chrome browser updates 2023 । Chrome Browser আপডেট করবেন কিভাবে?

গুগল ক্রোম আপডেট করলেই পারফরম্যান্স পাবেন আরও বেটার এবং নতুন লুকও পাওয়া যায় কোন কোন ক্ষেত্রে – Chrome browser updates 2023

Update Google Chrome- To make sure you’re protected by the latest security updates, Google Chrome can automatically update when a new version of the browser is available on your device. With these updates, you might sometimes notice that your browser looks different.

গুগল ক্রোম বহুল ব্যবহৃত একটি ব্রাউজার যেটি ব্যবহার খুব সহজ। যেটি ডেক্সটপ ও মোবাইলে ব্যবহার করা যায় এবং প্রতিটি ফোনে এখন বিল্টইন থাকে। যদিও কম্পিউটারে বিল্টইন থাকে না। আপনি Internet Explorer ল্যাপটপ ও ডেক্সটপে ওপেন করে google chrome download লিখে সার্চ করলেই ডাউনলোড লিংক পাওয়া যাবে। এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

অন্য যে কোন ব্রাউজার থেকে গুগল ক্রোম বেশি নিরাপদ। গুগলের যে কোন প্রডাক্টই নিরাপদ এবং বিজ্ঞাপন মুক্ত। কোন ফিশিং কোড দেওয়া থাকে না বলে গুগল সার্চ বা যে কোন ইনপুট সম্পূর্ণ নিরাপদ ও রিলাইএবল। তাই অন্য যে কোন ব্রাউজার ব্যবহার না করে অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করুন।

সব সময় গুগল ক্রোম আপডেট ভার্সন ব্যবহার করুন / সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ক্রোম ব্রাউজার আপডেট করুন।

গুগল ক্রোম ব্যবহার করুন এবং নিরাপদ ব্রাউজিং করুন।

Caption: Google Chrome Update

গুগল ক্রোম আপডেট করার নিয়ম ২০২৩ । চলুন জেনে নিই কিভাবে আপডেট করবেন

  1. প্রথমেই আপনার Chrome Browser ওপেন করুন।
  2. যদি কোন আপডেট pending থাকে, তাহলে : এ color দেখা যাবে।
  3. Green- ২ দিন বা তার আগে আপডেট রিলিজ হয়েছে।
  4. Orange- ৪ দিন আগে আপডেট রিলিজ হয়েছে।
  5. RED- এক সপ্তাহ আগে আপডেট রিলিজ হয়েছে।
  6. ‘Help’ থেকে ‘About Google Chrome’-এ যান।
  7. ‘Update Google Chrome’ বাটনে ক্লিক করুন।

কেন গুগল ক্রোম ব্যবহার করবেন?

প্রথমত মাল্টি টাস্কিং করা সহজ এবং নিরাপদ। কোন ভয় এবং উদ্বেগ ছাড়াই আপনি গুগল ক্রোম ব্যব্হার করতে পারেন। এটি আপনাকে ব্রাউজিং সেরা এক্সপিরিয়ান্স দিবে যা অন্য কোন ব্রাউজারে পাবেন। অন্য ব্রাউজারগুলো কিছুদিন পরই স্লো হয়ে যায় এবং এড আসে বিভিন্ন বিজ্ঞাপনও আসে। গুগলক্রোম ব্যবহার করতে সমস্যা হলে আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করবেন তাতেও কোন সমস্যা নাই কিন্তু থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করলে হ্যাকিং এর কবলে পড়তে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *