গৃহ নির্মাণ ঋণ ২০২৪

পূবালী ব্যাংক আবাসন ঋণ ২০২৪ । নিজস্ব আবাস গড়তে পূবালী ব্যাংক ১১.৯৫% সুদে লোন দেয়?

বানিজ্য মেলা চলছে আপনি লোন সম্পর্কে জানতে এবং তাৎক্ষনিক লোন পেতে মেলায় স্টল ভিজিট করুন – পূবালী ব্যাংক হোম লোন ২০২৪

ফ্ল্যাট ক্রয় করা যাবে? হ্যাঁ যাবে।  যে ফ্ল্যাট ক্রয় করতে চান, সেই ফ্ল্যাটের মূল্যের অর্ধেক মূল্য ব্যাংক থেকে নিতে পারবেন। ফ্ল্যাট/ বাড়ি ক্রয়, বাড়ি নির্মাণ/ বর্ধিতকরণ/ সংস্কার কাজে  সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত লোন নেয়া সম্ভব। ৫ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ২০ বছরের মধ্যে লোন পরিশোধ করতে হবে।

মাত্র ৮% সুদে আবাসন অর্থাৎ ফ্ল্যাট/ বাড়ি ক্রয়, বাড়ি নির্মাণ/ বর্ধিতকরণ/ সংস্কার উদ্দেশ্যে এ লোন নেয়া যাবে। হোম লোনের পরিমাণ সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত। আপনার প্রয়োজন ও সক্ষমতা অনুসারে আপনি লোন নিতে পারবেন। ব্যাংকের ঋণ ও নিজস্ব টাকার অনুপাত ৭০: ৩০ অর্থাৎ ঋণ মার্জিন অনুপাত ৭০:৩০ পর্যন্ত অনুসরণ করা হবে।

সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৪% সুদে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা ঋণও পূবালী ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। এক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থায় সরকারি ঋণ নীতিমালা মোতাবেক ঋণের মেয়াদ সর্বোচ্চ ২০ বছর রাখা যাবে। সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা দের বছর পর হতে কিস্তি শুরু করা যাবে। আপনি চাইলে পরবর্তীতে অন্য ব্যাংকের  লোন টেকওভার করতে পারবেন অথবা এই ব্যাংক হতেও অন্য ব্যাংকে লোন ট্রান্সফার করতে পারবেন।

লোন প্রসেসিং এ কোন  ঝামেলা পোহাতে হবে না। দ্রততম সময়ে ঋণ প্রসেসিং করা হয় তাই ঋণ পেতে দেরী হওয়ার কোন সুযোগ নেই। পূবালী ব্যাংকে শরী‘আহ্ ভিত্তিক বিনিয়োগেরও সুযোগ রয়েছে। আপনি পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং সুবিধা গ্রহণের মাধ্যমে মুনাফা পেতে পারেন।

নিজের বাড়ি নিজের স্বাধীনতা / ভাড়া বাসায় মেটেনা আশ পূবালী হোম লোনে গড়ুন নিজস্ব আবাস

আবাসন লোন সম্পর্কে বিস্তারিত জানতে কোথায় যোগাযোগ করতে হবে? আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করুন অথবা কল করুন: মোবাইল: ০১৯১৭ ৭০৪ ৮২২, ফোন: ০২ ২২৩৩৮১৬১৪ এক্সটেনশন: ৩৮০, ৪৯০ ইমেইল: cls@pubalibankbd.com

Info Source

পূবালী ব্যাংক আবাসন লোন ২০২৪ । সুদের হার ও সার্ভিস চার্জ কেমন হবে?

  1.  আকর্ষণীয় সুদের হার যা 11.95% পর্যন্ত।
  2. ঋণ ন্যূনতম প্রসেসিং ফি প্রযোজ্য হইবে।
  3. মেয়াদ পূর্তির পূর্বেই চার্জ বিহীন সম্পূর্ণ ঋণ পরিশোধের সুবিধা রয়েছে।
  4. কোন লুকায়িত চার্জ নেই
  5. পূবালী ব্যাংক সবসময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে থাকে।

কম সুদে এ লোনের জন্য কারা আবেদন করতে পারবেন?

পূবালী ব্যাংক হোম লোনের যোগ্যতা ও আবশ্যকতা ব্যাংকটি নির্ধারণ করে দিয়েছে। হোম লোন নিয়ে ঋণ পরিশোধের সামর্থ্য রয়েছে এমন যেকোন বাংলাদেশী নাগরিক ঋণের জন্য আবেদন করতে পারবেন।মাসিক নিট আয় ঋণের কিস্তির ন্যূনতম ২ গুণ হতে হবে। ঋণ গ্রহীতার বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৭০ বছর যা ঋণ পরিশোধের মেয়াদান্তের ক্ষেত্রে বিবেচিত হবে।

https://banksbd.xyz/ific-bank-loan/

6 thoughts on “পূবালী ব্যাংক আবাসন ঋণ ২০২৪ । নিজস্ব আবাস গড়তে পূবালী ব্যাংক ১১.৯৫% সুদে লোন দেয়?

  • I am doing industrial job.My salary is 73500 (Account is Brac bank).I need immediate home loan.Land is 4.75 sotok,Asulia,Savar.Minimum need 40 lakhs.Phone.no.01732525114

    Reply
    • ব্রাঞ্চে যোগাযোগ করুন। অবশ্যই পাবেন।

      Reply
  • I want to take a loan to build a house

    Reply
  • I have land in barisal city 3 percent I do one job I want to build house I want to take loan for building land in my own name

    Reply
    • ব্যাংকে যোগযোগ করুন।

      Reply
  • আমার সেলারি ৪০ হাজার

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *