সর্বশেষ নিউজ

BRTA fitness check online । গাড়ির নাম্বার দিয়ে ফিটনেস চেক করার নিয়ম ২০২৪

অনলাইনে শুধুমাত্র গাড়ির ফিটনেস চেক করা যায় – আপনার বা অন্যের গাড়ির ফিটনেস শুধুমাত্র গাড়ির নম্বর দিয়েই চেক করা যায়- BRTA fitness check online

আপনার গাড়ির কত ডিউ আছে জেনে নিন –প্রথমে bsp.brta.gov.bd/registeredVehicleFeesIndex – গিয়ে আপনি আপনার যানবাহন নম্বর দিন এবং কি জানতে চান তা সিলেক্ট করে ক্যাপচা এন্ট্রি করুন। Calculate ক্লিক করলেই গাড়ির যাবতীয় বকেয়া ও আপডেট তথ্য দেখাবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর শাস্তি ২০২৩ । জরিমানা এড়াতে যে কাগজপত্রগুলো সাথে রাখতে হবে

গাড়ির ফিটনেসের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি বর্তমানে bsp.brta.gov.bd লিংকে ভিজিট করে ফিটনেস সিডিউল নিয়ে নিতে পারেন। সিডিউল বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিআরটিএ অফিসে গেলে ভীর এড়াতে পারবেন। প্রতিটি বিআরটিএ অফিসের ধারণ ক্ষমতা থাকে আপনি হুট করে ফিটনেট চেক করাতে গেলে সেটি আপনাকে ঘুরে আসতে হবে। তাই অবশ্যই Appointment নিয়ে ফিটনেস করাতে যান। Click here

ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত মোটরযান ও গণপরিবহণ চালনার বিধি-নিষেধ সংক্রান্ত ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘনের দণ্ড ৬৬। যদি কোনো ব্যক্তি ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড, বা অনধিক ২৫ (পঁচিশ) হাজার টাকা অর্থদণ্ড, বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।  সড়ক পরিবহণ আইন, ২০১৮

গাড়ির ফিটনেস করাতে কি কি কাগজপত্র লাগে? নির্ধারিত ফরমে পূরণকৃত ও স্বাক্ষরকৃত আবেদনপত্র (ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের আওতাধীন সার্কেল অফিসসমূহ থেকে ফিটনেস সনদ নবায়ন করার ক্ষেত্রে অনলাইনে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে)- প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ। ফিটনেস সার্টিফিকেটের মূল কপি। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি। TIN সংক্রান্ত কাগজপত্র-এর সত্যায়িত কপি। অনুমিত আয়কর প্রদানের প্রমাণপত্র। ফিটনেস করাতে অবশ্যই গাড়ি নিয়ে যেতে হবে।

Online Fitness Check 2024 / Make Appointment for fitness of your card by online

গাড়ির ফিটনেস করাতে অবশ্যই পূর্বেই অনলাইনে বুকিং বা এ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন।

BRTA fitness check online । গাড়ির নম্বর দিয়ে ফিটনেস চেক করার নিয়ম ২০২২

Caption: Vehicle Fitness Check in Bangladesh

গাড়ির ফিটনেস মেয়াদ কত দিন আছে তা চেক করবেন যেভাবে

  1. First click bsp.brta.gov.bd/registeredVehicleFeesIndex
  2. Input Car or Bike Number as it is……DHAKA METRO-GA-11-1111
  3. Input Vehicle No. as shown Space and vehicle Number with Dash
  4. Select Dues
  5. Input Captcha
  6. click Calculator or ক্যালকুলেটর
  7. done

ফিটনেস কি এবং কখন করাতে হয়?

নিবন্ধনের সময়ই মোটরযানের ধরণ ও তৈরি সনের উপর ভিত্তি করে ৫ বছর, ২ বছর ও ১ বছরের ফিটনেস সনদ প্রদান করা হয়। এরপর মেয়াদ উত্তীর্ণের পূর্বেই মোটরযানের ফিটনেস নবায়নের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে বিআরটিএ’র যে কোনো সার্কেল অফিসে থেকে মোটরযান হাজির করে পরিদর্শক কর্তৃক সন্তোষজনক পরিদর্শন প্রতিবেদন প্রদানপূর্বক নিবন্ধিত মোটরযানের ফিটনেস নবায়ন করা যায়। ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের আওতাধীন সার্কেল অফিসসমূহ থেকে ফিটনেস সনদ নবায়ন করার ক্ষেত্রে অনলাইনে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হয়। এ্যাপয়েন্টমেন্ট গ্রহণের প্রক্রিয়া নিচের লিংকে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে ভিডিও দেখুন

BRTA Tax Token Fitness Calculator । মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ক্যালকুলেটর ২০২৩

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *