Ibas++ & Cafopfm Updating । আইবাস++ ফিচার সীমিতকরণ ও জিপিএফ ওয়েবসাইট কাজ করছে না
আইবাস++ ওয়েবসাইট আপডেটিং কাজ চলমান রয়েছে-পূর্বেই নোটিশ দেয়া হয়েছিল আজ দুপুর পর্যন্ত আইবাস++ বন্ধ থাকবে-অন্যদিকে আইবাস++ এর সাথে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট cafopfm ইন্টিগ্রেটেড বিধায় সেটিও কাজ করছে না- ওয়েবসাইট আপডেট কাজ সম্পন্ন হলে দুটি ওয়েবসাইটই সচল হবে–Ibas++ & Cafopfm Updating
আইবাস++ কি বন্ধ থাকবে? হ্যাঁ। আইবাস++ নিয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষ্যে আগামী ৩০ জুন ২০২৪ তারিখ দিবাগত রাত ১২টা হতে ১ জুলাই ২০২৪ তারিখে দুপুর ১২টা পর্যন্ত আইবাস++ এর কার্যক্রম বন্ধ থাকবে। তাই এ সময় আইবাস++ কার্যক্রম ব্যাহত হতে পারে। তবুও সচল রয়েছে এবং কিছু কাজ সম্পন্ন করা যায়।
পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট হতে জিপিএফ স্লিপ পাওয়া যাচ্ছে না কেন? আপনি একটু অপেক্ষা করুন। আইবাস++ ওয়েবসাইট এর আপডেটিং কাজ চলছে। আপডেট সম্পন্ন হলে আইবাস++ এর সাথে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটও কার্যকর হবে। ibas++ and cafopfm website is integrated, so one is connected to another working station.
আইবাস++ দিয়ে কি কি করা যায়? আইবাস++ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং দপ্তরকে তাদের বাজেট প্রস্তাব প্রস্তুত এবং জমা দিতে সহায়তা করে। আইবাস++ সরকারকে বাজেট বরাদ্দ অনুমোদন, অর্থ প্রদান এবং ব্যয় পর্যবেক্ষণ করতে সহায়তা করে। আইবাস++ সরকারের আয়, ব্যয় এবং সম্পদের একটি কেন্দ্রীভূত হিসাবরক্ষণ ব্যবস্থা প্রদান করে। আইবাস++ সরকারকে বিভিন্ন ধরণের বাজেট এবং হিসাবরক্ষণ রিপোর্ট তৈরি করতে সহায়তা করে।
আইবাস++ এর কিছু ফিচার ব্যবহার করা যাচ্ছে / জিপিএফ ওয়েবসাইট হতে ওটিপি আসছে কিন্তু কাজ করছে না
আইবাস++ ঠিক হয়ে গেলেই জিপিএফ বা পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট সক্রিয় হয়ে যাবে। ধৈর্য ধরে একটু সময় অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে।
Caption: ibas++ & cafopfm website status
GPF Slip by Online । পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতেই জিপিএফ স্লিপ সংগ্রহ করা যাবে
- Go to https://www.cafopfm.gov.bd/ or Search writing cafopfmin google
- You will have to go by your browser address bar using Google Chrome or Mozilla Firfox
- Just Click https://www.cafopfm.gov.bd/
- Then Click GPF Information Under Link Named Click Here
- After Click here, You will get A dialogue box for inputing NID/Smart ID
- Phone No (Which is used for EFT in Ibas++)
- Click Submit
- You will get an OTP or Passcode to your registered mobile
- Enter 4 Digit OTP Like 5768
- Enter OTP and Click Submit
- Select Fiscal Year (it will be past Financial year) and Click GO
- You got your GPF statement
- You can also generate GPF ledger
যেভাবে দেখবেন ইনক্রিমেন্ট লেগেছে কি না?
Go to Pay Fixation > পরবর্তী ধাপ>আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে >পরবর্তী>ইনক্রিমেন্ট>হ্যাঁ>বেসামরিক> NID Number, Verification No. , Capcha Entry>Login>OK>Verification Code>5352>Validate> ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট >Click GO>Increment Sheet>Go bellow to See Basic. পে ফিক্সেশন ওয়েবসাইট হতেই আপনি বেতন বৃদ্ধি দেখতে পারবেন।
https://technicalalamin.com/ibas-increment-bd/