DBBL Personal Loan । ডাচ বাংলা ব্যাংক লোন ২০২৩
DBBL Personal Loan from Bank – ব্যাংক হতে ব্যক্তিগত ঋণ গ্রহন – DBBL Loan
DBBL Personal Loan – আমরা অনেকেই চাকরি করি বা ব্যবসা করি বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও ছা পোষা চাকরিজীবীদের প্রায়ই সংসার চালাতে হিমশিম খেতে হয়। সমান্য কোন প্রয়োজন মেটাতেও আমাদের ব্যাংক লোনের উপর নির্ভর করতে হবে। ছোট খাট লোন নিতে ডাচ বাংলা ব্যাংক হতে পারে একটি নির্ভরযোগ্য উৎস। কিভাবে আপনি ডাচ বাংলা ব্যাংক হতে লোন পেতে পারেন এবং কেনই বা এই ব্যাংক হতে লোন নিবেন তা নিয়ে থাকছে বিস্তারিত।
অন্য যে কোন ব্যাংক হতে যদি আপনি ব্যক্তিগত লোন নিতে যান তবে ন্যূনতম সুদের হার ধরবে ৯% সেখানে ডিবিবিএল এ মাত্র ৭.৫% ধরা হয়েছে। সর্বনিম্ন ৫০ হাজার হতে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। ছোট ব্যবসায়ী বা ছোট খাট চাকরিজীবীগণ এ লোন নিতে পারবেন। আসুন স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জেনে নিই।
যখন তখন DBBL পারসোনাল লোনের স্পেশাল ফিচার
- সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।
- যে কোন প্রয়োজনে।
- সহনশীল মাসিক কিস্তি।
- দ্রুত ও সহজ প্রক্রিয়া।
কোন ব্যক্তি বা কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন
- বেতন ভূক্ত ব্যক্তি বা Salaried Person
- পেশাদার ব্যক্তি যেমন-Doctor, ইঞ্জিনিয়ার, আর্কিটেক ইত্যাদি।
- বাড়িওয়ালা বা ল্যান্ড লর্ড
- ব্যবসায়ী বা বিজনেস পার্সন।
ঋণে পরিমান, সুদের হার ও ঋণ মেয়াদ কত?
- লোনের সর্বনিম্ন পরিমান ৫০ হাজার এবং সর্বোচ্চ পরিমান ২০ লক্ষ।
- লোনের মেয়াদ ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত হতে পারবে।
- সুদের হার ৭.০০-৭.৫% পর্যন্ত (মেয়াদ অনুসারে)
- প্রসেসিং ফি-০.৫% হতে ১% সর্বোচ্চ ১০০০ টাকা।
- অন্য ব্যাংক হতে লোন টেকওভার বা ট্রান্সফার করলে কোন প্রসেসিং ফি দিতে হবে না।
ঋণ প্রাপ্তি যোগ্যতা বা শর্তগুলো
- আবেদনকারীর বয়স ১৮ হতে ৭০ বছর হতে হবে।
- বাংলাদেশের হতে হবে।
- মাসিক আয় ৩০ হাজার হতে ৫০ হাজার হতে হবে তা চাকরি বা ব্যবসা মিলেয়ে বা অন্য খাতের আয় মিলিয়ে হলেই হবে।
- কাজের অভিজ্ঞতা ১-২ বছর চাকরির ক্ষেত্রে, ৬ মাস পেশাদার, বাড়িওয়ালার ক্ষেত্রে লাগবে না, ব্যবসায়ীর ক্ষেত্রে ২ বছর।
DBBL Loan Application by online / Process of personal loan from DBBL
সবচেয়ে কম সুদের লোন নিতে চাইলে ডাচ বাংলা ব্যাংকের ব্যক্তিগত ঋণ সুবিধা গ্রহণ করতে পারেন।
Caption: Dutch Bangla Bank personal Loan, Interest, Installment and Payment process
৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য লোন নিলে কিস্তি ও সুদ কত?
- যদি লোনের পরিমান ৫ লক্ষ হয়।
- ইন্টারেস্ট বা সুদ ৭.৫%
- মেয়াদ ৫ বছর হয়
- কিস্তির সংখ্যঅ ৬০ টি হয়
- মাসিক কিস্তি হবে ১০,০১৮.৯৭ পয়সা (প্রতিমাস) (দশ হাজার টাকার মতো)
- মোট সুদ প্রদান করতে হবে ১,০১,১৩৮.৫ টাকা। (এক লক্ষ টাকার মতো।
যদি অন্য ব্যাংক হতে ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য লোন টেকওভার করেন তবে কিস্তি ও সুদ কত?
- যদি লোনের পরিমান ৫ লক্ষ হয়।
- ইন্টারেস্ট বা সুদ ৭.০% (সুদের হার ০ .৫ কম হবে)
- মেয়াদ ৫ বছর হয়
- কিস্তির সংখ্যঅ ৬০ টি হয়
- মাসিক কিস্তি হবে ৯,৯০০.৫৯ পয়সা (প্রতিমাস) ( প্রায় দশ হাজার)
- মোট সুদ প্রদান করতে হবে ৯৪,০৩৫.৯৬ টাকা। ( প্রায় এক লক্ষ টাকা।
কি কি কাগজপত্র জমা দিতে হবে?
