আরবি মাস – ইংরেজী ১২ মাসের নাম আমরা সবাই জানি। শিক্ষা জীবন শুরু হওয়ার শুরুর দিকেই আমরা ইংরেজী ১২ মাসের নাম ঠিকই মুখস্ত করে ফেলি। আমাদের অনেকেরই জীবদ্দশায়ও আমরা আরবি ১২ মাসের নাম পড়ে দেখিনি মুখস্ত তো দূরের কথা। আমরা আমরা আরবি ১২ মাসের নাম জেনে নিব।

We all Muslims are known The Name of 12 month in English, Bangla but we don’t know about 12 months of Arabic Months. Ramdan, Saban , Shawal, Moharam is known to some people but most of us are not aware of Safar, Rabius Sani and son.

As a muslim first teach your child about 12 arabic months, All language can be learnt, but Arabic language is mandatory for all muslims. If we take arabic and islamic education from childhood. Child will be a man of wide mind. Kind will bear in his/her mind.

১২ মাসের আরবি নাম / আরবি ১২ মাসের নাম কি?

Name of 12 months in arabic / আরবিতে বার মাসের নাম

Arabic 12 month name

Caption: ১২ মাসের আরবি নাম বাংলায় এবং আরবিতে উল্লেখ করা হয়েছে।

আরবি ভাষায় ১২ (বার) মাসের নাম যা প্রত্যেক মুসলমানেরই জানা দরকার

  1. মহরম
  2. সফর
  3. রবিউল আওয়াল
  4. রবিউস সানি
  5. জমাদিউল আউয়াল
  6. জমাদিউস সানি
  7. রজব
  8. সাবান
  9. রমজান
  10. শওয়াল
  11. জিলক্বদ
  12. জিলহাজ্জ

How can we memorize easily arabic name?

আপনি বিশেষ অনুষ্ঠানগুলোর নাম মনে রেখে কিছু আরবি মাস স্বরণ রাখতে পারেন। চলুন দেখে নিই সেগুলো- শবে মি’রাজঃ রজব মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হয়। শবে বরাতঃ শাবান মাসের ১৫ তারিখ। রমজানঃ রমজান মাসের প্রথম দিন হতে শেষ দিন পর্যন্ত। ঈদুল ফিতরঃ শাওয়াল মাসের ১ তারিখ। হজ্জঃ জিলহজ মাসের ৯ তারিখ। ঈদুল আযহাঃ জিলহজ্ব মাসের ১০ তারিখ। আশুরাঃ ১০ই মহররম। ঈদ-ই-মিলাদুন্নবীঃ ১২ই রবিউল আউয়াল।