সর্বশেষ নিউজ

Islami Bank 3 months Mudaraba Scheme 2024 । মাত্র ৯০ দিনের জন্য আকর্ষনীয় মুনাফায় টাকা রাখুন

আপনার কাছে কিছু টাকা থাকলে আপনি চাইলে সেই টাকা শর্টটার্ম বা স্বল্প সময়ের জন্য ব্যাংকে এফডিআর করতে পারেন – Islami Bank 3 months Mudaraba Scheme

মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট (MTDR) কি? মুদারাবা টার্ম ডিপোজিট রসিদ (MTDR) হল একটি লাভ বহনকারী অ্যাকাউন্ট যা মুদারাবা ধারণার উপর ভিত্তি করে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা করে রিটার্ন প্রদান করে। এই আমানতগুলি নোটিশের সময়কালের সাপেক্ষে পরিশোধযোগ্য এবং তাই সময় আমানত বা সময় দায় হিসাবে পরিচিত যার অর্থ এইগুলি নোটিশের সময়কালের সাপেক্ষে প্রত্যাহারযোগ্য এবং চাহিদা অনুযায়ী নয়। ৩ মাস, ৬ মাস, ১২ মাস, ২৪ মাস এবং ৩৬ মাস মেয়াদের জন্য ১০০০/- টাকা এবং ১০০/- টাকার একাধিক জমা করা যেতে পারে।

যে কেউ কি টাকা রাখতে পারবে? হ্যাঁ। বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স ১৮ বছরের উপরে হতে হবে। যদি আপনি কিছুদিন পর বিনিয়োগ করতে চান বা জমি কিনতে চান। এই মুহুর্তে টাকাটা বসিয়ে না রেখে আপনি ব্যাংকে কিছুদিনের জন্য জমা রেখে ভাল মুনাফা পেতে পারেন। দিন শেষে আপনাকে ৬% মুনাফা সহ ফেরত দেওয়া হবে। এটি একটি সার্টিফিকেটের মত যা তিন মাসের জন্যও রাখা যাবে।

কত বছর অব্যবহৃত থাকলে একটি হিসাব বন্ধ করা হয়? ১৯৯১ সালের ব্যাংক কোম্পানী আইন অনুযায়ী ১০ (দশ) বছর ও তদুর্ধ্ব মেয়াদ পর্যন্ত কোন হিসাব লেনদেন না হলে সংশ্লিষ্ট হিসাবটি অদাবীকৃত (Unclaimed) হিসাবে গন্য করে উক্ত হিসাবের স্থিতি বাংলাদেশ ব্যাংক স্থানান্তর করে দেয়া হয় । কোন অবস্থাতেই হিসাবের মূল্যমান ও মেয়াদ পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে নতুন হিসাব খোলা যেতে পারে। বিশেষ স্কীম, বন্ড ও মেয়াদী হিসাব পরিচালনার ক্ষেত্রে কোন চেক বই প্রদান করা হয় না। ব্যাংক হিসাব সংক্রান্ত যে কোন নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিল করতে পারবে এবং হিসাবধারী তা মেনে চলতে বাধ্য থাকবেন। শুধুমাত্র রসিদ প্রদান করা হয় যা হস্তান্তরযোগ্য নহে। হিসাবধারী আমানতের রসিদ যথাযথভাবে সংরক্ষণ করবেন। রসিদ কোন কারনে হারিয়ে গেলে, নষ্ট হলে, পুড়ে গেলে বা অন্যকোনভাবে ধ্বংস হয়ে গেলে বা খোয়া গেলে তাৎক্ষনিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে ডুপ্লিকেট রসিদ গ্রহণ করতে হবে। হিসাবধারীর গাফিলতির কারনে অন্য কেউ আমানতের রসিদ ভাঙ্গিয়ে নিলে ব্যাংক দায়ী থাকবে না।

