বিকাশ এড মানি অফার ২০২৪ । বিকাশে প্রতিদিন ২৫ টাকা বোনাস পাওয়ার নিয়ম
বিকাশ এডমানি তে বোনাস অফার – বোনাস পাওয়ার ক্ষেত্রে শর্ত ও নিয়ম মেনে চলতে হবে – বিকাশে প্রতিদিন ২৫ টাকা বোনাস পাওয়ার নিয়ম ২০২৪
বিকাশ এডমানিতে বোনাস – আপনি বিকাশ অ্যাকাউন্টে ব্যাঙ্ক বা কার্ড থেকে ২৫০০ টাকা জমা করলে, আপনি ২৫ টাকা তাৎক্ষনিক বোনাস পাবেন। আসুন বিকাশ বোনাস আওয়ার এড মানি বোনাস সম্পর্কে আরও জানি। প্রতিদিন বিকেল ৩.০০ পিএম থেকে ৩.৫৯ পিএম পর্যন্ত, আপনি যদি ব্যাংক বা কার্ড থেকে ২৫০০ টাকা জমা করেন, আপনি ২৫ টাকা তাত্ক্ষণিক বোনাস পাবেন।
বিকাশ বোনাস আওয়ার এড মানি বোনাস- প্রতিদিন দুপুর ৩টা থেকে ৩:৫৯:৫৯টা পর্যন্ত বিকাশে ২,৫০০টাকা ব্যাংক বা কার্ড থেকে এড মানি করলে পেয়ে যাবেন ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস। উল্লেখিত সময়ে এই অফার উপভোগ করতে পারবেন বিকাশ গ্রাহকগণ। বিকাশ ২৫টাকা এড মানি বোনাস অফারটি চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
বিকাশ এড মানি অফার ২০২৪ । বিকাশে প্রতিদিন ২৫ টাকা বোনাস পাওয়ার নিয়ম
একজন গ্রাহক অ্যাপ থেকে যেকোনো লেনদেন করলে (সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, পেমেন্ট, ক্যাশ আউট) পাবেন ১০% বোনাস ২৫ টাকা পর্যন্ত।
Caption: Bkash Add money Offer
দৈনিক ২৫ টাকা বোনাস পাওয়া শর্তাবলী ২০২৪
- ২৫টাকা এড মানি বোনাস পেতে হলে ব্যাংক বা কার্ড থেকে ২,৫০০টাকা বিকাশ একাউন্টে এড মানি করতে হবে।
- প্রতিদিন দুপুর ৩টা থেকে ৩:৫৯:৫৯টা পর্যন্ত বিকাশে কার্ড বা ব্যাংক থেকে ২,৫০০টাকা এড মানি করে ২৫টাকা বোনাস পাওয়া যাবে।
- যে বিকাশ একাউন্টে উল্লেখিত পরিমাণ অর্থ এড মানি করা হবে, উক্ত একাউন্টে বোনাস প্রদান করবে বিকাশ।
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে ৩০দিনে মোট ৩০বার উক্ত অফারটি নেওয়া যাবে।
- শুধুমাত্র ব্যাংক টু বিকাশ ও কার্ড টু বিকাশ ফিচার এর মাধ্যমে এড মানি করে উক্ত অফার বোনাস পাওয়া যাবে।
- গ্রাহকগণ বিকাশ অ্যাপের মাধ্যমে এই অফার উপভোগ করতে পারবেন।
- একটিভ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে যেকোনো গ্রাহক সফলভাবে এড মানির মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন।
- একাউন্ট স্ট্যাটাস একটিভ না থাকলে বা লেনদেনজনিত কোনো ইস্যুর কারণে যদি বোনাস বিতরণ করা না যায়, তবে সেক্ষেত্রে উক্ত গ্রাহক বোনাস পাবেন না।
- গ্রাহকের একাউন্টের সমস্যা ছাড়া অন্য কোনো কারণে বোনাস প্রদান করা না গেলে সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ২মাসের মধ্যে ৩বার বোনাস প্রদানের চেষ্টা করবে বিকাশ। এরপরেও যদি বোনাস প্রদান করা না যায়, তাহলে উক্ত গ্রাহক আর অফার বোনাস পাবেন না।
- বোনাস পেতে হলে উল্লেখিত শর্ত অনুসারে নির্দিষ্ট সময় অনুসারে নির্দিষ্ট এমাউন্টের লেনদেন সম্পন্ন করতে হবে
বিকাশ ও অংশগ্রহণকারী ব্যাংক কোনো ধরনের ঘোষণা ছাড়া ক্যাম্পেইনের নিয়ম বা শর্ত পরিবর্তন বা সংশোধরনের অধিকার রাখে।
বোনাস না পাইলে যে হেল্প লাইনে যোগাযোগ করবেন?
বোনাস না পাইলে যেখানে যোগাযোগ করবেন– কোনো গ্রাহকের লেনদেন কার্যক্রম বিকাশের নিকট যুক্তিসঙ্গত মনে না হলে উক্ত গ্রাহকের বোনাস পাওয়ার সুবিধা বাতিল করার অধিকার রাখে বিকাশ। যেকোনো কারণে বিকাশ বোনাস অফার পেতে দেরি হলে বিকাশ হেল্পলাইন ন্নার ১৬২৪৭, বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, লাইভ চ্যাট, ফেসবুক পেজ, কিংবা support@bkash.com -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত জানাতে পারেন।