ইভ্যালি কোম্পানি ২০২২ । ইভ্যালির বর্তমান চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
গ্রাহকের সাথে প্রতারণা করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বর্তমান চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত বুধবার (১৯ অক্টোবর) সাইবার ট্রাইব্যুনাল এ আদেশ জারি করলেও ২৬ অক্টোবর (বুধবার) বিষয়টি জানা যায়। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।
বেঞ্চ সহকারী শামীম আল মামুন বলেন, গত বুধবার ( ১৯ অক্টোবর) মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওইদিন ইভ্যালির বর্তমান চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে উপস্থিত না হয়ে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত আবেদনটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসাথে আদালত আগামী ২২ জানুয়ারি ২০২৩ মামলার অভিযোগ গঠন এবং শুনানির জন্য দিন ধার্য করেন।
আরও পড়ুনঃ
- SSC Result 2022 । কবে SSC রেজাল্ট দিবে
- অক্টোবর মাসের সোনার দাম ২০২২ । স্বর্ণ এবং রৌপ্যের আজকের মূল্য
- বেসরকারি শিক্ষক অবসর ভাতা সর্বশেষ খবর ২০২২। ভাতা বিষয়ে যা জানালেন প্রধানমন্ত্রী
- ই পাসপোর্ট ফরম ডাউনলোড pdf । ই পাসপোর্ট ফি কত ২০২২
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে ইভ্যালির রাসেল এবং শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।তদন্ত শেষে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রাসেল এবং শামীমার বিরুদ্ধে সিআইডির উপ-পরিদর্শক প্রদীপ কুমার দাস আদালতে চার্জশিট জমা দেন।
উল্লেখ্য যে, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ রাসেল এবং শামীমা নাসরিন গ্রেফতার হন। চলতি বছর এপ্রিলে শামীমা নাসরিন জামিনে মুক্তি পান। তবে এখনো কারাগারে বন্দী রয়েছেন মোহাম্মদ রাসেল।
সূত্রঃ- ইত্তেফাক