Hajj deposit pension scheme janata bank । জনতা হজ্ব ডিপোজিট স্কিম ২০২২
হজ্জ করতে ধীরে ধীরে টাকা জমা করতে পারেন – শুধু জমা হবে কোন প্রকার সুদ বা মুনাফা দেওয়া হবে না – জনতা হজ্ব ডিপোজিট স্কিম ২০২২
হজ্জের জন্য অর্থ জমাকরণ – হজ্জ পালনে বিপুর পরিমাণ অর্থ হয় জমি বিক্রি করে না হয় কোন স্থাবর কোন সম্পত্তি বিক্রি করে করতে হয় কারণ এত টাকা কারও হাত থাকে না। তাই বড় সম্পত্তি বিক্রি না করে আপনি ক্রমান্বয়ে জমা করতে পারেন ব্যাংকে যা সম্পূর্ণ সুদ মুক্ত এবং ক্রমান্বয়ে জমার সুযোগ রয়েছে।
আপনি চাইলে জনতা এর যে হজ ডিপোজিট স্কিম রয়েছে, সেই Janata Bank Dps স্কিম একাউন্ট তৈরি করতে পারবেন।একাউন্ট এর একটি বৈশিষ্ট্য হলো আপনি যদি কোন রকমের সুদ ছাড়া ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই একাউন্ট তৈরি করতে পারেন। জনতা ব্যাংকে কোন হিসাব না থাকলেও আপনি এ হজ্জ ডিপিএসটি খুলতে পারবে।
হজ্জ ডিপোজিট একাউন্ট খোলার সুবিধা ও অসুবিধা ২০২২– এই একাউন্টে মেয়াদকাল সর্বনিম্ন ১ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর। এই একাউন্টে কোন রকমের সুদ প্রদান করা হবে না। অর্থাৎ আপনি সম্পূর্ণ উন্মুক্ত একাউন্ট তৈরী করতে পারবেন। আপনি আপনার পছন্দমতো মেয়াদ বেঁধে কিস্তির পরিমাণ নির্ধারণ করতে পারবেন। এছাড়াও যে ব্যক্তি এই অ্যাকাউন্ট তৈরি করছে সেই ব্যক্তি তার পছন্দমতো যেকোনো সময় টাকা তুলতে পারবেন। একাউন্টে কোন রকমের চার্জ আরোপ করা হবে না, তবে সরকারী ট্যাক্স এবং আবগারি শুল্ক দিতে হবে।
হজ্জ করতে ঠিক কত টাকা লাগে এটির সঠিক জবাব হচ্ছে ৪,৬২,১৫০ টাকা হতে ৫,২৭,৩৪০ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে যদি আপনি সরকারি ব্যবস্থাপনায় হজ্জ করতে যান। বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের হজ্জ প্যাকেজ ঘোষনা করে থাকে। আপনি যদি বেসরকারি ভাবে হজ্জ করতে চান হতে আপনি খরচ বেশি পড়বে ৪-৭ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। হজ্জ করতে কত টাকা লাগে?
Hajj deposit pension scheme janata bank / জনতা হজ্ব ডিপোজিট স্কিম ২০২২
যারা হজ্জে যেতে চান, জমি বা অন্য কোন স্থায়ী সম্পত্তি বিক্রি না করে আপনি ধীরে ধীরে টাকা জমাতে পারেন।
Hajj deposit pension scheme janata bank । জনতা হজ্ব ডিপোজিট স্কিম ২০২২
হজ্জ ডিপোজিট একাউন্ট খোলার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে
- প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
- জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন/ ড্রাইভিং লাইসেন্স এর মধ্য থেকে যে কোন একটির ফটোকপি।
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- যে ব্যক্তি কে নমিনি নির্বাচন করা হবে সেই ব্যক্তির এক কপি ছবি।
- এছাড়াও যুগ্ম নাম এবং একই নামে একাধিক একাউন্ট খোলার মত সুবিধা পাবেন।
যে কোন জনতা ব্যাংক শাখায় কি এ হজ্জ ডিপোজিট একাউন্ট খোলা যায়?
হ্যাঁ । জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৩০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ২৩,১৪০ মিলিয়ন টাকা এই ব্যাংকটি স্বাধীনতার আগে ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড নিয়ে গঠিত হয়েছিল। ১৯৭২ সালের প্রেসিডেনশিয়াল অর্ডার নং ২৬-এর আওতায় জাতীয়করণ করা হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর এটি কর্পোরেটভুক্ত হয়। ১১০ মতিঝিলে ২৪ তলা উঁচু জনতা ব্যাংক ভবনে জনতা ব্যাংক লিমিটেডের বর্তমান প্রধান কার্যালয় অবস্থিত। ডিসেম্বর ২০১৫ পর্যন্ত জনতা ব্যাংক লিমিটেডের, দেশে গ্রাম-শহর এবং বিদেশে সর্বমোট ৯১২ টি শাখা রয়েছে। এ ব্যাংকের যে কোন শাখায় ডিপোজিট একাউন্টটি খোলা যাবে।