Eservice pmeat gov bd । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি, উচ্চশিক্ষা, বৃত্তি ইত্যাদিতে ব্যয় বহন করা হয় – Eservice pmeat gov bd
Eservice pmeat gov bd – এই ওয়েবসাইটের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ৫টি সেবা প্রাপ্তির জন্য আবেদন করা যায়। যেমন – সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ভর্তি সহায়তা, চিকিৎসা অনুদান, এম.ফিল/পিএইচডি ফেলোশিপ এবং ই-ছুটি ব্যবস্থাপনা সিস্টেম। উপবৃত্তির আবেদন প্রাপ্তির ফরম ২০২২
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তি প্রদান করা হয়। সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন অনলাইনে গ্রহণ করে উপবৃত্তির অর্থ ইএফটি/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এবং টিউশন ফির অর্থ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়।
ভর্তি সহায়তা কত টাকা? উপবৃত্তি বিতরণের পাশাপাশি ২০১৪-১৫ অর্থবছর থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে আর্থিক সহায়তা বাবদ মাধ্যমিক পর্যায়ে ৫০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে, ৮০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে প্রদান করা হয়। অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন: www.eservice.pmeat.gov.bd/admission/login
চিকিৎসা অনুদান কত টাকা পাওয়া যায়? দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা হিসেবে ২০১৪-১৫ অর্থবছর থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়।
উপবৃত্তি ও ভর্তি সহায়তার আবেদন অনলাইন ও অফলাইনে করা যায় / ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপকারভোগীর নিকট এ অর্থ প্রেরণ করা হয়।
উপবৃত্তি, ভর্তি সহায়তা এবং চিকিৎসা অনুদান ছাড়াও ই ছুটি ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা করা যায়।
Caption: www.eservice.pmeat.gov.bd
ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য আবেদন করার নিয়ম ২০২৩
- সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন।
- তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।
- অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
- প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)
- মোবাইল ভেরিফিকেশন করুন
- লগইন করুন
- আবেদন করুন
- ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন
এম.ফিল/পিএইচডি ফেলোশিপ বৃত্তিও কি এখান থেকেই পাওয়া যায়?
জি। উচ্চ শিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ ২০১৭-১৮ অর্থবছর থেকে এম.ফিল. কোর্সে মাসিক ১০,০০০ টাকা হারে দু’বছর মেয়াদে এবং পিএইচ.ডি. কোর্সে মাসিক ১৫,০০০ টাকা হারে তিন বছর মেয়াদে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে? ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে), পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য)।
ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা? আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
This is nice.