E return Login । ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করুন
আয়কর দিতে কর অফিসে যেতে হবে না – আপনি ঘরে বসেই অনলাইনে রিটার্ণ দাখিল করতে পারবেন – অনলাইনে রিটার্ন দাখিলের নিয়ম ২০২২
ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার নিয়ম – https://etaxnbr.gov.bd এই লিংকে গিয়ে Registration এ ক্লিক করুন। প্রথম বক্সে আপনার টিআইন (TIN) নম্বরটি লিখুন। তারপর আপনার নিজের জাতীয় পরিচয়পত্র দ্বারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে এমন মোবাইল নম্বরটি লিখুন (প্রথম শুন্য বাদে)। এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন এবং সবশেষে Verify বাটনে ক্লিক করুন। মোবাইলের ওটিপি লিখে পাসওয়ার্ড সেট করুন এবং Submit ক্লিক করে রেজিস্ট্রেশন শেষ করে লগিন করলেই আপনি ড্যাসবোর্ড দেখতে পারেন। ড্যাসবোর্ডে অটোমেটিক তথ্য দেখাবে।
e-return income tax – জি অনলাইনে রিটার্ণ দাখিল করা যাচ্ছে – দীর্ঘ প্রতিক্ষার পর ই রিটার্ণ অনলাইনে দাখিল করা যাবে। আপনি ঘরে বসেই এখন রিটার্ণ দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে অটো রিটার্ণ প্রস্তুত হবে আপনি শুধু তথ্য ও প্রমাণক ঠিক ঠাক দিবেন। ব্যাস শেষ! E return bd । Online tax return 2022-23 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন
অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সিস্টেম চালু হয়েছে। অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন এবং প্রয়োজনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা, বিকাশ/নগদসহ অন্যান্য MFS সাহায্যে অনলাইনেই আয়করের টাকা প্রদান করুন কোন ঝামেলা ছাড়াই। দাখিল শেষে অনলাইন থেকেই দাখিলকৃত রিটার্ন ফরম এবং Acknowledgement স্লিপ ডাউনলোড করে সংগ্রহে রাখুন। আয়কর অফিসে যাবার কোন প্রয়োজন হবে না।
খুব সহজেই রিটার্ণ দাখিল করুন / etaxnbr.gov.bd তে ভিজিট করুন
ই রিটার্ণ সিস্টেম থেকে ঘরে বসে অফলাইন (পেপা) রিটার্ণও বানিয়ে নেয়া যায়।
Caption: e Return system in Bangladesh
Step by step process to submit e return by online । যেভাবে অনলাইনে রিটার্ণ দাখিল করবেন।
- First complete registration for e return and login using ETIN and Password
- Click Return Submission
- Personal information is default submitted by automatic process.
- Select Income source and Fill up your form as you ticked.
- input salary, business, agricultural income and interest which is get from gpf or bank
- Input your deposit and Insurance and other cash deposit
- input family and personal expense
- input your assets and liabilities
- All information input perfectly
- Your return is ready to submit and pay if it is applicable
- Finally submit your return and get Return certificate from online
অনলাইনে রিটার্ণ দাখিল করলে কি অডিট আপত্তি উঠতে পারে?
হ্যাঁ পারে। আপনি অনলাইন বা অফলাইন যেভাবে রিটার্ণ দাখিল করা হোক না কেন। অডিট টিম আপনার দাখিলকৃত রিটার্ণ যাচাই করে যদি কোন আপত্তি পায় তবে আপনাকে চিঠি দিবে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা চেয়ে আপনি ব্যাখ্যা দিবেন বা প্রমানক দাখিল করবেন। এতে ভয়ের কিছু নেই। অনলাইন রিটার্ণ দাখিল বা রিটার্ণ পেপার্স তৈরি সহজতর। আপনি চাইলে অনলাইনে তথ্য ইনপুট করে রিটার্ণ ফাইল তৈরি করে প্রিন্ট অফলাইনেও দাখিল করতে পারবেন।