সর্বশেষ নিউজ

CR Form Download 2024 । সকল গ্রেডের কর্মচারীদের এসিআর ফরম ডাউনলোড লিংক

বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্মে শুধুমাত্র ১ম শ্রেণীর কর্মকর্তা ও ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংযুক্ত করতে হবে – ACR Form Download 2024

অনুবেদনাধীন কর্মচারী কে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) হতে গোপনীয় অনুবেদন ফর্ম (PDF) A4 সাইজ কাগজে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে স্বহস্তেপূরণ করতে হবে। বার্ষিক গোপনীয় অনুবেদন (ACR) একজন কর্মচারীর ক্ষেত্রে পঞ্জিকাবর্ষে একবার দাখিল করা যাবে। তবে বদলির কারণে প্রযোজ্য হলে পৃথক কর্মস্থল/অনুবেদনকারীর অধীনে কর্মকাল ন্যূনতম ০৩ (তিন) মাস হলে প্রতিক্ষেত্রেই আংশিক গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে। আংশিক গোপনীয় অনুবেদন বদলির পরে অথবা বৎসর শেষে নির্ধারিত সময়ের মধ্যেও দাখিল করা যাবে। অনুবেদনাধীন কর্মচারীর সরাসরি তদারককারী কর্তৃক অনুবেদন অনুস্বাক্ষর করতে হবে এবং অনুবেদনকারীর সরাসরি তদারককারী কর্তৃক তা প্রতিস্বাক্ষর করতে হবে।

তিন মাসের কম কারও অধীনে থাকলে কি এসিআর লাগবে না? না। একাধিক অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মরত থাকার কারণে কোনো অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মকাল ০৩ (তিন) মাস না হলে এবং এক্ষেত্রে একই কর্মস্থলে ও একই প্রতিস্বাক্ষরকারীর নিয়ন্ত্রণে কর্মকাল ন্যূনতম ০৩ (তিন) মাস হলে প্রতিস্বাক্ষরকারীর নিকট গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে। কোনো বৎসর/সময়ে প্রতিস্বাক্ষরকারী একাধিক হলে যাঁর অধীনে অধিককাল কর্মরত ছিলেন তাঁকে উক্ত এসিআর প্রতিস্বাক্ষর করতে হবে। প্রত্যেকের নিয়ন্ত্রণে কর্মকাল সমান হলে যিনি সর্বশেষ তাঁকে প্রতিস্বাক্ষর করতে হবে।গোপনীয় অনুবেদনে সংশ্লিষ্ট প্রত্যেক কর্মচারীকে স্পষ্টভাবে নাম, পদবিসহ সিল ব্যবহার, পরিচিতি নম্বর ও তারিখসহ স্বাক্ষর করতে হবে। বদলি/পদোন্নতির ক্ষেত্রে প্রযোজ্য হলে সংশ্লিষ্ট কর্মচারীর বর্তমান পদবির সঙ্গে অনুবেদনে বিবেচ্য সময়ের পদবি ও কর্মস্থল উল্লেখ করতে হবে।

সিআর এবং এসিআর কি একই জিনিস? হ্যাঁ। সিআর ফর্মে কোনো প্রকার ওভার রাইটিং/কাটাকাটি/ঘষামাজা/ফ্লুইড ব্যবহার করা যাবে না। তবে একান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট অংশটুকু একটানে কেটে অনুস্বাক্ষরসহ লেখা যাবে। অনুস্বাক্ষরকৃত সিআর ফর্ম এক দপ্তর হতে অন্য দপ্তরে প্রেরণ করার সময় অবশ্যই সিলগালাযুক্ত খামে ‘গোপনীয়’ লিখে অগ্রায়নপত্রসহ প্রেরণ করতে হবে। কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না এবং অনুবেদনাধীন কর্মচারীর মাধ্যমে ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে প্রেরণ করা যাবে না। সিআর প্রযোজ্য হওয়া সত্ত্বেও তা যথাসময়ে/যথাযথ অনুবেদনকারীর নিকট দাখিল না করা এবং যথানিয়মে অনুস্বাক্ষর কিংবা প্রতিস্বাক্ষর না করা অসদাচরণ। সিআর বিষয়ক কোনো স্পষ্টীকরণ, ব্যাখ্যা বা নির্দেশনার প্রয়োজন হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

বার্ষিক গোপনীয় প্রতিবেদন ফরম ২০২৩ / ১ম শ্রেণীর কর্মকর্তা ও ড্রাইভার ব্যতীত অন্য কারও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে না

অনুবেদনকারীকে প্রথমে অনুবেদনাধীন কর্তৃক পূরণকৃত অংশ যাচাই অন্তে যথার্থতা নিশ্চিত করতে হবে। সিআর ফর্মের ৩য় অংশে ১১ নং ক্রমিকে বর্ণিত তাঁর অধীনে অনুবেদনাধীন কর্মচারীর প্রকৃত কর্মকাল নিশ্চিত হয়ে সিআর অনুস্বাক্ষর করতে হবে। উল্লেখ্য উক্ত কর্মকাল ১ (এক) পঞ্জিকাবর্ষে ন্যূনতম ০৩ (তিন) মাস না হলে সিআর অনুস্বাক্ষর করা যাবে না । সিআরের উভয় কপিতে ৪র্থ অংশে নম্বর প্রদানের ঘরগুলো অনুস্বাক্ষর করে পূরণ করতে হবে। অনুবেদনাধীন কর্মচারী সম্পর্কে সিআরের ৪র্থ অংশে প্রতিফলিত হয়নি এমন বিষয়ে মন্তব্য (যদি থাকে) নির্ধারিত ৫ম অংশে লিপিবদ্ধ করতে হবে।

বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম

বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম ডাউনলোড লিংক

নতুন এসিআর ফরম ২০২৪ । নতুন এসিআর ফরম ডাউনলোড করে সংগ্রহে রাখুন

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ ফাইল
গাড়ীচালকদের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য প্রতিবেদন অংশে ডোপ টেস্টের রিপোর্ট এর বিষয় স্পষ্টীকরণ ১৮-০১-২০২৪ pdf
গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত ০৪-০১-২০২৪ pdf
১০ম-২০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা/কর্মচারীদের গোপনীয় অনুবেদন ফর্ম এবং ‘১০ম-২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩’ জারিকরণ। ২২-১১-২০২৩ pdfপত্র pdfঅনুশাসনমালা-২০২৩ pdf(১০-১২ গ্রেড) pdf(১৩-১৬ গ্রেড) pdf(১৭-২০ গ্রেড) pdfগাড়িচালক
উপসচিব ও তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের গোপনীয় অনুবেদন প্রেরণ। ১৫-১০-২০২৩ pdf
পরিপত্র (‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’) এর ৪.৫.৬ নং অনুচ্ছেদে বিরূপ মন্তব্য বহালের মেয়াদ সংশোধন। ২৬-০৭-২০২৩ pdf
১৬তম গ্রেড হতে ১০তম গ্রেড ভুক্ত তথা পূর্বতন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন ফর্ম সুনির্দিষ্টকরণ। ২৩-০৫-২০২৩ pdf
প্রশিক্ষণ Module এ এসিআর সংক্রান্ত বিষয় অন্তর্ভূক্তকরণ। ০৭-১২-২০২২ pdf
সংশ্লিষ্ট নয় এমন পত্রাদি সিআর অধিশাখায় না প্রেরণ সংক্রান্ত। ৩১-১০-২০২২ pdf
২০২২ সনের গোপনীয় অনুবেদনে ‘স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন’ হতে অব্যাহতি প্রদান। ২৬-১০-২০২২ pdf
১০ বাতিলকৃত ফর্মে দাখিলকৃত গোপনীয় অনুবেদন নাকচ এবং নম্বর গণনা প্রসঙ্গে। ২৭-০৯-২০২২ pdf
১১ গোপনীয় অনুবেদন সিআর অধিশাখা/ডোসিয়ার সংরক্ষণকারীর নিকট যথাসময়ে প্রেরণ । ২৪-০৫-২০২২ pdf
১২ গোপনীয় অনুবেদন বিষয়ক প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে। ১৬-০৫-২০২২ pdf
১৩ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২১ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌঁছানোর সময়সীমা বৃদ্ধিকরণ। ০৩-০২-২০২২ pdf
১৪ ‘গোপনীয় অনুবেদন সপ্তাহ’- ২০২১ পালন। ০১-১২-২০২১ pdf
১৫ কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সনের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য প্রতিবেদন হতে অব্যাহতি প্রদান। ২৮-১১-২০২১ pdf
১৬ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২০ সনের গোপনীয় অনুবেদন ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে বিলম্বে পৌঁছানোর বিষয়ে প্রমার্জন। ২৯-০৯-২০২১ pdf
১৭ গেজেট (পুনর্বিন্যাসকৃত গোপনীয় অনুবেদন ফর্ম) ০২-০৬-২০২১ pdf
১৮ ACR Form(গোপনীয় অনুবেদন ফর্ম) [ডাউনলোড করে ব্যবহারের জন্য (উভয় পৃষ্ঠায় A4 সাইজ কাগজ)] ০২-০৬-২০২১ pdf pdf
১৯ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২০ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌঁছানোর সময়সীমা বৃদ্ধিকরণ। ২৩-০৫-২০২১ pdf
২০ গোপনীয় অনুবেদন সংক্রান্ত সকল পত্রে কর্মরত পদের পাশাপাশি অবশ্যই মূল পদবী বা পদমর্যাদা উল্লেখকরণ। ০৭-০২-২০২১ pdf
২১ ২০২০ সনের গোপনীয় অনুবেদনের ক্ষেত্রে বর্তমান ও পূর্ববর্তী উভয় ফর্মই কার্যকর থাকা প্রসঙ্গে। ১৩-০১-২০২১ pdf
২২ কোভিড-১৯ মহামারির কারণে গোপনীয় অনুবেদন ফর্মে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন হতে অব্যাহতি প্রদান। ১১-০১-২০২১ pdf
২৩ গেজেট (‘গোপনীয় অনুবেদন ফর্ম [বাংলাদেশ ফর্ম নং ২৯০-ঘ (২০২০ পর্যন্ত সংশোধিত)]’ ও ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ ) ০৭-০১-২০২১ pdf
২৪ ‘গোপনীয় অনুবেদন ফর্ম [বাংলাদেশ ফর্ম নং ২৯০-ঘ (২০২০ পর্যন্ত সংশোধিত)]’ এবং ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ জারিকরণ ০৭-০১-২০২১ pdf
২৫ যথাসময়ে এবং যথানিয়মে এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণ। ০৩-১২-২০২০ pdf
২৬ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০১৯ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌছানোর সময়সীমা পুনরায় বৃদ্ধিকরণ। ০৯-০৮-২০২০ pdf
২৭ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০১৯ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌছানোর সময়সীমা পুনরায় বৃদ্ধিকরণ। ০৯-০৮-২০২০ pdf
২৮ করোনা মহামারীর কারণে ২০১৯ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌঁছানোর সময়সীমা বৃদ্ধিকরণ। ০২-০৬-২০২০ pdf
২৯ সাবেক ইকোনমিক ক্যাডার কর্মচারীদের ২০১৯ সালের প্রতিস্বাক্ষরিত বার্ষিক গোপনীয় অনুবেদন সিআর অধিশাখায় প্রেরণ প্রসঙ্গে। ০৪-০২-২০২০ pdf
৩০ যথাসময়ে/যথাসময়ে স্বাস্থ্যপরীক্ষাপূর্বক গোপনীয় অনুবেদন দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত ০৩-১২-২০১৯ pdf
৩১ যথাসময়ে/যথানিয়মে স্বাস্থ্যপরীক্ষাপূর্বক গোপনীয় অনুবেদন দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত ০৩-১২-২০১৯ pdf
৩২ পরিপত্র (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের গোপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষর সংক্রান্ত) ২৪-১১-২০১৯ pdf
৩৩ প্রযোজ্য সকল বার্ষিক/আংশিক এসিআর যথাসময়ে যথানিয়মে দাখিল ও অপ্রযোজ্যতার তথ্য অবহিতকরণ। ১০-০৬-২০১৯ pdf
৩৪ যথাসময়ে এসিআর দাখিল ও অপ্রযোজ্যতার তথ্য অবহিতকরণ। ০৫-০৫-২০১৯ pdf
৩৫ গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনে স্বাস্থ্য কর্মকর্তা নির্ধারণ সংক্রান্ত। ০৭-০২-২০১৯ pdf
৩৬ পরিপত্র (সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য বিদ্যমান গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালায় কতিপয় পরিবর্তন) ১৩-০৩-২০১৮ pdf
৩৭ পরিপত্র (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের গোপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষর সংক্রান্ত) ০৪-০২-২০১৮ pdf
৩৮ এসিআর সংক্রান্ত অনুশাসনমালার পুস্তিকা: কভার , বডি ১৪-০২-২০১৭ pdfকভার pdfবডি
৩৯ গোপনীয় অনুবেদনে অসাধারণ গ্রেডে নম্বর প্রদান/মূল্যায়ন করা সংক্রান্ত। ২১-১২-২০১৬ pdf
৪০ কর্মকর্তাগণের ২০১৫সনের গোপনীয় অনুবেদন সিআর অধিশাখায় পৌঁছানো সংক্রান্ত ১৯-১২-২০১৬ pdf
৪১ ১৬তম গ্রেড হতে ১০তম গ্রেডর্ভূক্ত তথা পূর্বতন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তা / কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালা। ১৩-১১-২০১৬ pdf
৪২ কর্মকর্তাগণের ২০১৪ সনের গোপনীয় অনুবেদন সিআর অধিশাখায় পৌঁছানো সংক্রান্ত ০১-১২-২০১৫ pdf
৪৩ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ/ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ কর্তৃক গোপনীয় অনুবেদনে প্রদত্ত বিরুপ মন্তব্য যথাসময়ে নিষ্পত্তিকরণ সংক্রান্ত। ২৯-১০-২০১৫ pdf
৪৪ ২০১৫ সনের গোপনীয় অনুবেদন স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত ১৬-০৯-২০১৫ pdf
৪৫ অনুস্বাক্ষরকারী/প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এবং আংশিক গোপনীয় অনুবেদন যথাযথ হওয়া সংক্রান্ত ০৬-০৯-২০১৫ pdf
৪৬ অনুস্বাক্ষরকারী/প্রতিস্বাক্ষরকারীগণ কর্তৃক কর্মকর্তাদের ২০১৪ সনের গোপনীয় অনুবেদন সিআর অধিশাখায় পৌঁছানো সংক্রান্ত। ১৯-০৮-২০১৫ pdf
৪৭ সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের এসিআর অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত ২৪-০৩-২০১৫ pdf
৪৮ গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালার ১.৯.২, ১.৯.৮ ও ৩.২.১ নং নির্দেশনাসহ সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ সংক্রান্ত। ০৭-০৭-২০১৪ pdf
৪৯ গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালার সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ সংক্রান্ত ০৫-১১-২০১৩ pdf
৫০ ACR সংক্রান্ত কতিপয় নির্দেশনা: ১৫ , ২০ ০৬-০৫-২০১৩ pdf pdf
৫১ এসিআর সংক্রান্ত কতিপয় বিশেষ নির্দেশনা ৩১-০১-২০১৩ pdf
৫২ এসিআর সংক্রান্ত কতিপয় পর্যবেক্ষণ ২৯-০১-২০১৩ pdf
৫৩ বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত নির্দেশাবলি ২৪-১২-২০১২ pdf
৫৪ গোপনীয় অনুবেদন ফরম পূরণ, অনুস্বাক্ষরসহ লিখন, প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ সংক্রান্ত অনুশাসনমালা ২৩-০৯-২০১২ pdf
৫৫ পরিপত্র (অবসরপ্রাপ্ত/পিআরএল কর্মকর্তা কর্তৃক এসিআর লিখন ও প্রতিস্বাক্ষরকরণ) ১৫-০১-২০১২ pdf
৫৬ বার্ষিক গোপনীয় অনুবেদনের জন্য স্বাস্থ্য পরীক্ষা-২০১১ ০৮-১২-২০১১ pdf
৫৭ ACR Related Instructions ০৩-০৮-২০১১ pdf
৫৮ সুপারনিউমারারী পদ সৃজনের ফলে উপ-সচিবগণের অধীনে অধিশাখার (শাখা থেকে অধিশাখার উন্নীত) কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের এসিআর অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত। ১২-০৫-২০১১ pdf
৫৯ অবসরপ্রাপ্ত/চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া কর্মকর্তা কর্তৃক এসিআর লিখন এবং প্রতিস্বাক্ষরকরণ সংক্রান্ত ২২-০২-২০১১ pdf
৬০ পরিপত্র (ওএসডি কর্মকর্তাদের এসিআর দাখিল) ২১-০৯-২০১০ pdf

