আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা ২০২৩ । এবার আর্থিক প্রতিষ্ঠানেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে
এখন শুধু ব্যাংক নয়, যে কোন আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা করতে হবে– আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা ২০২৩
যে কোন আর্থিক প্রতিষ্ঠানেই কার্যকর হবে? – আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তাদের আর্থিক খাতের আইন ও নিয়মাচার অনুশীলন সম্পর্কিত বিষয়ে জ্ঞান অর্জন অত্যাবশ্যক। দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত দুই পর্বের (JAIBB ও DAIBB) ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি কর্মকর্তাগণের আর্থিক খাত সম্পর্কিত জ্ঞান অর্জন ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এ প্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সকল পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব (JAIBB ও DAIBB) পাশ বাধ্যতামূলক করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানসমূহের দৈনন্দিন পরিচালনা কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন: ডাক্তার, আইন কর্মকর্তা, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশন এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে না। এ নির্দেশনা ০১ জানুয়ারি ২০২৪ তারিখ হতে কার্যকর হবে।
ডিপ্লোমা ছাড়া পদোন্নতি নয় / আগামী বছরের শুরু হতেই এ নীতিমালা কার্যকর হচ্ছে
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব (JAIBB ও DAIBB) পাশ বাধ্যতামূলক করা হয়েছে।
Caption: Source of Information
সিনিয়র অফিসার / সমমান ও তদূর্ধ্ব পদে পদোন্নতির জন্য সাক্ষাৎকার কমিটি
- ব্যবস্থাপনা পরিচালক- চেয়ারম্যান
- ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক (বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি)– সদস্য
- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি-সদস্য
- মহাব্যবস্থাপক (প্রশাসন)- সদস্য
- মহাব্যবস্থাপক (পরিচালন)-সদস্য
- উপ-মহাব্যবস্থাপক (কব্যপ্রমাসবি)-সদস্য সচিব
ব্যাংকিং ডিপ্লোমা কি?
ব্যাংকিং ডিপ্লোমা হলো একটি শিক্ষামূলক প্রোগ্রাম যা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাইবার মধ্যে মানুষকে শিখানো হয়। এই প্রোগ্রামটি সাধারণত ব্যাংকিং এবং ফিন্যান্স এর মৌলিক বিষয়গুলি প্রশিক্ষণ দেয় যাতে শিক্ষার্থীরা ব্যাংকিং প্রতিষ্ঠানে প্রথমবারের মতো কাজ করতে পারে। ব্যাংকিং ডিপ্লোমা প্রদান করা হয় স্কুল, কলেজ বা প্রশিক্ষণ সেন্টার এর মাধ্যমে এবং এটি অধিকাংশই সময়সীমা বা সংখ্যাশীল কোর্স হয়। এই প্রোগ্রামে ব্যাংকিং এবং ফিন্যান্স এর বিভিন্ন বিষয় শিখানো হয় যেমন ক্রেডিট এবং ডেবিট কার্ড, ব্যাংক একাউন্ট ও ব্যাংকিং পদ্ধতি, আইনগুলি এবং ব্যাংকিং প্রতিষ্ঠানে সেবা দেওয়ার উপকরণ। ব্যাংকিং ডিপ্লোমা কোর্স পাশ করার পর শিক্ষার্থীরা ব্যাংকিং প্রতিষ্ঠানে পদোন্নতি হয়।
ব্যাংকিং কর্মকর্তা পদোন্নতি ২০২৩ । ডিপ্লোমা পরীক্ষা পাশ বাধ্যতামূলক করা হয়েছে