Al Arafa Mudaraba Ahsan Deposit Scheme । ইসলামী ব্যাংক মিলিওনিয়ার স্কিম আপনি শুরু করতে পারেন
আল আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা এহসান ডিপোজিট স্কিম চালু করেছে – এতে সম্ভাব্য মিলিওনিয়ার স্কিম হওয়ার নিশ্চিয়তা দেয়–Al Arafa Probable Millionaire
ইসলামী ব্যাংক মিলিওনিয়ার স্কিম – মুদারাবা মিলিয়নিয়ার ডিপোজিট হিসাব অর্থ জমাকারী গ্রাহক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর মধ্যে সম্পাদিত ইসলামী শরীয়াহ্ মোতাবেক একটি মুদারাবা চুক্তি। এখানে অর্থ জমাকারী গ্রাহক হচ্ছে ‘সাহিবুল-মাল’ (অর্থের মালিক) এবং ব্যাংক হচ্ছে ‘মুদারিব’ (ব্যবসা পরিচালনাকারী)। ইসলামী শরীয়াহ্ নির্দেশিত মুদারাবা নীতিমালার ভিত্তিতে ব্যাংক এ অর্থ জমা গ্রহণ করে এবং শরীয়াহ্ সম্মতভাবে বিনিয়োগ করে। Janata Bank Millionaire Scheme । জনতা ব্যাংক মিলিওনিয়ার স্কিম ২০২২
ব্যাংক মুদারাবা তহবিল বিনিয়োগ করে প্রাপ্ত আয়ের শতকরা ৭০ ভাগ মুদারাবা জমাকারীদের মধ্যে ওয়েটেজ ভিত্তিতে বন্টন করে। বিনিয়োগে লোকসান হলে মুদারাবা জমাকারীগণ তা বহন করবেন। এ ছাড়া উক্ত হিসাবের জন্য ইসলামী শরীয়াহ্র মুদারাবা চুক্তির অন্যান্য শর্তাবলী প্রযোজ্য হবে। তথ্য সূত্র
আল আরাফাহ ইসলামী ব্যাংক – আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতে ইসলামী শরিয়াভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ১৮ জুন, ১৯৯৫ সালে গঠিত হয় এবং বাণিজ্যিক যাত্রা শুরু করে ২৭ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে । আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদের চাহিদা অনুযায়ী ইসলামী শরিয়াভিত্তিক বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিসেবা দিয়ে থাকে। যেমন- বিনিয়োগ ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য । মিলিওনিয়ার স্কিম । sonali bank millionaire scheme 2022
মাত্র ৩ বছরে মিলিওনিয়ার হওয়া যাবে / লাখপতি হউন মাত্র ১৮২০ টাকা জমা করে প্রতিমাসে।
বিনিয়োগ বা ঋণ সুবিধা আছে কি? হ্যাঁ আছে। বিশেষ প্রয়োজনে আমানতকারী জমাকৃত টাকার বিপরীতে সর্বোচ্চ ৮০% বিনিয়োগসুবিধা বিধি মোতাবেক গ্রহণ করতে পারবেন।
মাত্র মাসিক ১৮২০ টাকা জমা দিয়ে ২০ বছর পর লাখপতি হওয়া যাবে। হাতে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা।
ইসলামী ব্যাংক মিলিওনিয়ার স্কিম খোলার নিয়ম
- স্কীমের মেয়াদঃ ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬বছর, ৭ বছর, ১০ বছর, ১২বছর, ১৫ বছর, ২০ বছর।
- মুদারাবা নীতিমালার ভিত্তিতে এই হিসাবে জমা গ্রহণ করা হয় । এ স্কীমের প্রধান আকর্ষণ হচ্ছে জমাকৃত টাকার উপর দৈনিক স্থিতির ভিত্তিতে মুনাফা দেয়া হয় ।
- এই স্কীমের আওতায় হিসাব খোলার সময় গ্রাহক যেকোনো কিস্তি বেছে নিতে পারবেন। তবে পরবর্তীতে তা পরিবর্তন করা যাবে না । একই ব্যক্তি বিভিন্ন কিস্তি হারে একাধিক হিসাব খুলতে পারেন)।
- এ স্কীমের আওতায় হিসাব খোলার জন্য নির্ধারিত ফরম ব্যবহার করতে হবে।
- এই স্কীমের আওতায় সঞ্চয়কারী মেয়াদপূর্তির আগে কোন টাকা উত্তোলন করতে পারবেন না । তবে অনিবার্য কারণবশতঃ কোন সঞ্চয়কারী মেয়াদপূর্তির আগে সঞ্চয়কৃত টাকা উত্তোলন করতে চাইলে-(ক) সঞ্চয় মেয়াদ ০৬ (ছয়) মাসের কম হলে হিসাবধারী কোন প্রকার লভ্যাংশ পাবেন না, (খ) সঞ্চয়ের মেয়াদ ০৬ (ছয়) মাসের বেশী হলে মুদারাবা সঞ্চয়ী হিসাবের নির্দেশিত হার অনুযায়ী লভ্যাংশ পাবেন ।
- যে কোনো কার্য দিবসে মাসিক কিস্তির টাকা জমা দেয়া যাবে। যে কোনো পরিমাণ কিস্তির অগ্রিম জমা সবসময়ই গ্রহনযোগ্য হবে।
- পর পর তিনটি কিস্তি জমা দিতে ব্যর্থ হলে ব্যাংক সঞ্চয় প্রকল্প হিসাব বন্ধ করে দেয়ার অধিকার সংরক্ষণ করে । কোন সঞ্চয়কারী পরপর তিনের অধিক নির্ধারিত মাসিক কিস্তির টাকা জমা দিতে ব্যর্থ হলে, তার সঞ্চয়ী হিসাবটি মিলিয়নার ডিপোজিট স্কীমের পরিবর্তে মুদারাবা সাধারণ সঞ্চয়ী হিসাব বলে গণ্য হবে এবং উক্ত হিসাবের উপর নূন্যতম ছয় মাস মেয়াদপূর্তি সাপেক্ষে মুদারাবা সঞ্চয়ী হিসাবের হার অনুযায়ী লভ্যাংশ প্রদান করা হবে ।
- বিশেষ প্রয়োজনে আমানতকারী জমাকৃত টাকার বিপরীতে সর্বোচ্চ ৮০% বিনিয়োগসুবিধা বিধি মোতাবেক গ্রহণ করতে পারবেন।
- নিদির্ষ্ট কিস্তির বিপরীতে মেয়াদান্তে প্রাক্কলিত মুনাফাসহ সম্ভাব্য প্রাপ্য টাকার পরিমাণ নিম্নোক্ত ছকে দেখানো হলো । প্রকৃত হিসাব অনুযায়ী প্রতি বৎসরান্তে মুনাফার অংক গ্রাহকের হিসাবে জমা করা হয় । মেয়াদান্তে প্রকৃত মুনাফার পরিমাণ প্রাক্কলিত মুনাফার পরিমাণের চেয়ে কমবেশী হতে পারে।
- যে কোনো মেয়াদান্তে প্রদেয় অর্থ সর্বশেষ কিস্তি জমা দেয়ার একমাস পর প্রদান করা হয়।
- আমানতকারীর মৃত্যু হলে সংশ্লিষ্ট হিসাবে লেনদেন বন্ধ থাকবে । মুনাফাসহ জমাকৃত অর্থ মনোনীত ব্যক্তিকে প্রদান করা হবে । মনোনয়ন না থাকলে উত্তরাধিকরার প্রমাণপত্র নিয়ে আমানতকারীর আইনগত উত্তরাধিকারীদেরকে মুনাফাসহ জমাকৃত অর্থ প্রদান করা হবে।
- সাধারণত বাৎসরিক ভিত্তিতে হিসাব বিবরণী সরবরাহ করা হয় । তবে ব্যাংক আমানতকারীর প্রয়োজনে হিসাব বিবরণী সরবরাহ করলে সে ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত চার্জ প্রযোজ্য হয়।
- আমানতকারী নির্দিষ্ট মেয়াদান্তে প্রাক্কলিত মুনাফাসহ জমাকৃত টাকা এককালীন উত্তোলন করতে পারবেন ।
- ১৮ বছরের উর্দ্ধে যেকোন বাংলাদেশী সুস্থ মনের নাগরিক এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে । তবে ১৮ বছরের নিচে অপ্রাপ্ত বয়স্কদের নামেও এই হিসাব খোলা যাবে । সেক্ষেত্রে হিসাবটি অপ্রাপ্তবয়স্কদের অভিভাবক পরিচালনা করবেন।
- মেয়াদপূর্তির পূর্বে যে কোনো সময় ব্যাংক কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান পূর্বক গ্রাহক হিসাব বন্ধ করতে পারবেন।
মেয়াদ শেষে কি কিছু অর্থ কম পাওয়া যাবে?
হ্যাঁ মুনাফার উপর উৎসে কর কেটে রাখা হবে ১০% যদি রিটার্ণ জমার রশিদ দেখাতে না পারেন তবে ১৫% মুনাফার উপর কর কেটে রাখা হবে। সরকারী বিধি মোতাবেক উক্ত হিসাব থেকে কর/শুল্ক কর্তন করা হয় । এ স্কীমের আওতায় আমানতকারীর সংশ্লিষ্ট শাখায় সংরক্ষিত তাঁর হিসাব থেকে নিয়মিত কিস্তি প্রদানের জন্য শাখাকে স্থায়ী নির্দেশনা (Standing Instruction) প্রদান করতে পারেন। সেক্ষেত্রে ব্যাংক কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আলোকে, বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অধিকার ব্যাংক সংরক্ষণ করে)। জমাকারীর নিদির্ষ্ট ঠিকানার পরিবর্তন হলে তা অবিলম্বে ব্যাংককে জানাতে হবে । ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো সময় মুদারাবা মিলিয়নার ডিপোজিট স্কীম সংক্রান্ত যে কোনো নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিল করতে পারবে এবং জমাকারী তা মেনে চলতে বাধ্য থাকবেন)। সবকিছু যদি ঠিক থাকে তবে আজই আবেদন করুন: Apply Now