mini Statement Sonali Bank ATM – Free
Q-Cash ATM – Free
NPSB ATM –5
VISA ATM – 5
ATM Cash Withdrawal Limit 30,000 (per transaction)
30,000 (per calendar day)

 

সোনালী ব্যাংক এটিএম কার্ড চার্জ কত । Sonali Bank ATM Charges 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *