ব্যাংকিং নিউজ

ক্যাশলেস ব্যাংকিং ২০২৩ । সকল ব্যাংকে স্মার্ট ব্যাংকিং চালু করছে বাংলাদেশ

বাংলাদেশে ক্যাশলেস এবং পেপারলেস লেনদেন চালু হচ্ছে শিঘ্রই-এতে করে কাটতে পারে ব্যাংকের তারল্য সংকট ও নগদ অর্থ নিরাপত্তা ও পরিবহন ব্যয় – ক্যাশলেস ব্যাংকিং ২০২৩

QR পেমেন্ট কী? QR এর পূর্ণরূপ হচ্ছে Quick Response. এটি একটি কন্ট্যাক্টলেস পেমেন্ট পদ্ধতি যেখানে QR কোডটি মোবাইল অ্যাপে স্ক্যান করে দ্রুত, সহজ ও সুলভে লেনদেন করা যায়। বিকাশ নগদ বা রকেট যারা ব্যবহার করছেন তারা দোকানগুলোতে টাঙ্গিয়ে রাখা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টে অভ্যাস্ত কিন্তু এখন ডিজিটাল ব্যাংকিং ও ব্যাংক অ্যাপের মাধ্যমে ক্যাশলেস লেনদেন শুরু হয়েছে।

ব্যাংক গ্রাহক বা  ক্রেতার সুবিধা কি? এটি ব্যবহার করে কেনা কাটা করলে আপনাকে কোন নগদ টাকার লেনদেন করতে হচ্ছে না। তাই নগদ বহনের কোন ঝুকিঁ নেই।পেমেন্ট করতে নগদ অর্থের প্রয়োজন হয় না।ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ড সাথে না থাকলেও ব্যাংক/এমএফএস/পিএসপি এর অ্যাপের সাথে পূর্বে সংযুক্ত কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যায়। ব্যাংক অ্যাকাউন্ট বা এমএফএস ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যায়। Sonali Bank e wallet । সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?

দোকানী বা বিক্রেতার সুবিধা কি? নগদ অর্থ ব্যবস্থাপনার প্রয়োজন হয় না বিধায় ছেঁড়া-ফাটা বা জাল নোট গ্রহণের শং‍কা থাকে না। QR এর ইন্সটলেশন, রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ অনেক কম। বড় বিক্রেতাদের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি বিক্রেতারাও কম খরচে QR ব্যবহার করে পণ্য বা সেবার মূল্য গ্রহণ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার/ওটিপি কখনো কারো সাথে (এমনকি আপনার ব্যাংক/এমএফএস) শেয়ার করবেন না। দোকান বা বিক্রেতার নগদ টাকা সংরক্ষণে নিরাপত্তা ব্যয় কমে আসবে। ক্যাশলেস লেনদেন করার জন্য দোকান বা বিক্রতার অফিসে QR Code যুক্ত ব্যানার বা লিফলেট দেখতে পারবেন।

কিউআর কোডে কমবে কাগজের ব্যবহার / ক্যাশলেস লেনদেনের জন্য স্মার্টফোনের কিউআর কোড ব্যবহার করুন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সকল ব্যাংকে ক্যাশলেস লেনদেন করলে তারল্য সংকট কমে আসবে। নগদ লেনদেনের পরিবর্তে শুধুমাত্র ডিজিট লেনদেন হবে।

ক্যাশলেস ব্যাংকিং ২০২৩ । সকল ব্যাংকে স্মার্ট ব্যাংকিং চালু করছে বাংলাদেশ

Caption: Smart Bangladesh Smart Banking

কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করার নিয়ম ২০২৩ । কীভাবে করবেন QR পেমেন্ট?

  1. মোবাইলে আপনার ব্যাংক/এমএফএস/পিএসপি এর অ্যাপ ডাউনলোড করুন।
  2. ব্যাংক/এমএফএস/পিএসপি এর অ্যাপে পিন টাইপ করে লগ ইন করুন।
  3. দোকান বা মার্চেন্ট আউটলেটে প্রদর্শিত QR কোড স্ক্যান করুন।
  4. পণ্য বা সেবার মূল্য পরিশোধ করার জন্য টাকার পরিমাণ লিখুন।
  5. পিন/ওটিপি টাইপ করে লেনদেন সম্পন্ন করুন।
  6. লেনদেনটি সম্পন্ন হবে এবং পেমেন্টের কনফার্মেশন ও ডিজিটাল রিসিট পাবেন।

প্রতিটি ব্যাংকে নিজস্ব অ্যাপ হতেই পেমেন্ট করা যাবে । QR পেমেন্ট কেন করবেন?

প্রতিটি ব্যাংকে নিজস্ব অ্যাপ হতেই পেমেন্ট করা যাবে । QR পেমেন্ট কেন করবেন?

প্রতিটি ব্যাংকের জন্য কি আলাদা কিউআর কোড থাকবে?

হ্যাঁ। প্রতিটি ব্যাংকের জন্য আলাদা কিউআর ব্যানার ফেস্টুন ও কোড ঝুলানো থাকবে। ইতোমধ্যে সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাপে আপনি কিউআর কোড দিয়ে ক্যাশলেস লেনদেন করতে পারবেন। তাই অন্যান্য ব্যাংকও চালু করতে যাচ্ছে। তবে খুব শিঘ্রই হয়তো একক কিউআর কোড চালু হবে যা ব্যবহার করে আপনি যে কোন ব্যাংক হতে লেনদেন করতে পারবেন।

সোনালী ব্যাংক চেক ও কার্ড ছাড়া টাকা উত্তোলন ২০২৩ । ই – ওয়ালেট QR কোড ব্যবহার করে টাকা উঠানোর নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *