সর্বশেষ নিউজ

BD Train Tracking Process 2023 । ট্রেনের অবস্থান জানার উপায় আছে কি?

বাংলাদেশ রেলওয়ে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রেখেছে- ট্রেনের টিকিট কেটে ট্রেন নম্বর ব্যবহার করে আপনি ট্রেনের অবস্থান জেনে নিতে পারেন- ট্রেন ছেড়েছে কি ছাড়েনি সেটিও জানা যাবে – BD Train Tracking Process 2023

ট্রেন কি মনিটরিং করা হয়? হ্যাঁ। –বাংলাদেশ রেলওয়ের চারটি বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস (ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট), ২টি আঞ্চলিক কন্ট্রোল অফিস (রাজশাহী ও চট্টগ্রাম) এবং একটি কেন্দ্রীয় কন্ট্রোল (ঢাকা) অফিসের মাধ্যমে প্ৰায় ২৮৭৭ কি.মি. ব্যাপী নেটওয়ার্কে চলাচলরত সকল ট্রেন স্টেশন মাস্টারগণের সঙ্গে টেলিফোন যোগাযোগের মাধ্যমে মনিটর ও নিয়ন্ত্রণ করা হয়। এ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস থেকে রেলওয়ে ডিজিটাল ও ট্রেন কন্ট্রোল (টিসি) ফোনের মাধ্যমে কোন ট্রেন কোন স্টেশনে কতক্ষণ থামবে, কোন স্টেশনে কোন ট্রেনের ক্রসিং হবে, কোন ট্রেনকে অগ্রাধিকার দেয়া হবে ইত্যাদি দিক নির্দেশনা ট্রেন কন্ট্রোলারগণ কর্তৃক প্রদান করা হয়।

কোন প্রযুক্তি মাধ্যমে রেল ট্র্যাক করা যায়? এ ব্যবস্থায় ব্লক সেকশনে অবস্থিত ট্রেনগুলোর প্রকৃত অবস্থান ও গতিবেগ জানা সম্ভব হতো না। ফলে কোন ট্রেন ব্লক সেকশনে দুর্ঘটনা বা অন্য কোন কারণে অত্যাধিক বিলম্ব হলে স্টেশন মাস্টারকে লোক পাঠিয়ে এর প্রকৃত অবস্থান জেনে তা সংশ্লিষ্ট কন্ট্রোলারকে জানাতে হতো।

এছাড়া ট্রেনের সম্মানিত যাত্রী সাধারণের পক্ষেও কোন ট্রেনের প্রকৃত অবস্থান জানা সম্ভব হতো না। এহেন অসুবিধা দূরীকরণে বাংলাদেশ রেলওয়েতে Global Positioning System (GPS)/General Packet Radio Service (GPRS) fefe Train Tracking & Monitoring System (TTMS) । স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়। TTMS System গত ১৬ জানুয়ারী ২০১৪, তারিখে চালু করা হয় এবং রেলপথ মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এমপি এর শুভ উদ্ধোধন করেন।

ট্রেনের লোকেশন অ্যাপ । অনলাইনে ট্রেনের অবস্থান । ট্রেন লোকেশন মেসেজ

সম্মানিত যাত্রী সাধারণ 16318 নম্বরে Mobile SMS এর মাধ্যমে ট্রেনের অভিমুখ, ট্রেন ছাড়ার সময়, ট্রেনের অবস্থান, পরবর্তী Stopage, real time ভিত্তিতে ট্রেনের বিলম্ব ইত্যাদি তথ্য জানতে পারেন।

Caption: Train Route and Train No list Download

মোবাইল মেসেজ করে ট্রেন ট্র্যাক করার নিয়ম । ট্রেন লোকেশন মেজে করার নিয়ম কি?

  1. TTMS ব্লক সেকশনে চলাচলরত ট্রেনের অবস্থান, real time ভিত্তিতে ট্রেনের গতি, কোন স্টেশন থেকে কত কি.মি. দূরে ট্রেনটির অবস্থান ইত্যাদি তথ্য ট্রেন কন্ট্রোলারগণ তাৎক্ষণিকভাবে Display Monitor এর মাধ্যমে জানতে পারছেন।
  2. এ ছাড়া ট্রেন কন্ট্রোলারগণ ট্রেনের অবস্থান কন্ট্রোল অফিসে স্থাপিত মনিটরের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন বিধায় এতে বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালনায় নতুনত্ব এসেছে। এতে সার্বিকভাবে বাংলাদেশ রেলওয়ের অপারেটিং কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
  3. SMS এর নমুনা: tr <space> Train no. অথবা tr <space> Train name লিখে 16318 নম্বরে প্রেরণ (send) করলে ফিরতি SMS এর মাধ্যমে বার্ণিত ট্রেনের তাৎক্ষণিক অবস্থান জানা যাবে। বর্তমানে গ্রামীণফোন লিঃ, রবি এবং বাংলালিংক এর মোবাইল ফোন থেকে এ সেবা পাওয়া যাচ্ছে।
  4. উদাহরণঃ ঢাকা থেকে দিনাজপুরগামী আন্ত:নগর একতা এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান জানার জন্য যেভাবে SMS করতে হবে- : tr <space> 705 অথবা: : tr <space> Ekota লিখে 16318 নম্বরে পাঠাতে হবে। ফিরতি SMS এ নিম্নে বর্ণিত তথ্যাদি জানা যাবে:-

ট্রেন নম্বর বা ট্রেনের নাম লিখে অবস্থান জানা যায়?

আপনার কাঙ্খিত ট্রেনট ট্র্যাক করতে: মেসেজ অপশনে TR<Space> Train Noor Train Code লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে। যেমন: সুবর্ণ ট্রেনটি ট্রাক করতে মেসেজ অপশনে TR <Space> Subarna অথবা TR<Space>701 লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে। উপরে উল্লেখিত ট্রেন ছাড়াও নিম্নোক্ত গন্তব্যের ট্রেনসমূহও ট্রেন ট্র্যাকারের মাধ্যমে ট্র্যাক করা যাবে: ঢাকা-নোয়াখালী, ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-মোহনগঞ্জ, ঢাক-লালমনিরহাট, ঢাকা-তারাকান্দি, ঢাকা-রংপুর, ঢাকা ক্যান্টনমেন্ট-চিলাহাটি, ঢাকা-বঙ্গবন্ধু সেতু ঢাকা-কিশোরগঞ্জ, খুলনা-সৈয়দপুর, চট্টগ্রাম-চাঁদপুর, খুলনা-রাজশাহী, রাজশাহী-গোয়ালন্দ ঘাট, রাজশাহী-চিলাহাটি, দিনাজপুর শান্তাহার, শান্তাহার-বুড়িমারি।

কোন প্রযুক্তির মাধ্যমে ট্রেন নিয়ন্ত্রণ করা হয়? বাংলাদেশ রেলওয়ের চারটি বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস (ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট), ২টি আঞ্চলিক কন্ট্রোল অফিস (রাজশাহী ও চট্টগ্রাম) এবং একটি কেন্দ্রীয় কন্ট্রোল (ঢাকা) অফিসের মাধ্যমে প্ৰায় ২৮৭৭ কি.মি. ব্যাপী নেটওয়ার্কে চলাচলরত সকল ট্রেন স্টেশন মাস্টারগণের সঙ্গে টেলিফোন যোগাযোগের মাধ্যমে মনিটর ও নিয়ন্ত্রণ করা হয়। এ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস থেকে রেলওয়ে ডিজিটাল ও ট্রেন কন্ট্রোল (টিসি) ফোনের মাধ্যমে কোন ট্রেন কোন স্টেশনে কতক্ষণ থামবে, কোন স্টেশনে কোন ট্রেনের ক্রসিং হবে, কোন ট্রেনকে অগ্রাধিকার দেয়া হবে ইত্যাদি দিক নির্দেশনা ট্রেন কন্ট্রোলারগণ কর্তৃক প্রদান করা হয়।

কিন্তু এ ব্যবস্থায় ব্লক সেকশনে অবস্থিত ট্রেনগুলোর প্রকৃত অবস্থান ও গতিবেগ জানা সম্ভব হতো না। ফলে কোন ট্রেন ব্লক সেকশনে দুর্ঘটনা বা অন্য কোন কারণে অত্যাধিক বিলম্ব হলে স্টেশন মাস্টারকে লোক পাঠিয়ে এর প্রকৃত অবস্থান জেনে তা সংশ্লিষ্ট কন্ট্রোলারকে জানাতে হতো। এছাড়া ট্রেনের সম্মানিত যাত্রী সাধারণের পক্ষেও কোন ট্রেনের প্রকৃত অবস্থান জানা সম্ভব হতো না। এহেন অসুবিধা দূরীকরণে বাংলাদেশ রেলওয়েতে Global Positioning System (GPS)/General Packet Radio Service (GPRS) fefe Train Tracking & Monitoring System (TTMS)।

ফ্রিতে অবস্থান জানা যাবে কি? না। আপনাকে নির্ধারিত ফি অর্থাৎ এসএমএস এর জন্য আপনার ব্যালেন্স থেকে ৪.৫ টাকা চার্জ কেটে নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *