ব্যাংকিং নিউজ

Argentina Inflation and Bank Interest Rate 2024 । আর্জেন্টিনায় তীব্র মূল্যস্ফীতি প্রায় ১০৯ শতাংশে উঠেছিল?

একটি দেশে মুদ্রাব্যবস্থা শক্তিশালী না হলে এবং ব্যাংক ব্যবস্থা ভেঙ্গে পড়লে মূল্যস্ফিতি যে কোথায় পৌছাতে পারে তা আর্জেন্টিনাতে দেখা যায় – Argentina Inflation and Bank Interest Rate 2024

What is the Bank Rate in Agentina?– The central bank of Argentina raised its “Leliq” interest rate by 600 bps to 97% on May 15th 2023, pushing borrowing costs to their highest level recorded after a 1000 bps rate hike on April 27th. The decision was made as an emergency move to stop a sharp decline of pesos in parallel markets with the objective of saving the local currency as it lost 20 percent of its value against the dollar in a single week in mid-April 2023.

Argentina’s inflation soared more than expected to 108.8% in April on an annual basis, and hit 8.4% on a monthly basis, the highest level in two decades. The monetary authority has implemented new restrictions for companies, including an extended wait time to receive dollars at the regulated, cheaper rate. source: Central Bank of Argentina

আর্জেন্টিনাতে এখন ইনফ্লেশন রেট কত? আর্জেন্টিনায় ৩০ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি এপ্রিলে, প্রায় ১০৯ শতাংশ আর্জেন্টিনার মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় উঠেছে। ২০২২ সালের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে দেশটির মূল্যস্ফীতি ১০৮ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা আর্জেন্টিনার ইতিহাসে ৩ দশকের মধ্যে সর্বোচ্চ। মার্চ মাসেও তা ১০০ শতাংশের ওপরে ছিল।

ঋণের ক্ষেত্রে সুদের হার বা সীমা তুলে দেওয়া হয়েছে / আর্জেন্টিনাতে ব্যাংক রেট বেড়ে গেছে

মূল্যস্ফিতির কারণে পন্য বিনিময় প্রথা চালু হয়েছে

https://tradingeconomics.com/argentina/interest-rate

Caption: Check Bank Interest Rate in Argentina

এক ইউএস ডলারে আর্জেন্টিনা তে কত পেসো? । ডলারের মূল্য আর্জেন্টিনাতে সীমাহীন দর উঠেছে

  1. গতকাল আর্জেন্টিনার দাপ্তরিক হিসাবে ডলারের বিপরীতে পেসোর মূল্য দাঁড়িয়েছে ২৩৮ দশমিক ৫–এ।
  2. কিন্তু কালোবাজারে তা ৪৭৪ পেসো।
  3. আর্জেন্টিনার বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত হলো কৃষি ও পশুসম্পদ।
  4. কিন্তু মারাত্মক খরার কারণে গত বছর দেশটির রপ্তানি কমেছে।
  5. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস, ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার দেশটির প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক ২ শতাংশ।

আর্জেন্টিনাতে সরকারি ঋণের পরিমাণ কত ছিল?

আর্জেন্টিনার অর্থনীতির জন্য এ মুহূর্তে সবচেয়ে বড় বোঝা দেশটির ক্রমবর্ধমান ঋণ। বর্তমানে দেশটির মোট জিডিপির আকার ৬১ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে বলে বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্যে উঠে এসেছে। সিইআইসি ডাটার হিসাব অনুযায়ী, ২০২২ সালের শেষে দেশটির মোট সরকারি ঋণের পরিমাণ ছিল ৩৯ হাজার ৬৬০ কোটি ডলার। বর্তমান বিনিময় হার হিসাবে টাকার অঙ্কে (প্রতি ডলার ১০৫টাকা হিসাবে) ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ লাখ ৫৯ হাজার কোটি টাকা বা ৭২২ কোটি ডলার। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে এই ঋণের পরিমাণ ১৭ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কি আর্জেন্টিনার এই দশা?

উত্তর: না। ঐ দেশের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা এ জন্য দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *