ব্যাংকিং নিউজ

Banking hours today in Bangladesh । ব্যাংক লেনদেন সময়সূচী ২০২২

বাংলাদেশের সরকারি ও বানিজ্যিক ব্যাংকগুলো আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ হতে ১০ টা হতে বিকাল ৩.৩০টা পর্যন্ত লেনদেন করবেন। লেনদেন ৩.৩০ টায় শেষ হলেও ক্লোজিং কাজ বিকাল ৫টার মধ্যে শেষ করবেন। কর্মকর্তাদের অফিস আওয়ার ৫ পর্যন্ত হলেও এ সময় জনসাধারণের সাথে কোন লেনদেন হবে না। মূলত এই ১.৫ ঘন্টা অফিস আওয়ার বা ব্যাংক লেনদেন ক্লোজিং আওয়ার।

বাংলাদেশ ব্যাংক

(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০

বাংলাদেশ

ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন

ডিওএস সার্কুলার লেটার নং-৩৫ তারিখ: ০৩ নভেম্বর ২০২২

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।

অফিস ও লেনদেন সময়সূচি প্রসঙ্গে।

প্রিয় মহােদয়,

সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময় সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ নভেম্বর ২০২২ তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

Banking hours today in Bangladesh । ব্যাংক লেনদেন সময়সূচী ২০২২

২। সমুদ্র/স্থল/বিমান বন্দর এলাকায় (পাের্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা/বুথসমূহ সার্বক্ষণিক খােলা রাখার বিষয়ে ০৫ আগস্ট ২০১৯ এ জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে।

 

আপনাদের বিশ্বস্ত,

(মােঃ আবদুল মান্নান)

পরিচালক (ডিওএস)

ফোনঃ ৯৫৩০৩১৪

অফিস ও লেনদেন সময়সূচি প্রসঙ্গে: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *