সর্বশেষ নিউজ

BRTA online payment system 2022 । ঘরে বসেই এখন বিআরটিএ-এর যেকোনো ফি বিকাশ করুন

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি দূর্নীতে ভরা এখানে যে কোন কাজ করতে গেলেই উৎকোচ গুনতে হয় – অনলাইনেই যদি অনেক কাজ করা যেত তবে নাগরিক ভোগান্তি কমে যেত – BRTA online payment system 2022

ঘরে বসেই এখন বিআরটিএ-এর যেকোনো ফি বিকাশ করুন – বিআরটিএ সার্ভিস পোর্টালে গাড়ির লাইসেন্স, মালিকানা নিবন্ধন, ট্যাক্স টোকেন নবায়নসহ বিভিন্ন সেবার ফি বিকাশ করতে পারবেন আর ট্যাক্স টোকেন পেয়ে যাবেন ঘরে বসেই।বিআরটিএ সার্ভিস পোর্টাল- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর সার্ভিস পোর্টালে অনলাইনে বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হয়ে থাকে। এখানে গাড়ির মালিক, ড্রাইভার ও গাড়ি বিক্রেতারা নিবন্ধন করতে পারেন এবং অনলাইনে ফি প্রদানের মাধ্যমে বিভিন্ন সেবার জন্য আবেদন করতে পারেন। Driving license check online । অ্যাপ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুন

বিআরটিএ-এর সার্ভিস পোর্টালে যে সকল সেবা পাবেন  অর্থাৎ অনলাইনে বিকাশের মাধ্যমে যে সকল সেবার ফি জমা দিতে পারবেন – মোটরযান নিবন্ধন, মালিকানা স্থানান্তর, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, মোটরযানের ফিটনেস ইস্যু ও নবায়ন, ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন, রুট পারমিট ইস্যু ও নবায়ন ইত্যাদি ফি পরিশোধ করা যাবে অনলাইন গেইট ওয়ের মাধ্যমেই এ জন্য https://www.ipaybrta.cnsbd.com লিংক ভিজিট করতে হবে।

কীভাবে বিআরটিএ সার্ভিস পোর্টালে ফি বিকাশ করবেন? যেকোনো ফি পেমেন্ট করার জন্য আপনার বিআরটিএ সার্ভিস পোর্টালে একাউন্ট থাকা লাগবে। যাদের একাউন্ট নেই তারা  https://www.ipaybrta.cnsbd.com/index/login. অ্যাড্রেসে ভিজিট করে একাউন্ট করে নিতে পারবেন। একাউন্ট করার পর আপনি বিভিন্ন সেবার জন্য অনলাইনে আবেদন এবং ফি পেমেন্ট করতে পারবেন। আবেদনের জন্য প্রথমে নিচের যেকোনো লিংকে গিয়ে ইমেইল/মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে:  https://www.ipaybrta.cnsbd.com/index/login and  https://bsp.brta.gov.bd/login/

অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে নিচের গাইডলাইনটি দেখে নিন / ঘরে বসেই এখন বিআরটিএ-এর যেকোনো ফি বিকাশ করুন

Here are some photos of the best looking man in Bangladesh / The Most Handsome Man in Bangladesh

BRTA online payment system 2022 । ঘরে বসেই এখন বিআরটিএ-এর যেকোনো ফি বিকাশ করুন

Caption: User manual of ipay system download

  1. BRTA online payment system 2022 । ঘরে বসেই এখন বিআরটিএ-এর যেকোনো ফি বিকাশ করুন

বিকাশে পেমেন্ট করার নিয়ম ২০২২ । বিকাশ পেমেন্ট প্রসিডিউর

  1. ১. Payment Mode থেকে bKash সিলেক্ট করুন
  2. ২. টাকার পরিমাণ এবং মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট কনফার্ম করুন
  3. ৩. আপনার বিকাশ একাউন্ট নাম্বার দিয়ে Confirm বাটনে ক্লিক করুন
  4. ৪. আপনার মোবাইল নাম্বারে পাঠানো ভ্যারিফিকেশন কোড দিন
  5. ৫. সবশেষে, বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে পেমেন্ট কনফার্ম করুন
  6. ব্যাস হয়ে গেল।

বিকাশ পেমেন্টে কোন সার্ভিস চার্জ দিতে হয় কি?

জি দিতে হয়– সার্ভিস পোর্টালে পেমেন্ট বিকাশ করলে, পেমেন্টের পরিমাণের উপর ১.৫% হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।শুধুমাত্র বিকাশ গ্রাহকদের জন্য ট্যাক্স টোকেন সেবা- বিকাশ একমাত্র পার্টনার যারা বিআরটিএ-এর ট্যাক্স টোকেন প্রিন্ট করতে পারবে এবং গ্রাহকদের হোম ডেলিভারি দিতে পারবে। তাই, গ্রাহকদের ট্যাক্স টোকেন গ্রহণ করার জন্য কোথাও যেতে হবে না। হোম ডেলিভারি নেয়ার জন্য কুরিয়ার প্রতিষ্ঠানকে ৩৫টাকা চার্জ দিতে হবে। ডেলিভারি সার্ভিসটি বাংলাদেশের অন্যতম প্রধান লজিস্টিক কোম্পানি “ই-কুরিয়ার” থেকে পরিচালিত হবে।

ঘরে বসে পেমেন্ট সেবা পেতে কি শর্ত মানতে হবে?

যেকোনো সেবার ফি বিকাশ করার জন্য বিআরটিএ সার্ভিস পোর্টালে একাউন্ট থাকতে হবে। যে সকল বিকাশ গ্রাহকের সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে, শুধুমাত্র তারাই বিআরটিএ সার্ভিস পোর্টালে পেমেন্ট করতে পারবেন। অনলাইন সেবার জন্য পেমেন্টের পরিমাণের উপর ১.৫% হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ট্যাক্স টোকেন হোম ডেলিভারি নিতে কুরিয়ার প্রতিষ্ঠানকে ৩৫ টাকা চার্জ দিতে হবে। হোম ডেলিভারির সময় যদি দেখেন ট্যাক্স টোকেনটির কোনো প্রকার ড্যামেজ হয়েছে তাহলে আপনি ডেলিভারি প্রতিষ্ঠানের কাছে টোকেনটি ফেরত পাঠাতে পারবেন। নতুন করে প্রিন্ট করে টোকেন পাঠানো হবে আপনার কাছে। এতে আরও ৩-৪ দিন সময় লাগবে। বিকাশ পেমেন্টের মাধ্যমে লেনদেন করার পর যদি বিআরটিএ আপনার পেমেন্ট গ্রহণ করে এবং সার্ভিস পোর্টালের লেনদেন হিস্টোরিতে লেনদেনটি দেখায়, তাহলে আর পেমেন্ট বাতিল করার এবং রিফান্ড নেয়ার কোনো সুযোগ নেই। যদি আপনার বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট হয়ে যায় কিন্তু বিআরটিএ সার্ভিস পোর্টালের লেনদেন হিস্টোরিতে লেনদেনটি দেখতে না পান, তাহলে চিন্তার কিছু নেই। আপনার পেমেন্ট অটোম্যাটিক বাতিল হয়ে যাবে এবং আপনি রিফান্ড পেয়ে যাবেন।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *