বিকাশ রিচার্জ ক্যাশব্যাক ২০২৪ । যে কোনো নাম্বারে ২০ টাকা রিচার্জ করলেই ১০ টাকা
বিকাশ রিচার্জ অফার দেয়া শুরু করেছে-চলতি মাসে ২০ টাকায় ১০ টাকা ক্যাশব্যাক অফার চলমান রয়েছে-তাই এখনই রিচার্জ করুন – বিকাশ রিচার্জ ক্যাশব্যাক ২০২৪
কত টাকা রিচার্জে কত টাকা পাওয়া যায়?– বিকাশ থেকে যেকোনো নাম্বারে মোবাইল রিচার্জে দারুণ অফার! যেকোনো মোবাইল নাম্বারে ২০ টাকা রিচার্জ বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম ২০ জন রিচার্জকারী পাবেন ১০ টাকা ক্যাশব্যাক। তাই রিচার্জ বিকাশ করুন এখনই! রিচার্জ নির্দিষ্ট সময় সীমার মধ্যেই করতে হবে।
অফার কত তারিখ পর্যন্ত চলবে? এগুলো সাধারণ প্রমোশনাল অফার তাই সীমিত সময়ের জন্যই হয়ে থাকে। তাছাড়া গ্রাহকের চাহিদা অনুসারে বিকাশ অফার সাজায়। একই অফার দীর্ঘদিন স্থাযী থাকে না। ১০ মার্চ থেকে ১৬ মার্চ ২০২৩; বিকাল ৪:০০ থেকে রাত ৯:৫৯ পর্যন্ত (অফার চলাকালীন প্রতিদিন)।
গ্রাহকেরা বিকাশ থেকে যেকোনো প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে ২০ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ১০ টাকা ক্যাশব্যাক। প্রতি মিনিটে প্রথম ২০ জন রিচার্জকারী অফারটি উপভোগ করতে পারবেন। তাই দেরী না করে আজই রিচার্জ করা শুধু করুন। ২০ টাকায় ১০ টাকা ক্যাশব্যাক মানে ৫০% ক্যাশব্যাক।
গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে বা *247# ডায়াল করে যেকোনো নাম্বারে নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করলেই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবার ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি সকল বিকাশ গ্রাহকেরা জন্য প্রযোজ্য।
ক্যাশব্যাক পেতে ক্যাম্পেইন চলাকালীন বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট নাম্বারে সফলভাবে মোবাইল রিচার্জ সম্পন্ন করতে হবে। বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
নতুন বা পুরাতন যে কোন বিকাশ নম্বর হতে রিচার্জ করলে এ ক্যাশব্যাক পাওয়া যাবে।
গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে ৩ বারে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।
Caption: Source of information
বিকাশ রিচার্জ অফার ২০২৪ । অফার চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।
প্যাকেজের ধরন | রিচার্জ অ্যামাউন্ট | অফার | মেয়াদ |
ক্যাশব্যাক অফার | ২০ টাকা | ১০ টাকা ক্যাশব্যাক (প্রতি মিনিটে প্রথম ২০ জন রিচার্জকারী) |
১০ মার্চ থেকে ১৬ মার্চ ২০২৩; বিকাল ৪:০০ থেকে রাত ৯:৫৯ পর্যন্ত (অফার চলাকালীন প্রতিদিন) |
সিম কোম্পানি কারণে কি মিস হতে পারে?
সচল একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক মোবাইল রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন। সফলভাবে মোবাইল রিচার্জ সম্পন্ন হওয়ার পরবর্তী কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে। অফারটি উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক এই ক্যাম্পেইনের জন্য ক্যাশব্যাক অফারটি পাবেন না।
Hi
বলুন