ব্যাংক গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ : বাংলাদেশ ব্যাংক
ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ। আজ রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের আলোচনা হয়েছে। আলোচনা শেষে আবুল কালাম আজাদ এ কথা জানান।
গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করার পরামর্শ
তিনি জানান, কোনো ব্যাংক যদি আমানতের টাকা দিতে ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানালেই হবে। অভিযোগের উপর ভিত্তি করে আমরা তদন্ত কার্যক্রম পরিচালনা করব।
আরও পড়ুনঃ
- বিদেশ ভ্রমণ স্থগিত আদেশ ২০২২ । সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত
- E TIN Registration 2022 । রিটার্ন জমার প্রমাণপত্র যেখানে লাগবেই
- প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখর
- ডেঙ্গু জ্বর হলে করণীয় ২০২২ । ডেঙ্গু ধরা পড়লে ভয়ের কোনো কারণ নেই
বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরো জানান, দেশে বিশ্বব্যাংকের চলমান যেসব প্রকল্প রয়েছে, সে বিষয়ে বৈঠক হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক ।
ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি, আগামীতেও বন্ধ হবে না। সে জন্য ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাঅত্যন্ত সুদৃঢ অবস্থায়
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচার প্রচারনা করা হচ্ছে। এ ব্যাপারে সবাকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক এখন পর্যন্ত বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হওয়ার সম্ভবনা নেই। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।
সূত্রঃ কালের কন্ঠ