অনুবেদনাধীন কর্মচারীর জন্য নির্দেশাবলি কি?

১ম-৩য় অংশ পূরণপূর্বক ০২ (দুই) প্রস্ত সিআর ফর্ম অগ্রায়নপত্রসহ অনুবেদনকারীর নিকট প্রতিবছর ৩১ জানুয়ারির মধ্যে দাখিল করতে হবে। ২। সিআর ফর্মের ৩য় অংশে লিখিত ব্যক্তিগত তথ্যাদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পিডিএস এর সঙ্গে (প্রযোজ্য ক্ষেত্রে) সংগতিপূর্ণ হতে হবে। ৩। সিআর ফর্মের ৩য় অংশে ১১ নং ক্রমিকে অনুবেদনকারীর অধীনে প্রকৃত কর্মকাল সঠিকভাবে উল্লেখ করতে হবে।

ক্র.নং বিষয় ডাউনলোড
৩য়-৯ম গ্রেডের বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পিডিএফ
১০ম-১২তম গ্রেডের বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পিডিএফ
১৩তম-১৬তম গ্রেডের বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পিডিএফ
১৭তম-২০তম গ্রেডের বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পিডিএফ
গাড়িচালকদের বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পিডিএফ

বিরূপ মন্তব্য কি সংশোধন করা যায়?

বিরূপ মন্তব্য প্রদানের পূর্বে অনুবেদনাধীন কর্মচারীকে অবশ্যই লিখিতভাবে সতর্ক করে সংশোধনের সুযোগ দিতে হবে। অনুশাসনমালার ৪.৩ নং অনুচ্ছেদ অনুসরণপূর্বক বিরূপ মন্তব্যের পক্ষে সতর্কীকরণ নোটিশের কপিসহ দালিলিক তথ্যপ্রমাণ সংযুক্ত করতে হবে। সিআরের ৪র্থ হতে ৫ম অংশ পূরণ করার পর ফর্ম দুটি সিলগালাযুক্ত খামে গোপনীয়ভাবে অগ্রায়নপত্রসহ প্রতিবছর ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিস্বাক্ষরকারীর নিকট প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট সকলকে অগ্রায়নপত্রের অনুলিপি প্রদান করতে হবে। প্রতিস্বাক্ষরকারীকে অনুবেদনাধীন কর্মচারীর বিষয়ে তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণের আলোকে অনুবেদনকারীর মন্তব্যসহ মূল্যায়ন পর্যালোচনা করে ৬ষ্ঠ অংশ পূরণ করতে হবে। প্রতিস্বাক্ষরের পর ফর্ম দুটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট সিলগালাযুক্ত খামে অগ্রায়নপত্রসহ আবশ্যিকভাবে ৩১ মার্চের মধ্যে প্রেরণ করতে হবে এবং সংশ্লিষ্টদেরকে অনুলিপি দিয়ে অবহিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *