সর্বশেষ নিউজ

GEMS Officers Information Update 2025 । সরকারী কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি হালনাগাদ ছক কোথায়?

সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS) এ প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদকরণের নির্দেশনা জারি করেছে যেখানে কর্মকর্তাদের  সকল তথ্য সংরক্ষিত থাকবে–GEMS Officers Information Update 2025

ছবিও লাগবে কি? হ্যাঁ। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS) -এর আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। ইত:পূর্বে চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে। GEMS-এ অন্তর্ভুক্ত সকল কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের ঊর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ই-মেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য GEMS-এ হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।

যদি তথ্য না দেয়? যে সকল কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি/পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব/জটিলতার সৃষ্টি হতে পারে। এতদ্‌ব্যতীত, বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে ।

কত তারিখের মধ্যে তথ্য পাঠাতে হবে? গত ১৩ জানুয়ারি ২০১৫ তারিখে এ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে মন্ত্রণালয় ও এর আত্ততাধীন দপ্তর/সংস্থার ৯ম গ্রেড এবং তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর/সংস্থার ৯ম গ্রেড এবং তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের ডাটাবেজ তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন GEMS প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে সকলে একমত পোষণ করেন। দপ্তর/সংস্থায় কর্মরত ৯ম গ্রেড এবং তদুর্ধ্ব পর্যায়ের সকল কর্মকর্তার GEMS সিস্টেমে একাউন্ট খোলার নিমিত্ত সংযুক্ত এক্সেল ছক মোতাবেক তথ্য পূরণপূর্বক আগামী ০৬.০২.২০১৫ তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

দপ্তর/সংস্থার ৯ম গ্রেড এবং তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের ডাটাবেজ তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন GEMS প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে সকলে একমত পোষণ করেন।

বাংলাদেশ বেতারে কর্মরত ৯ম গ্রেড এবং তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের GEMS সিস্টেমে একাউন্ট খোলার নিমিত্ত নিম্নবর্ণিত ছক অনুযায়ী Excel Sheet এ তথ্য পূরণপূর্বক আগামী ০৪.০২.২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে হার্ডকপি ও সফটকপি ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

Caption: All Order about it pdf

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *