ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ২০২২ । ভূমি সংক্রান্ত অপরাধ দমনে চালু হচ্ছে ডিজিটাল কেস সিস্টেম
ভূমি সংক্রান্ত অপরাধ দমন ও হয়রানি বন্ধে করার লক্ষ্যে এবার চালু হতে যাচ্ছে ডিজিটাল ‘কেস সিস্টেম’। এর আওতায় দেশের সকল উপজেলায় সহকারী কমিশনার হতে আরম্ভ করে কোন পর্যায়ে কী ধরনের কেস অথবা মামলা কোন পর্যায়ে আছে, সেই মামলার তালিকা কেন্দ্র হতে জানতে পারবে ভূমি মন্ত্রণালয়। একই সাথে নামপত্তনের ক্ষেত্রে কোন তহশিলে কতদিন প্রতিবেদন আটকে আছে, তাও জানাতে পারবে।
গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান এ কথা জানান, সরকারি দপ্তরগুলোতে জমিসংক্রান্ত অনেক মামলা বহু দিন যাবত আটকা থাকছে। ফলে জনগনের হয়রানি বৃদ্ধি পাচ্ছে। বছরের পর বছর ধরে মামলা নিষ্পত্তি না হওয়ার কারনে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগন। এই অবস্থা থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতেই একটি ডিজিটাল ভূমি ব্যাংক থাকবে, যেখানে প্রতিটি মামলার বিস্তারিত উল্লেখ থাকবে। যে ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি হবে না, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসকে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। একই সাথে মোট জমির একটা পরিসংখ্যানও পাওয়া যাবে। এখন কী পরিমাণ জমি নিয়ে কী ধরনের কত মামলা রয়েছে, তার কোনো পরিসংখ্যান সরকারের কাছে এককভাবে নেই। যার কারনে সরকার কোনো সিদ্ধান্ত নিতে না পারায় জনগনের হয়রানি দায় সরকারকে নিতে হয়। এটি আগামী মাসেই অর্থাৎ অক্টোবর মাস হতে পাইলট ভিত্তিতে এই পদ্ধতি চালু হবে বলে জানান সচিব। কেন্দ্রে বসেই সব তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুনঃ
- ইভ্যালি নিউজ ২০২২ । Evaly news update । বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে নতুন পর্ষদ
- স্বর্ণের দাম ২০২২ । Gold Prices । স্বর্ণের দাম ভরিতে কমলো ৯৩৩ টাকা
- বাবার নাম ‘জাল’ করেছেন সাকিব আল হাসান : কী বলছে বিসিবি?
- সংশোধিত মোটরযান আইন ২০২২ । বন্ধ হচ্ছে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রয়
এদিকে বেশির ভাগ তহশিল অফিস দিনের পর দিন প্রতিবেদন আটকে রাখার কারণে নামজারি অথবা নাম পত্তন নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখন সকল তহশিল অফিস হতে অনলাইনে সকল নামজারি-সম্পর্কিত তথ্য আনা হবে। কী কারণে নির্ধারিত সময়ের মধ্যে নামজারি-সম্পর্কিত প্রতিবেদন দিতে দেরি হচ্ছে, সেটি জেনে প্রয়োজনীয় নির্দেশনা কিংবা ব্যবস্থা গ্রহন করা হবে।
সূত্র: ইত্তেফাক