মোবাইলের পাসওয়ার্ড বা প্যাটার্ন খোলার নতুন নিয়ম ২০২৪। মোবাইলের ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ণ লক ভুলে গেলে করনীয়?

নতুন নিয়ম মোবাইলের ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ণ লক ভুলে গেলে করনীয় গুলো 

 

 

১. মোবাইলের ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ণ লক পরপর ৫বার ভুল ইনপুট করুণ না।এরপর একটি অপশন আসবে, Forgot

Pattern এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ

জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড (যে জি-মেইল আই.ডি দিয়ে আপনি আপনার ফোনের প্লে-স্টোরে সাইনই ইন করেছেন ) ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলাহবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ। অনেক সময় এই প্রসেস সঠিক হওয়া সত্ত্ব আপনার মোবাইল লক অবস্থাতে থেকে যাচ্ছে। তাহলে দ্বিতীয় ধাপটি ফলো করুন।

২. এ সময়ে ডিভাইসটিকে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া কোন উপায় থাকে না। এসময় আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হবে।বলে রাখা ভালে যে আপনার পুরো মোবাইল ফরমেট নিয়ে নিবে।ইন্সটল করা সফটওয়্যারে, ফোন নাম্বার, মেসেজ কিছুই থাকবে না। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন

৩. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে,যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।

৪. ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up+power button অথবা VolumeD

own+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে।

রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ।

 

নতুন নিয়ম মোবাইলের ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ণ লক ভুলে গেলে করনীয় গুলো কম্বিনেশন সেগুলো হলো

1.Volume Down + Volume Up + Power button.

2.Volume Down + Power button.

3.Volume Up + Power button.

4. Volume Up + Home + Power button.

5.Volume Up + Camera button.

6.Home + Camera button.

7.Home + Power button.

 

২। মোবাইলের প্যাটার্ন লক হলে খোলার আরো কিছু নিয়ম 

১. প্রথমেই স্মার্টফোনের সুইচ অফ করেন ফেলুন।

২. এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন ও হোমস্ক্রিন বাটন একই সঙ্গে চেপে ধরুন।

৩. আপনি রিবুট ডেটা, ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার বাটন ও অ্যাডভান্সড অপশন নামে পাঁচটি অপশন পাবেন।

৪. ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট বাটন নির্বাচন করে ইয়েস করে দিন। আগে থেকে আপনার দরকারি তথ্য ব্যাকআপ রাখুন। তা না হলে আপনার ফোনের সব তথ্য মুছে যাবে।

৫. এর কিছুক্ষণ পর ফোনটি রিস্টার্ট দেওয়ার দরকার হবে। এখন সহজেই ফোনটি আনলক করতে নতুন প্যাটার্ন লক সেট করতে পারবেন।

 

যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই।কম্বিনেশনদিয়ে ডিভাইস অন করার

পর রিকোভারী মুড এ যাবেন Wipe Data / Factory Reset সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে। এর পর নো এবং ইয়েস এর মধ্য থেকে ইয়েস সিলেক্ট, করুণ। সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/ হোম বাটন কাজ করতে পারে। সবশেষে সেট রিবুট

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *