ইভ্যালি কোম্পানি ২০২২ । যে প্রক্রিয়ায় গ্রাহকের টাকা ফেরত দেবে জানালো ইভ্যালি
পুনরায় ফিরে আসছে বহুল আলোচিত ই-কমার্স সংস্থা ইভ্যালি। নানা জটিলতার কারণে প্রায় এক বছরের মতো বন্ধ ছিল সংস্থাটি। তবে জটিলতার অবসান ঘটিয়ে পুনরায় কার্যক্রম শুরু করছে প্রতিষ্ঠানটি। এখন গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেবে সংস্থাটি। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান শামীমা নাসরিন জানিয়েছেন, গ্রাহকদের টাকা পরিশোধের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ। আগামী একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে পারলে বিনিয়োগ পাওয়া সম্ভব বলে মণে করেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান শামীমা নাসরিন । অর্থাৎ এক বছর ব্যবসা করার পর গ্রাহকের টাকা ফেরত দিতে চায় ইভ্যালি।
একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে চায় ইভ্যালি
গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান ই-ভ্যালির বর্তমান চেয়ারম্যান শামীমা নাসরিন। গ্রাহকের টাকা ফেরত দিতে একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে চায় প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনঃ
- সব ধরনের ফোনের চার্জার তৈরিতে আসছে নতুন নিয়ম
- প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২২ । নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগের চূড়ান্ত ফলাফল
- সয়াবিন তেলের বর্তমান দাম ২০২২ । সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা
- ই নামজারি করার নিয়ম ২০২২ । ই নামজারির পদক্ষেপ ও প্রবাহ চিত্র
পূর্ণাঙ্গ হিসাব করতে সার্ভার ওপেন
তিনি আরও বলেন, দেনা পাওনার সম্পন্ন (পূর্ণাঙ্গ) হিসাব করতে সার্ভার ওপেন করার প্রয়োজন। আর সার্ভার ওপেন করতে হলে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে প্রয়োজন।
ইভ্যালি মানিলন্ডারিং করার মতো কোনো অপরাধ করেনি
তিনি আরও বলেন ইভ্যালি মানিলন্ডারিং করার মতো কোনো অপরাধ করেনি। টাকা পাচার করার উদ্দেশ্যে আমরা দুবাইও যাইনি এমনটাই মন্তব্য করেন বর্তমান চেয়ারম্যানশামীমা নাসরিন।
তথ্যসূত্রঃ bvnewas24.com