HSC পরীক্ষার ২০২৩। HSC পরীক্ষার রোটিন ও সময়-সূচি PDF

HSC পরীক্ষার রোটিন ও সময়-সূচি PDF

 

HSC পরীক্ষার রোটিন ও সময়-সূচি PDF

 

 

HSC পরীক্ষার২০২৩ কবে থেকে শুরু 

HSC ২৩ ব্যাচ এর জন্য যাদের এক্সাম শুরু হবে ১৭ আগস্ট।

তোমাদের হাতে একজন সময় আছে আর মাত্র ৪৫ দিন । এই সময়টা অবশ্যই নতুন কিছু শিখে নষ্ট করা যাবে না। এতদিনে আশাকরি তোমরা পুরা সিলেবাস একবার হলেও শেষ করেছ। যারা অন্তত একবার বা দুবার অথবা মোটামুটি ভালো করে সিলেবাস শেষ করেছ তারা এখন HSC র জন্যে কিভাবে প্রস্তুতি নিবে বা রিভিশন করবে সেটা নিয়ে একটা study planner বানিয়েছি।

 

HSC পরীক্ষা 

এই কয়টা দিন তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো পড়ার দিকে সময় না দেয়াই ভালো যদিনা অনেক বেশি exceptional স্টুডেন্ট হয়ে থাকো। তবুও বলবো এই টাইম টুকু অ্যাডমিশন রিলেটেড চিন্তার পিছে না দিতে কারণ বাই চান্স এর লাইসেন্স নাই। HSC তে পিসিএম ,ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এ যথেষ্ট মার্কস না থাকলে মোস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটি তে প্রাইমারি সিলেকশন এ আসতে পারবে না। শুধু A+ রাখতে চাইলে বুয়েট , আইউটি তে প্রাইমারি সিলেকশন এ আসার সম্ভাবনা অনেক কম। আর যাদের মেডিক্যাল অথবা ভার্সিটি টার্গেট তারাও ভালো মার্ক রাখলে সেফ থাকবে, যেকোনো জায়গায় এক্সাম দেয়ার যোগ্যতা থাকবে। তাই এই সময়টা HSC কে গুরুত্ব দিয়ে পড়তে হবে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *