সর্বশেষ নিউজ

শাকিবের সাথে বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী

সম্প্রতি বিয়ে এবং সন্তান শেহজাদ খান বীরের কথা জনসমক্ষে স্বীকার করেন চিত্রনায়িকা শবনম বুবলি ও চিত্রনায়ক শাকিব খান। তাদের দুজনকে নিয়ে আলোচনা যেন কিছুতেই থামছে না। এবার আলোচনায় এই দুই সেলিব্রেটির বিবাহ বিচ্ছেদের খবর । ৮ মাস পূর্বে তাদের ডিভোর্স হয়েছে, এমন কথা ছড়িয়ে পড়লেও বিষয়টি অস্বীকার করলেন চিত্রনায়িকা শবনম বুবলি।

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বুবলী, বুবলি জানান বিবাহ বিচ্ছেদের খবর কেউ একজন ছড়াচ্ছেন। রবিবার (৯ অক্টোবর) তিনি জানান, আমাদের এ ধরনের কথা কে বা কারা ছড়াচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে খুব শিগগিরই জানতে পারব।

আরও পড়ুনঃ

শাকিব-বুবলীকে নিয়ে বহু আগে থেকেই প্রেমের গুঞ্জন শুনা যাচ্ছিল। বুবলী আমেরিকায় যাওয়ার পর সে গুঞ্জন আরও বেশি ছড়াতে থাকে। সম্প্রতি সন্তানকে প্রকাশ্যে এনে এসব গুঞ্জনের অবশান ঘটিয়েছে শবনম বুবলি। দুইজনেই জানিয়েছেন, সন্তানের মা-বাবা তারা। তবে সবকিছুর পরও নেটিজেনদের এখন প্রশ্ন- শাকিব বুবলি কি আদৌ একসাথে থাকছেন? নাকি অপু বিশ্বাসের পথেই হাঁটব বুবলি।

সবশেষ ১লা অক্টোবর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে লিডার-আমিই বাংলাদেশ সিনেমার গানের শুটিং স্পটে শাকিব খান এবং বুবলিকে একসাথে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুবলীর দেওয়া তথ্যমতে, শাকিব খানের সথে তার বিয়ে হয়েছে ২০ জুলাই  ২০১৮ সালে।

এর পূর্বে, শাকিবের খান এবং অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছিল ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। তাদের ১০ বছরের সংসারে আব্রাম খান জয় নামে এক ছেলে সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *