E tin User ID recovery । হারানো টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২২

টিন সার্টিফিকেট হারিয়ে গেলে অনলাইনে টিন সার্টিফিকেট বের করুন খবু সহজে। আপনি টিআইএন আইডি হয়তো অনেক দিন ধরে ব্যবহারই করছেন না।

How to Recover Lost TIN from online – ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট (TIN) বা টিন সার্টিফিকেট হারিয়ে গেছে কিন্তু কোন নকল কপি নেই? এমতাবস্থায়, অনলাইন থেকে হারানো ই টিন সার্টিফিকেট বের করতে পারেন। আসুন জানি কিভাবে হারানো টিন সার্টিফিকেট বের করা যায়।

টিআইএন সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। টিন সনদ হারিয়ে গেলে আপনি আপনার Tax Circle Office থেকে আবেদন করে পূনরায় সংগ্রহ করতে পারবেন। ই-টিআইএন কি? আমি ই-টিআইএন এর জন্য কীভাবে আবেদন করতে পারি?

টিন সার্টিফিকেট হারিয়ে গেলে অনলাইন থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন যদি e-tin registration ওয়েবসাইটের Username এবং Password আপনার জানা থাকে। Username ও Password জানা না থাকলেও আপনি বের করতে পারবেন যদি Tin Registration করার সময় আপনার দেয়া মোবাইল নম্বরটি জানা থাকে। বিস্তারিত প্রক্রিয়া নিচে দেখুন

TIN certificate is very important document for us. If your tin certificate is lost, you can apply and collect it again from your Tax Circle Office, so don’t worry if you lose it. So keep all the TIN related documents related  properly.

অনলাইনে হারানো টিন সার্টিফিকেট বের করার উপায় ২০২২

কোন মোবাইল নম্বর আপনি TIN এর জন্য ব্যবহার করেছেন মনে না থাকলে সম্ভাব্য আপনার মোবাইল নম্বরগুলো দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।

Captions: TIN Certification Login and Register interface in NBR website: secure.incometax.gov.bd/Registration/ForgetPass

টিআইএন (TIN) সার্টিফিকেট বের করার নিয়ম ২০২২

  1. e Tin Username বের করুন।  e-Tin রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ইউজার নেইম ও পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন তা জানা থাকলে তো ভালই, তা দিয়ে Login করুন এবং পরের ধাপসমূহ অনুসরণ করুন। ইউজার ও পাসওয়ার্ড জানা না থাকলে, প্রথমে আপনাকে এগুলো বের করে নিতে হবে।
  2. ই-টিন Username বের করার জন্য e Tin Registration ওয়েবসাইটের ভিজিট করুন এবং Forgot Password মেন্যুতে যান।
  3. এরপর Forgot My User Name অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। নিচের মত একটি পেইজ আসবে
  4. এখানে টিন রেজিস্ট্রেশনের জন্য আপনি যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন সেটি দিন এবং ক্যাপচা কোড (এলোপাথারি লেখা) বা Verification Letters (অক্ষর/সংখ্যা) লিখুন এবং Next ক্লিক করুন।

আপনার হারানো টিন সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি ২০২২

  1. Use Forget Password Menu
  2. e Tin Username বের করুন
  3.  ই টিন একাউন্টের Password পুনরায় সেট করুন
  4.  টিন সার্টিফিকেট হারিয়ে গেলে অনলাইন থেকে হারানো টিন সার্টিফিকেট বের করার একটিই উপায় আছে। তা হল, e-Tin Registration ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা।
  5. টিন রেজিস্ট্রেশন পাসওয়ার্ড পরিবর্তন
    আপনার মোবাইলে 4 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ভেরিফিকেশন কোডটি লিখে Recover My Account এক ক্লিক করুন।
  6. টিন রেজিস্ট্রেশন পাসওয়ার্ড পরিবর্তন
    Password পরিবর্তন করার জন্য উপরের মত একটি পেইজ আসবে। এখানে কমপক্ষে 4 Letters/ Numbers দিয়ে একটি নতুন পাসওয়ার্ড করুন।
  7. টিআইএন সার্টিফিকেট ডাউনলোড
    এবার আমরা TIN Account এর ইউজার নেম এবং নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে TIN Certificate টি ডাউনলোড করে নিব।

হারানো টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য, Login মেন্যুতে যান এবং User Name ও নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে Login করুন। View TIN Certificate মেন্যুতে ক্লিক করুন। এখানে আপনার টিআইএন সাটিফিকেট দেখতে পাবেন। টিন সার্টিফিকেটের PDF ফাইলটি ডাউনলোড করার জন্য, নিচের দিকে Save Certificate বাটনে ক্লিক করুন। আশা করি আপনার হারানো টিন সার্টিফিকেট বের করতে পেরেছেন।

বোনাস টিপস ২০২২

অনেক ক্ষেত্রে কেউ কেউ অন্য কারো মাধ্যমে টিন রেজিস্ট্রেশন করে থাকেন। এর কারণে তারা হয়তো তাদের মোবাইল নম্বর দিয়ে টিআইএন রেজিস্ট্রেশন করেছিলেন। এক্ষেত্রে আপনি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে তার সহযোগিতা নিতে পারেন। তাছাড়া আপনি NBR এর হেল্পলাইনে ফোন করে আপনার সমস্যার কথা জানিয়ে, ই টিন ওয়েবসাইটের Username জেনে নিতে পারেন। NBR Helpline: 09611-777111 or 333. এটাও সম্ভব না হলে, আপনার টিন নম্বর জানা থাকলে তা এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ১ কপি ফটোকপি নিয়ে কর অফিসে যোগাযোগ করুন। টিন নাম্বার হারিয়ে গেলে শুধু এনআইডির ফটোকপি নিতে যোগাযোগ করতে পারেন।

ভিডিও আসছে……………………

বাবার মৃতুর পর তার টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *