ওয়ানডে ওয়ার্ল্ড কাপ সময়সূচি ২০২৩। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ২০২৩ সময়সূচি pdf (Men’s Cricket World Cup 2023 Schedule PDF)
ওয়ানডে ওয়ার্ল্ড কাপ সময়সূচি 2023
Men’s Cricket World Cup 2023 Schedule PDF
১। ক্রিকেটের ইতিহাস কোথায় থেকে আসলো
আজ সারা বিশ্বে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। খেলাটি আজ যে জায়গায় এসে সমৃদ্ধ হয়েছে শুরুতে এরকম ছিল না। আবার ক্রিকেট খেলার এতগুলো ফরম্যাটও ছিল না। বর্তমানে টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি তিন ধরণের ফরম্যাটে খেলা হয়।
২। শুরুর ইতিহাস কি ভাবে হল?
ক্রিকেটের জনক কে তা নিয়ে আজো মতভেদ রয়েছে। তারপরেও ক্রিকেটের জন্মস্থান বলা হয় ইংল্যান্ডেকে। অবশ্য অনেকে মনে করেন যে, ক্রিকেটের জন্মটা হয় ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলের দোয়াব এলাকায়।
ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এই খেলাটি নিষিদ্ধ করে দেয়। ১৪০০ খ্রিস্টাব্দে শুরু হয়ে গিয়েছিল রাজ্য জয়ের প্রতিযোগিতা। সেই সময়ের রাজার নেশা ছিলো রাজ্য জয় করার। ক্রিকেট খেলার কারণে যুদ্ধের জন্যে পর্যাপ্ত সৈনিকও পাওয়া যাচ্ছিলো না বলে রাজা এই নিষিদ্ধ ঘোষণা করেন।
৩। ক্রিকেটের প্রতি নিষেধাজ্ঞা কিসের জন্য হল
ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এই খেলাটি নিষিদ্ধ করে দেয়। ১৪০০ খ্রিস্টাব্দে শুরু হয়ে গিয়েছিল রাজ্য জয়ের প্রতিযোগিতা। সেই সময়ের রাজার নেশা ছিলো রাজ্য জয় করার। ক্রিকেট খেলার কারণে যুদ্ধের জন্যে পর্যাপ্ত সৈনিকও পাওয়া যাচ্ছিলো না বলে রাজা এই নিষিদ্ধ ঘোষণা করেন
৪। ক্রিকেটের পুনসুচনা
তারপর এক শতাব্দী পর অর্থাৎ ১৫০০ খ্রীষ্টাব্দে ক্রিকেট পুনরায় জন্ম হয়। কারণ তখন ইউরোপে রাজ্য জয়ের যু্দ্ধ শেষ হয়ে যায়। ১৫০০ খ্রিষ্ট্রা্ব্দের আগের যে ক্রিঘ এবং ক্রিকে নাম ছিলো সেটার নাম বদলিয়ে ১৬০০ খ্রিষ্ট্রব্দে ক্রিকেট হিসেবে পরিচিত লাভ করে।
৫। টেস্ট ক্রিকেটের জন্ম
১৮৭৭ সাল থেকে আন্তর্জাকিভাবে ক্রিকেট খেলা শুরু হয়। বর্তমানে তো আইসিসি নিয়ম মেনে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়, কিন্তু তখন সে নিয়ম ছিল না। ১৮৭৭ সালে এসে টেস্ট ক্রিকেটের জন্ম হয়
৬। ওয়ানডে ক্রিকেটের জন্ম
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস। ২৪ আগস্ট, ১৯৭২ তারিখে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায় তিনি ১০৩ রান করে এ কীর্তিগাঁথা রচনা করেন। কিন্তু এ খেলাটি রেকর্ডে দ্বিতীয় ওডিআই হিসেবে চিহ্নিত হয়ে আছে।
৭। ক্রিকেট বিশ্বকাপের সুচনা
১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রবর্তনের মাধ্যমে শুরু হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত ক্রিকেটের এই প্রতিযোগিতা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। তখন বিশ্বকাপের নামকরণ করা হয়েছিল প্রুডেন্সিয়াল বিশ্বকাপ। ১৯৭৫ সালে প্রথমবারের মতো পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়