বেতনভূক্ত বা চাকরিজীবী | পেশদার | বাড়িওয়ালা | ব্যবসায়ী |
ছবি | ছবি | ছবি | ছবি |
এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি | এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি | এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি | এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি |
ব্যাংক স্টেটমেন্ট | ব্যাংক স্টেটমেন্ট | ব্যাংক স্টেটমেন্ট | ব্যাংক স্টেটমেন্ট |
ভিজিটিং কার্ড | ভিজিটিং কার্ড | – | ভিজিটিং কার্ড |
ইউটিলিটি বিল | ইউটিলিটি বিল | ইউটিলিটি বিল | ইউটিলিটি বিল |
ই-টিআইএন কপি | ই-টিআইএন কপি | ই-টিআইএন কপি | ই-টিআইএন কপি |
গ্যারান্টর বা জামিনদারের ছবি ও এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি
স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ (বেতন শীটের কপি সহ) |
গ্যারান্টর বা জামিনদারের ছবি ও এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি
পেশাদারীর সার্টিফিকেট কপি। |
গ্যারান্টর বা জামিনদারের ছবি ও এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি
বাড়িভাড়ার এপ্রিমেন্ট কপি, ভাড়া আদায়ের রিসিপ্ট |
গ্যারান্টর বা জামিনদারের ছবি ও এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি
ট্রেড লাইসেন্স কপি/ মেমোরেন্ডাম কপি |
বি:দ্র: ৪ ক্ষেত্রে মোটামুটি একই রকম ডকুমেন্ট শুধু ধরণ ভিত্তিক ডমুমেন্ট অতিরিক্ত। ৫লক্ষ টাকার নিচের লোনের ক্ষেত্রে ই টিন লাগবে না।
১ লক্ষ টাকা যদি ৩ বছরের জন্য নেই তাহলে কিস্তি কত আসবে এবং সুদ কত দিতে হবে?
১ লক্ষ টাকা লোন – যদি আপনি ডাচ বাংলা ব্যাংক হতে ১ লক্ষ টাকা ৭.৫% সুদের ৩ বছরের জন্য ৩৬ কিস্তিতে পরিশোধের জন্য লোন নেন তাহলে আপনাকে মাসে ৩,১১০.৬২ টাকা পরিশোধ করতে হবে যা আপনার বেতন বা জমাকৃত অর্থ হিসাব হতে কেটে নেয়া হবে। মোট সুদ প্রদান করতে হবে ৩ বছর ১১,৯২.৩৯ টাকা।
বি:দ্র: কন্টকচুয়াল চাকরিজীবীও এই লোন পাবেন, যে কোন সময় আংশিক বা সম্পূর্ণ অর্থ একবারে পরিশোধ করতে পারবেন, আংশিক পরিশোধের ক্ষেত্রে ১% এবং সম্পূর্ণ পরিশোধের ক্ষেত্রে ২% ফি গুনতে হবে। চাইলে পরিবারের সদস্যদের সাথে জয়েন্টলি এ লোন নেয়া যাবে। লোনের পরিমান ৫ লক্ষ টাকার কম হলে ই-টিন লাগবে না।
DBBL Personal Loan । ডাচ বাংলা ব্যাংক লোন ২০২২ লোনের আবেদন অনলাইনেও করা যাবে এজন্য লিংক টি ভিজিট করে ফরম পূরণ করুন: https://app.dutchbanglabank.com/LoanApplication/
আমি নিতে ইচ্ছুক
নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
I am agree for personal loan.
আমি গার্মেন্টস এ চাকরি করি, আমার মাসিক বেতন ৩০৫০০ টাকা,এবং এটা DBBL এ ই পেয়ে থাকি, আমি ৩,০০,০০০ টাকা লোন পেতে পারি? আর যদি পাই সেটা কোথায় আবেদন করতে হবে।
ডাচ বাংলা ব্যাংকে টাকা ঢুকতে হবে। পাবেন। নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমার বেতন 33,500/- সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি। পিআরএল সহ চাকুরী আচে 3 বছর 7 মাস। আমার বেতন যায় একটি রাস্ট্রায়াত্ব ব্যাংকে। আমি কী ডাচ-বাংলা ব্যাংক থেকে 8,00,000/- টাকা লোন নিতে পারবো।
পারবেন।
আমি এনজিও তে জব করি মাসিক বেতন =30000/টাকা ।আমার বেতন পূবালী ব্যাংকে ঢোকে আমি পাঁচ লক্ষ টাকা পেতে পারি ।মোবাইল নাম্বার 01792262031
পূবালী ব্যাংক হতে লোন নিবেন।
I’m Employee of Tamanna Pharmacy, Designation: Manager, How Can I get Loan?
Go to bank