আনসার ব্যাংক ঋণ 2024 । আনসার ব্যাংক থেকে ঋণ নেওয়ার পদ্ধতি কি?
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে স্বল্প সুদে লোন পাওয়া যায়, বর্তমানে ঋণের সুদ ১০% প্রযোজ্য তবে ১ লা জুলাই হতে নতুন সুদের হার কার্যকর হবে – আনসার ব্যাংক ঋণ
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কাদের লোন দেয়? –আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের তহবিল ব্যাংকের পরিশোধিত মূলধন, সরকারী ঋণ, বাংলাদেশ ব্যাংকের ঋণ এবং বিভিন্ন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও প্রতিষ্ঠানের ঋণ এবং নিজস্ব আয় ও ঋণ আদায় থেকে সংগৃহীত হয়। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অনুমোদিত প্রারম্ভিক মূলধন ১০০ (একশত) কোটি টাকা যা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১০০০ (এক হাজার) কোটি টাকায় উন্নীত হয়েছে।
ব্যাংকের ইস্যুকৃত মূলধন ৪০০ (চারশত) কোটি টাকা, যার ২৫% অর্থাৎ ১০০ কোটি টাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ৭৫% অর্থাৎ ৩০০ কোটি টাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য/সদস্যা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী এবং অত্র ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রতিটি ১০০ (একশত) টাকা মূল্যমানের শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণের নিকট হতে জামানত গ্ৰহন করে অথবা বিনা জামানতে ঋণ প্রদান করা। আমানত গ্রহন করা ও ঋণ প্রদান করা ব্যাংকের অন্যতম কাজ ।
Ansar VDP Bank কেন আনসারদের জন্য সুবিধাজনক? ব্যাংকের মূলধন বৃদ্ধির লক্ষ্যে অধিক সংখ্যক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য/সদস্যাদেরকে ব্যাংকের মালিকানা শেয়ার ক্রয়ে উদ্বুদ্ধকরণ করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃহৎ জনগোষ্ঠীকে ব্যাংকিং নেটওয়ার্কের আওতায় এনে তাঁদের আমানত আহরণ করা ও অর্থায়নসহ ব্যাংকিং সেবা প্রদান করা করা হয়। বৃহৎ জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি উপজেলায় ব্যাংক শাখা খোলা হয়েছে।সহনীয় সুদের হার এবং গ্রাহক সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যাংকের মুনাফা বৃদ্ধি করা হয়। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ (Dividend) প্রদান করা হয়। গত অর্থ বছরেও ৪% মুনাফা প্রদান করা হয়েছে।
অন্যান্য ব্যাংকের মত সুদের হার সিঙ্গেল ডিজিট রাখা হয়েছে / আনসার ব্যাংকের সুদের হার ২০২৩
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কোন কোন খাতে ঋণদান করে থাকে । বিভিন্ন খাতে ঋণের ক্ষেত্রে সুদের হারেরও তারতম্য রয়েছে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে ঋণ প্রাপ্তির সাধারণ ও বিশেষ যোগ্যতা যোগ্যতা কি ?
