Bank Account Maintenance Fee । মেইনটেন্যান্স ফি-আবগারী শুল্ক
মেইনটেন্যান্স ফি দেশের সকল ব্যাংকের ক্ষেত্রে আপনার ‘সেভিংস একাউন্টে টাকা জমার উপর ভিত্তি করে নিম্নক্ত অনুযায়ী ৬ মাস পরপর ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করা হবে|
আবগারী শুল্ক চার্জ দেশের সকল ব্যাংকের ক্ষেত্রে আপনার ‘সেভিংস একাউন্টে টাকা জমার উপর ভিত্তি করে নিম্নক্ত অনুযায়ী বছরে ১ বার সরকার কর্তৃক চার্জ কর্তন করা হবে বিবরণ
বি.দ্র: উক্ত নিয়ম অনুযায়ী আপনার একাউন্টে যদি বছরে অন্তত ১ বার (জানুয়ারি-ডিসেম্বর) এর মধ্যে টাকা জমা হয়, তাহলে উপরের নিয়ম অনুযায়ী সরকার কর্তৃক চার্জ কর্তন করা হবে।
সূত্র: ডাউনলোড