সুস্থ মস্তিষ্কসম্পন্ন যে কোন প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক নিজ নামে মুদারাবা মেয়াদী ও মাসিক মুনাফা বিশেষ সঞ্চয়ী (পেনশন) প্রকল্প হিসাব, মোহর সঞ্চয়ী হিসাব, হজ্ব সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। এমএসএস, মোহর ও হজ্বের ক্ষেত্রে হিসাবটি একক ব্যক্তিনামে খুলতে হবে। মোহর হিসাবের ক্ষেত্রে আবেদনকারী বিবাহিত হলে, তার স্ত্রীর নামে হিসাব খুলতে হবে ও স্বাক্ষর কার্ডে স্বামী ও স্ত্রী উভয়ের নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে এবং অবিবাহিত হলে নিজ নামে মোহর হিসাব খুলতে পারবেন। তবে হিসাবটি বন্ধ করার সময় বিবাহ সংক্রান্ত দলিল উপস্থাপন করতে হবে এবং মেয়াদ পূর্তির পূর্বে বা মেয়াদ পূর্তির পরে শুধুমাত্র স্ত্রীর একক স্বাক্ষরেই টাকা উত্তোলন করা যাবে। অন্যথায় হিসাবটি মুদারাবা বিশেষ সঞ্চয়ী (পেনশন) প্রকল্প হিসাবের হারে লাভ প্রদত্ত হবে।Term Deposit Account Form Download

স্বল্প মেয়াদী বিনিয়োগ / কোন নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখতে পারেন

MTDR/MSB/MNSB/MMPDS ব্যতিত অন্যান্য হিসাব লিখিত আবেদন পত্রে কারণ দর্শানোপূর্বক প্রযোজ্য ফি জমা দিয়ে আমানতকারী ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় হিসাব স্থানান্তর করতে পারবেন। এই প্রকল্পের আওতায় আমানতকারী সংশ্লিষ্ট শাখায় সংরক্ষিত তার হিসাব থেকে নিয়মিত কিস্তি প্রদানের জন্য শাখায় স্থায়ী নির্দেশনা (Standing Instruction) প্রদান করতে পারবে। প্রতিটি Standing Instruction বাবদ ৫/- টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

Islami Bank 3 months Mudaraba Scheme । মাত্র ৯০ দিনের জন্য আকর্ষনীয় মুনাফা টাকা রাখুন

Caption: Check interest rate

শর্টটার্ম ডিপোজিট। স্বল্প সময়ের জন্য টাকা রাখতে কি কি ডকুমেন্ট লাগবে?

  1. অ্যাকাউন্ট খোলার ফর্ম সম্পূর্ণ করুন।
  2. অ্যাকাউন্টধারীর 02 কপি পাসপোর্ট সাইজের ছবি পরিচয়কারীর দ্বারা যথাযথভাবে সত্যায়িত নমিনির 1 কপি ছবি অ্যাকাউন্টহোল্ডার দ্বারা যথাযথভাবে সত্যায়িত জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/চেয়ারম্যান সার্টিফিকেটের মতো শনাক্তকরণ প্রমাণক।
  3. সর্বনিম্ন জমা টাকা ১০০০ টাকাও এভাবে রাখা যাবে।
  4. হিসাবধারীর স্বাক্ষর বা সূচনাকারী স্বাক্ষর।

এই অল্প দিন পরই ভাঙ্গানো যাবে?

হ্যাঁ। মাত্র ৯০ দিন পরই আপনি এটি ভাঙ্গাতে পারবেন এবং চাইলে পুনরায় তা বিনিয়োগ করতে পারবেন। এতে করে দীর্ঘ সময় বা ১ বছরের জন্য সঞ্চয় করতে হল না। আপনার মেয়াদ শেষ আপনি টাকা মুনাফা সহ ফেরত পাবেন। এছড়া আপনি যে কোন সময় ভাঙ্গাতে পারবেন, এতে করে কোন মুনাফা পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *