Bkash বিদ্যুৎ বিল। বিকাশ অ্যাপে বা বাটনে ফোনে কি ভাবে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া যায়?

বিকাশ অ্যাপে বা বাটনে ফোনে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া নিয়ম

১। বাটনে ফোনের টেলিটক সিম থেকে কি ভাবে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া যায়?

যে বিকাশ সিম দিয়ে বিল জমা দিবেন সেই নাম্বার টি বিল জমা দেয়ার আগে টেলিটক সিম এর মাধ্যমে এসএমএস করে রেজিস্টেশন করে নিতে হবে ।না হলে বিল জমা হবে না ।

*727*1# ডায়েল করে পরবর্তী ধাপ গুলো

অনুসরণ করে বিকাশ নাম্বার টি রেজিস্টশন করে নিন।

1. প্রথমে আপনি *247# ডায়াল করেন

2.এখন 5 Option তে যান

3.এখন 1 Option তে যান Electricty

4.এখন 1 Option তে যান।

5.এখন 2 Option তে যান।

6.এখন 1 Option তে যান।

7. আপনা বিদুৎ বিল এর কাগজ হাতে নিন । বিল এর ডান পাসে আপনারAccount Number পেয়ে যবেন এখন account number দিন

8. এখানে অপনার মাস দিন।কোন মাসের বিল দিতে চান। যেমন – 805243

9.এর পরে option তে আপনার টাকা দিন।

10.এর পরে option তে আপনার বিকাশ

এর পিন নামবার দিন ।

11. এখন অপনার কাজ হয়ে গেছে ।

২। বিকাশ অ্যাপে বিদ্যুৎ বিল পরিশো করে কি করে?

বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুত বিল পরিশোধ করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন

১. বিকাশ অ্যাপ খুলুন এবং লগইন করুন, যদি আপনি এখনো লগইন না করে থাকেন

২. মুখ্য মেনু থেকে বিল পেমেন্ট বা পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন

৩. বিলার্ড নেই? সিলেক্ট করুন এবং বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুত সিলেক্ট করুন

৪. আপনার পোস্টপেইড বা প্রিপেইড বিদ্যুত বিলের বিবরণ সাবমিট করুন, যেমন বিল নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর

৫. বিলের পরিমাণ এবং অন্যান্য আপেক্ষা কর্তৃপক্ষের প্রয়োজনীয় তথ্য সাবমিট করুন

৬. পেমেন্ট পরিশোধ করতে পেমেন্ট বাটনটি চাপুন

৭. আপনার বিকাশ পিন এন্টার করুন যা প্রয়োজন হলে সিলেক্ট করুন

৮. পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে, আপনি একটি ট্রানজেকশন সক্রিয় বক্স দেখবেন এবং এটির স্ক্রিনশট বা ট্রানজেকশন আইডি সংরক্ষণ করেন।

৩। বিকাশ অ্যাপে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া নিয়ম

বিকাশ অ্যাপ খুলুন এবং লগইন করুন, যদি আপনি এখনো লগইন না করে থাকেন। মুখ্য মেনু থেকে বিল পেমেন্ট বা পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন। বিলার্ড নেই? সিলেক্ট করুন এবং বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুত সিলেক্ট করুন। আপনার পোস্টপেইড বা প্রিপেইড বিদ্যুত বিলের বিবরণ সাবমিট করুন, যেমন বিল নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর। বিলের পরিমাণ এবং অন্যান্য আপেক্ষা কর্তৃপক্ষের প্রয়োজনীয় তথ্য সাবমিট করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *