সব ধরনের ফোনের চার্জার তৈরিতে আসছে নতুন নিয়ম
সব ধরনের মোবাইল ফোনের জন্য একই ধরনের চার্জার তৈরি করতে হবে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে।ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে ২০২৪ সালের ভিতর সব ফোনের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর করা হবে। গত মঙ্গলবার (০৪ অক্টোবর) এই মর্মে প্রস্তাব আনা হয় ইউরোপীয় ইউনিয়ন সংসদে। সংসদে নির্বাচনের মাধ্যমে পাস হয় এ প্রস্তাব। পাস হওয়া এ প্রস্তাবের কারনে অ্যাপলসহ একাধিক সংস্থাকে পরিবর্তন আনতে হবে তাদের ফোন এবং চার্জারে।
পূর্বের চার্জার পুনরায় ব্যবহার
নতুন ফোন ক্রয় করার পর ব্যবহারকারীগণ পূর্বের ফোনের চার্জার যেন পুনরায় ব্যবহার করতে পারেন সেটা নিশ্চিত করতেই এই নির্দেশনা আসতে যাচ্ছে। বর্তমানে আন্ড্রয়েড ফোনে যে ‘ইউএসবি-টাইপ সি’ চার্জার ব্যবহৃত হচ্ছে, পাস হওয়া প্রস্তাবের কারনে সব ফোনের জন্যই একই চার্জার ব্যবহার করতে হবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশে। নামিদামি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই প্রস্তাবের কারনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের ওপর।
আরও পড়ুনঃ
- প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২২ । নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগের চূড়ান্ত ফলাফল
- সয়াবিন তেলের বর্তমান দাম ২০২২ । সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা
- ই নামজারি করার নিয়ম ২০২২ । ই নামজারির পদক্ষেপ ও প্রবাহ চিত্র
প্রভাব পড়বে স্যামসং ও হুয়ায়েইর মতো প্রতিষ্ঠানগুলোর ওপরেও
এছাড়ও এর প্রভাব পড়বে স্যামসং ও হুয়ায়েইর মতো প্রতিষ্ঠানগুলোর ওপরেও। তবে বিশেষজ্ঞরা ধারণা করেছেন, এতে লাভবান হবে গ্রাহকগণ। কারণ ফোন পরিবর্তন করলেও চার্জার খুজে বেড়াতে হবে না।যার ফলে গ্রাহকদের চার্জারের কোনো ঝামেলা পোহাতে হবেনা।
১৩ প্রকার যন্ত্রের ক্ষেত্রে একই নিয়ম আসতে যাচ্ছে
কেবল মাত্র ফোনই নয়, মোট ১৩ প্রকার যন্ত্রের ক্ষেত্রে একই নিয়ম আসতে যাচ্ছে। ইয়ারবাড, হেডফোন এবং বই পড়ার ই-রিডারের মতো যন্ত্র চার্জ দেওয়ার ক্ষেত্রেও একই ধরনের চার্জার ব্যবহার করতে হবে। ল্যাপটপের জন্যও প্রযোয্য হবে এই নিয়ম।
২০২৬ সালের ভিতর একক চার্জার বানানোর রুলস
তবে এই জন্য আরও কিছু দিন সময় পাবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ২০২৬ সালের ভিতর ল্যাপটপের ক্ষেত্রে একক চার্জার বানানোর রুলস আনা হবে। ২০১৮ সালের হিসাব মোতাবেক ইউরোপিয়ান ইউনিউনে ব্যবহৃত মোবাইলগুলোর ২৯ শতাংশ ইউএসবি সি, ২১ শতাংশ লাইটনিং ও প্রায় অর্ধেক মাইক্রো ইউএসবি বি টাইপের চার্জার ব্যবহৃত হয়।
তথ্যসূত্রঃ সময় নিউজ