- উদ্যোক্তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
- আনসার ও ভিডিপির সদস্য হতে হবে;
- আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার হোল্ডার হতে হবে;
- শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন উদ্যোক্তার ঋণ পরিশোধের সক্ষমতা থাকলে তিনি সংশ্লিষ্ট শাখার কমান্ড এরিয়ার স্থায়ী বাসিন্ধা না হলেও ঋণ পরিশোধে সক্ষম এবং সংশ্লিষ্ট কমান্ড এরিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী এমন যে কোন ব্যক্তির (তৃতীয় পক্ষের) গ্যারান্টি/মর্টগেজ গ্রহনপূর্বক উক্ত উদ্যোক্তাকে ঋণ প্রদান করা যাবে। তবে, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার এবং আনসার ও ভিডিপি সংগঠন ও এ ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা না হলেও ঋণ প্রদান করা যাবে এবং উত্তরণ ঋণে স্থায়ী বাসিন্দা না হলে অধিক্ষেত্রের একজন বাসিন্দাকে ঋণের গ্যারান্টার করতে হবে; উদ্যোক্তার ১৮ বছরের উর্ধ্বে বয়স হতে হবে এবং দেউলিয়া, মাদকাসক্ত, আদালত কর্তৃক অভিযুক্ত, উম্মাদ ও জড়বুদ্ধি সম্পন্ন নহেন এমন ব্যক্তি হতে হবে;
- অবশ্যই স্বাক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে;
- কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও তে ঋণ খেলাপী হলে অত্র ব্যাংক থেকে ঋণ পাওয়ার যোগ্য হবেন না; উদ্যোক্তার ইকুইটি বহনের ক্ষমতা থাকতে হবে।
- কম্পিউটার ঋণের ক্ষেত্রে ন্যূনতম পিএসসি/পঞ্চম শ্রেণী পাশ হতে হবে;
- নগদ ঋণ (ক্যাশ ক্রেডিট) ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতার চলতি হিসাবে লেনদেন থাকতে হবে এবং আবশ্যিকভাবে কমপক্ষে একটি এসডিপিএস থাকতে হবে ও ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং যে কোন তফশীলী ব্যাংকের সঞ্চয়ী/চলতি হিসাব থাকতে হবে; আনসার অফিসার হোম লোনের ক্ষেত্রে আবেদনকারীকে আনসার ও ভিডিপি সংগঠনের প্রথম ও তদূর্ধ্ব শ্রেণীর স্থায়ী কর্মকর্তা হতে হবে এবং সংগঠনে তার চাকুরীকাল কমপক্ষে ৫ (পাঁচ) বছর হতে হবে। আনসার অফিসার হিসেবে কর্মরত কর্মকর্তা তাঁর নিজ মালিকানাধীন জমিতে বাড়ী নির্মাণ/তৈরী বাড়ী ক্রয়/ফ্ল্যাট ক্রয়ের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তার স্বামী/স্ত্রীর নামীয় জমিতে বাড়ী নির্মাণ/তৈরী বাড়ী ক্রয়/ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান করা যাবে। এ ক্ষেত্রে স্বামী মূল আবেদনকারী হলে তাঁর স্ত্রী হবেন সহ-আবেদনকারী এবং স্ত্রী মূল আবেদনকারী হলে তাঁর স্বামী হবেন সহ-আবেদনকারী;
- আনসার/ভিডিপি সদস্য হোম লোনের ক্ষেত্রে বাড়ী নির্মাণের জন্য প্রস্তাবিত জমি বিভাগ/জেলা সদরের আওতাধীন সিটি কর্পোরেশন/বিভাগীয় সদর/জেলা সদর পৌরসভা/উপজেলা সদর/সকল পৌরসভার মধ্যে থাকতে হবে, তবে নাগরিক সুবিধা সম্পন্ন সিটি কর্পোরেশন/পৌরসভার বাহিরের এলাকায়ও এ ঋণ প্রদান করা যাবে। নাগরিক সুবিধা সম্পন্ন এলাকা বলতে পাকা রাস্তার পার্শ্বে বিদ্যুৎ সুবিধা আছে এবং বাড়ী ভাড়া দেয়ার সুযোগ আছে এমন এলাকাকে বুঝাবে;
