শিশুদের ইসলামিক নাম

Free Driving Training and Licence 2023 । সম্পূর্ণ সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স পাওয়া যাবে

Anyone from Bangladeshi can participate to this training by goverment course – Make your trained by this free training – Free Driving Training and Licence 2023

কে দিবে ফ্রি প্রশিক্ষণ? –SEIP প্রকল্পের আওতায় Tranche-3 এর ৫ম পর্যায়ের সম্পূর্ণ সরকারি খরচে ৪ মাস মেয়াদী (৮০দিন) মোটরযান ড্রাইভিং, রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ও লাইসেন্স পাওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি এ প্রশিক্ষণ নিয়ে নিজেকে কর্মজীবী করে তুলতে পারেন

নারী ও উপজাতি প্রশিক্ষণার্থীদের অগ্রাধীকার দেওয়া হয়। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের দৈনিক ১০০/-(একশত) টাকা হারে প্রদান করা হয়। দেশে/বিদেশে কর্মসংস্থান প্রাপ্তিতে সহযোগিতা প্রদান করা হয়, সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স ও সনদপত্র প্রদান করা হবে।

ঠিক কোথায় যোগাযোগ করতে হবে? মোবাইল নং 01786366533, 01722248104, 01676844488, 01843872932, 01813993719, 01824816৬৮১। ফোন নং- 02334484424। ফরম জমা দেওয়া শেষ তারিখ ০৩/০৪/২০২৩ ইং। স্বাক্ষাৎকারের সময় ও তারিখ ০৩/০৪/২০২৩ইং তারিখে নোটিশ বোর্ডের ও “BRTC Training Center, Chattogram-4210” উক্ত ফেইসবুক গ্রুপে দেওয়া হবে।

Free Government Training course / ফ্রি ড্রাইভিং কোর্সে আজই ভর্তি হউন

আগামী ২৬/02/20২৩ইং তারিখ থেকে ০৩/০৪/২০২৩ ইং তারিখ পর্যন্ত প্রতি প্রতিকর্ম দিবসে সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। আগামী ০৩/০৪/২০২৩ ইং তারিখে স্বাক্ষাৎকারে তারিখ জানিয়ে দেওয়া হবে।

সম্পূর্ণ সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স পাওয়া যাবে Full PDF Download

এনরোল করতে কি কি কাগজপত্র লাগবে? আবেদনকারীদের আবেদনের জন্য নিম্ন বর্ণিত কাগজ পত্রাদি জমা দিতে হবে

  1. জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে ও আবেদন জমা তারিখে আবেদনকারীর রয়স ২১-৩৪ বছর মধ্যে হতে হবে(ফটোকপি A4 সাইজের – ১টি)। জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি হলে নির্বাচন কমিশন অফিস কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে। ২। জাতীয়তা সনদঃ (ফটোকপি A4 সাইজের – ১ টি)
  2. চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশনের স্থায়ী বাসীন্ধাদের জন্য কাউন্সিলর সনদ।
  3. চট্টগ্রাম জেলার ভিতরে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বাহিরে স্থায়ী বাসিন্ধাদের জন্য চেয়ারম্যান/পৌরসভা সনদ।
  4. চট্টগ্রাম জেলার বাহিরে অন্য সকল জেলার বাসিন্ধাদের জন্য নিজ জেলার সিটি কর্পোরেশন/চেয়ারম্যান/পৌরসভা
    সনদসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কাউন্সিলার সনদ জমা দিতে হবে।
  5. শিক্ষাগত যোগ্যতা নূন্যতম জেএসসি বা এসএসসি সমমান বোর্ড সনদপত্রের ফটোকপিসহ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে (কোন প্রকার নম্বর পত্র বা প্রশংসাপত্র গ্রহণ যোগ্য হবে না)।
  6. এনআইডিতে রক্তের গ্রুপ উল্লেখ না থাকলে প্যাথলজিকর্তৃক রক্তের গ্রুপের সনদ।(ফটোকপি A4 সাইজের – ১টি)
    ৫। ছবি ২কপি (পি.পি. সাইজের)।
  7. উপরোক্ত সকল কাগজ পত্রের মধ্যে যে কোন একটি কাগজপত্র কম হলে তার আবেদন ফরম গ্রহণ করা হবে না ও সকল কাগজপত্র সাথে নিয়ে আসলে অফিস রুম থেকে ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।

ঠিক কারা ড্রাইভিং কোর্সে ভর্তি হতে পারবে না?

যে সকল আবেদনকারী এই কোর্সে আবেদন করতে পারবেন না। তার মধ্যে রয়েছে- বয়স ২১ বছরের কম বা ৩৪ বছরের বেশি।কোন প্রকার পূর্বের লাইসেন্স থাকলে ভর্তি হতে পারবে না। SEIP প্রকল্পের কোন প্রশিক্ষণে পূর্বে অংশগ্রহণ করে থাকলে ভর্তি হতে পারবে না। সকল কাগজপত্রের মধ্যে আবেদনকারীর নাম, পিতার নাম, বয়সসহ কোন প্রকার তথ্যের অমিল থাকলেও এ কোর্সে ভর্তি হওয়া যাবে না।

https://bdtimes.net/%e0%a6%ae%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *