এনআইডি কার্ড সংশোধন ফি কত । জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা করুন বিকাশ থেকেই
তথ্য এন্ট্রি জনিত ভুল তো আমরা করিনি তাহলে ফি গুণতে হয় কেন? – জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি ফরম– NID Card Correction Fee 2022
NID সংশোধন ফি ২০২২ –জাতীয় পরিচয়পত্র একটি খুবই গুরুত্বপূর্ণ দলিল। সরকারি ও বেসরকারি বিভিন্ন দাপ্তরিক কাজে এর ব্যবহার হয়ে থাকে। কিন্তু দেখা যায় অনেক জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন ধরনের ভুল থাকে। এসব ভুল সংশোধনযোগ্য। জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । NID Online NID correction
আর ভুলগুলো সংশোধন করতে আপনাকে সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে। একেক সংশোধনীর জন্য ফি এর পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি জাতীয় পরিচয়পত্রের এসকল সংশোধনীর জন্য যে ফি প্রদান করতে হয় তা বিকাশ বা রকেটের মাধ্যমেই করতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে প্রথমে বিকাশ apps টি ডাউনলোড করতে হবে। আপনি playstore থেকে খুব সহজেই বিকাশ apps টি ডাউনলোড করতে পারেন।
এবার আপনার মোবাইল থেকে বিকাশে প্রবেশ করুন। আপনি দেখতে পারবেন পে-বিল নামের একটি অপসন রয়েছে সেখানে ক্লিক করুন। এবার দেখবেন একটু নিচে দেখুন Nid Service দেয়া আছে। এখানে ক্লিক করুন। পরবর্তী পেইজে পাবেন Select application type অতপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কিভাবে বের করতে হয়? / নাম সংশোধনে ঠিক কত টাকা ফি দিতে হবে?
এনআইডি সংশোধন ফি কি ম্যানুয়ালী জমা দিতে হবে নাকি বিকাশে জমা দেয়া যাবে? যেমন- প্রার্থীর পেশা, পাসপোর্ট ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। এগুলোর সংশোধন ফি ১১৫ টাকা। ভোটার আইডি কার্ডসংশোধন ফি বিকাশ, রকেট, ওকে ওয়ালেট ও টি ক্যাশ-এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যায়। নির্ধারিত ফি পরিশোধের ৩০ মিনিট পর থেকে তথ্য সম্পাদন শুরু করা যাবে। NID Correction and Re-issue Fee Calculator 2022
Caption: NID Correction Fee 2022 । ফি সম্পর্কে আরও বিস্তারিত দেখুন: এখানে ক্লিক করুন
জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনি যা যা পাবেন
- Nid info correction
- Other info correction
- Both info correction
- Duplicate regular
- Duplicate urgent
আপনি যদি জাতীয় পরিচয়পত্রে আপনার নাম বা পিতা-মাতার নাম বা ঠিকানা সংশোধন করতে চান তাহলে Nid info correction এ ক্লিক করে ফি প্রদান করতে হবে। আর যদি আপনার জন্ম তারিখ বা ধর্ম বা রক্তের গ্রুপ সংশোধন করতে ফি প্রদান করতে চান তাহলে Other info correction থেকে করবেন।
এখন আপনি Nid info correction এ ক্লিক করলে আপনার NID নম্বর চাইবে। Nid number দিয়ে process to pay তে ক্লিক করুন। এখন আপনি দেখতে পাবেন এই সংশোধনীর জন্য আপনাকে 230 টাকা দিতে হবে। এখন আপনি পে বিল করতে এগিয়ে যান এ ক্লিক করলে দেখবেন আপনার পিন কোড চাচ্ছে। এখন আপনার পিন কোডটি দিলে আপনার একাউন্ট থেকে 230 টাকা কেটে নেবে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ফরম ২
একইভাবে Other info correction এ ক্লিক করলে আপনার NID নম্বর চাইবে। Nid number দিয়ে process to pay তে ক্লিক করুন। এখন আপনি দেখতে পাবেন এই সংশোধনীর জন্য আপনাকে 115 টাকা দিতে হবে। এখন আপনি পে বিল করতে এগিয়ে যান এ ক্লিক করলে দেখবেন আপনার পিন কোড চাচ্ছে। এখন আপনার পিন কোডটি দিলে আপনার একাউন্ট থেকে 115 টাকা কেটে নেবে। এভাবে কাজটি শেষ করুন।
আর মনে রাখবেন বিকাশ থেকে কিন্তু একটি রিসিট বের করে রাখবেন। পরে কাজে লাগবে।
Pingback: স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি ২০২৪ । কি ভাবে অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করব