- এসএমই ঋণ/নারী কর্মসৃজন ঋণ/আনসার-ভিডিপি প্রণোদনা কৃষিভিত্তিক প্রকল্প ঋণ/উত্তরণ ঋণ/মৎস্য চাষ/গবাদী পশু ও গাভী পালন/কৃষি যন্ত্রপাতি ক্রয় ঋণ/হালকা যানবাহন ক্রয় ঋণ/পোল্ট্রি (ব্রয়লার ও লেয়ার) ঋণ/কৃষি যন্ত্রপাতি ক্রয় ঋণ/গরু মোটাতাজাকরণ ঋণ/ কৃষি ও পল্লী ঋণ/দুগ্ধ উৎপাদান ও কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কীম ঋণের ক্ষেত্রে উদ্যোক্তা কর্তৃক অত্র ব্যাংকের সংশিণ্টষ্ট শাখায় একটি সঞ্চয়ী/চলতি হিসাব খুলে পরিচালনা করতে হবে এবং যে কোন তফশীলি ব্যাংকে একটি সঞ্চয়ী/চলতি হিসাব থাকতে হবে;
- এসএমই/একটি বাড়ী একটি খামার/প্রবাস গমণ ঋণ/নারী কর্মসৃজন ঋণ/মৎস্য চাষ ঋণ/কৃষি ও পল্লী ঋণ/গবাদী পশু ও গাভী পালন ঋণে প্রতিটি কিস্সির সাথে মাসিক ১০০/-টাকা বাধ্যতামূলক ভাবে ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচী হিসাবে জমা করতে হবে (গ্রামীণ পরিবহন ঋণ/হালকা যানবাহন ঋণ/আনসার-ভিডিপি প্রণোদনা কৃষিভিত্তিক প্রকল্প ঋণে যা হবে ২০০/-টাকার) এবং প্রত্যেক ঋণগ্রহীতাকে সংশিশ্চষ্ট শাখায় একটি এসডিপিএস হিসাব খুলতে হবে;
- অস্থায়ী ব্যাটালিয়ন আনসারদের একটি বাড়ী একটি খামার সমন্বিত কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে চাকুরীকাল ন্যূনতম ০১ (এক) বছর হতে হবে। পাশাপাশি ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত উভয় শ্রেণীর শিক্ষক- কর্মচারী যাদের চাকুরীকাল ৫ (পাঁচ) বছর বা তদুর্ধ্ব ও ঋণগ্রহীতাকে প্রভিডেন্ট ফান্ড স্কীমের আওতাভুক্ত হতে হবে; এসএমই/কৃষিভিত্তিক শিল্পে চলতি মূলধন/আনসার প্রণোদনা কৃষি ভিত্তিক প্রকল্প/গরু মোটাতাজাকরণ ঋণ/নারী কর্মসৃজন ঋণ/মৎস্য চাষ ঋণ/গবাদী পশু ও গাভী পালন/শিল্প/প্রকল্প পরিচালনায় জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। সংশিষ্টষ্ট বিষয়ে পেশাদারী/অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে এবং ঋণ ব্যবহারের যোগ্যতা সহ ঋণ পরিশোধের ক্ষমতা ও আর্থিক আচরণে সুনামের অধিকারী হতে হবে এবং প্রোফাইল আকারে প্রকল্পের আয়-ব্যয় এবং সম্পদ-দায়ের বিবরণী দিতে হবে; সাধারণভাবে কোন উদ্যোক্তা একটি ঋণ বিদ্যমান রেখে আরো একটি ঋণ গ্রহন করতে পারবেন না (আমানতের বিপরীতে ঋণ ব্যতীত), তবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে স্থায়ীভাবে চাকুরীরত কর্মকর্তা/কর্মচারী এবং এ ব্যাংকের চাকুরীরত কর্মকর্তা/কর্মচারীগণ একটি বাড়ী একটি খামার/পারসোনাল লোন এর পাশাপাশি বায়োগ্যাস/সৌরবিদ্যুৎ ঋণ পাবেন। তাছাড়া, অস্থায়ী ব্যাটালিয়ন আনসার, ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারীগণ একটি বাড়ী একটি খামার ঋণ প্রাপ্য হবেন;
- দুগ্ধ উৎপাদান ও কৃত্রিম প্রজনন ঋণে গাভী ও বাছুর ক্রয় ও লালন-পালন, দুগ্ধ উৎপাদন এবং কৃত্রিম প্রজননের সাথে জড়িত প্রকৃত খামারীরা (একক ও যৌথ) উক্ত খাতে ঋণ গ্রহনের জন্য বিবেচিত হবেন ।
ক্র নং | ঋণের খাতসমূহ | ঋণের সিলিং | মন্তব্য |
০১. | ক্ষুদ্রঋণ | ৫০,০০০/- | |
০২. | গবাদি পশু ও গাভী পালন | ১০,০০,০০০/- | |
০৩. | নারী কর্মসৃজন ঋণ | ৫,০০,০০০/- | |
০৪. | এসএসই খাতে চলতি মূলধন/ব্যবসায় নগদ ঋণ | ১০,০০,০০০/- | |
০৫. | হালকা যানবাহন ক্রয় ঋন | ১০,০০,০০০/- | |
০৬. | একটি বাড়ি একটি খামার সমন্বিত কৃষি ঋণ | ৩০,০০,০০০/- | |
০৭. | কম্পিউটার ঋণ | ৭৫,০০০/- |
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঋণ নীতিমালা দেখুন: ডাউনলোড