সর্বশেষ নিউজ

ইভ্যালি সর্বশেষ নিউজ ২০২২ । ইভ্যালির রাসেল এবং শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ আদালতের

চেক জালিয়াতির মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং বর্তমান চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের নির্দেশনা দিয়েছেন আদালত। গত সোমবার (২৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ নির্দেশ জারি করেন।

বৃহস্পতিবার (২৭ অক্টবর) বাদীপক্ষের আইনজীবী এইচএম আল আমিন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত  সোমবার (২৪ অক্টোবর) বাদীপক্ষের আইনজীবী আদালতে আসামিদের সম্পত্তি ক্রোকের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে সম্পত্তি ক্রোকের আদেশ জারি করেন। এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুনঃ 

মামলার তথ্যে জানা গেছে, ২০২১ সালের ২৩ জানুয়ারি মামলার বাদী মেহেদী হাসান খান অনলাইনে বিজ্ঞাপন দেখে তিনটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং কিছু গিফট কার্ড অর্ডার করেন এবং এ সকল মালামাল বাবদ ৮ লক্ষ ৫৪ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে ইভ্যালির নির্দিষ্ট সময়ের মধ্যে (৪৫ দিনের মধ্যে) পণ্য সরবরাহের কথা থাকলেও ইভ্যালি তা সরবরাহ করতে ব্যর্থ হন। এরপর ৯ মার্চ ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক দেয়। একই বছরের ৫ জুলাই চেকটি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়।

এ বিষয়ে ১৪ অক্টোবর তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোনো পদক্ষেপ না নেয়ায় ২৮ নভেম্বর শামীমা নাসরিন এবং  মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বাদী মামলাটি করেন। এদিন আদালত আসামিদের হাজির হওয়ার জন্য তলব করেন। তারা উপস্থিত না হওয়ায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানার পর তিন কার্য দিবসে  এ বিষয়ে কোন প্রতিবেদন না আসায় আদালত তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

সূত্রঃ- Somoynews.tv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *