National Identity Card Download by Mobile 2022। ঘরে বসে মোবাইল দিয়েই আপনার NID ডাউনলোড করুন
অনলাইনেই এনআইডি ডাউনলোড করা যায় – কম্পিউটার বা ল্যাপটপ নয় মোবাইল দিয়েই জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন – NID Download 2022
NID Download Process 2022– ঘরে বসেই আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। কীভাবে করবেন খুবই সহজ। আপনার মোবাইলে Playstore এ গিয়ে প্রথমেই Nid wallet নামক app টি ডাউনলোড করুন। এবার ক্রোম (chrome) ব্রাউজারে গিয়ে services.nidw.gov.bd এই সাইটে প্রবেশ করুন। মোবাইলেই NID অনলাইন রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২২
এখানে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার NID নম্বর দিতে হবে এবং আপনার জন্ম তারিখ এন্ট্রি করতে হবে। এবার নিচে জলছাপের মধ্যে যে লেখাটি আছে তা দিতে হবে। এখন সাবমিট এ ক্লিক করলে পরের পেইজে চলে যাবে। এই পেইজে আপনি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এন্ট্রি করবেন। উভয় ক্ষেত্রে প্রথমে বিভাগ তারপর জেলা এবং শেষে উপজেলা দিতে হবে। এবার পরবর্তী বাটনে ক্লিক করুন।
এবার আপনি মোবাইল নম্বর দেখতে পাবেন। মোবাইল নম্বরটি যদি সঠিক হয় তাহলে পরবর্তী ধাপে চলে যান। আর সঠিক না হলে মোবাইল পরিবর্তন অপসনে গিয়ে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন। মোবাইল নম্বর পরিবর্তন হয়ে গেলে বার্তা পাঠান এ ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাবেন ঐ কোডটি এন্ট্রি করুন। বহাল এ ক্লিক করুন এবং পরের ধাপে চলে যান। NID Number by SMS । মোবাইলে ম্যাসেজ করে আইডি কার্ড নম্বর বের করার নিয়ম ২০২২
এখানে আপনি Tap to nid wallet অপসনটি পাবেন। ক্লিক করুন আর আপনার ইনস্টল করা NID Wallet টি সিলেক্ট করুন। এবার আপনার Face Scan করতে হবে। প্রথমে সামনের দিক তারপর ডানদিক এবং শেষে বামদিক স্ক্যান করুন। Ok তে ক্লিক করুন। এখন দেখতে পাবেন ছবিসহ আপনার সব তথ্য দেখাচ্ছে। এবার Scroll করে একদম নিচের দিকে আসুন। ডাউনলোড অপসন দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড এ ক্লিক করলেই আপনার NID ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি কম্পিউটার বা ফটোকপির দোকানে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করে নিতে পারেন।
মোবাইল দিয়েই এনআইডি কার্ড ডাউনলোড করুন/ অন্য কেউ কি আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে?
কোন ভাবেই পারবে না কারণ ফেস ভেরিফিকেশন প্রয়োজন পড়বে। একবার ডাউনলোড করলে আর ডাউনলোড করা যাবে না এমনটি নয়। পরবর্তীতে যে কোন সময় আপনি আবার জাতীয় পরিচয়পত্র সার্ভিস ওয়েবসাইটে লগিন করে ডাউনলোড করতে পারবেন।
Caption: NID Card online copy download / www.nidw.gov.bd login
আপনি কি নতুন জাতীয় পরিচয় পত্র চান? নিউ আইডি পেতে যা করতে হবে।
জাতীয় পরিচয়পত্র হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি,আপনার বয়স যদি ১০ বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে অনলাইন এ ফর্ম পূরণ করে আপনার সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজ পত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-
- অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি
- এস.এস.সি সনদ -(বয়স প্রমাণের সনদ)
- জন্ম নিবন্ধন -(বয়স প্রমাণের সনদ)
- পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমাণের সনদ)
- ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমাণ)
- নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- বাবা, মা, স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)
আপনার বয়স যদি চলতি বছরের ১ জানুয়ারী বা তার পূর্বে ১৮ বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন
আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?
আপনারা যারা ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি তারা রেজিস্টার মেন্যুতে (Claim Account) গিয়ে আপনার কাছে রক্ষিত ফর্ম নম্বর এবং আপনার জন্ম তারিখ, ক্যাপচা ও প্রয়োজনী তথ্য দিয়ে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। পরবর্তীতে লগইন মেন্যুতে গিয়ে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড মেন্যুতে গিয়ে আপনার পরিচয়পত্র কপি ডাউনলোড করতে পারবেন।
যদি এসএসসি সার্টিফিকেট না থাকে তবে কিভাবে বয়স পরিবর্তন করবেন?
কোন শিক্ষা বোর্ডের সার্টিফিকেট নাই? এমন অনেক মানুষ আছেন যারা পড়াশুনা খুব একটা বেশি দূর করতে পারেননি। এসএসসি অথবা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত বয়স ও নাম তাদের নেই। অর্থাৎ ভোটার হওয়ার পর কোন পাশকরা সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। তাদের ক্ষেত্রে ভবিষ্যতে ৫ম/৮ম সমাপনী পরীক্ষার সনদ ও গ্রহণযোগ্য হবে। লেখাপড়া না জানা থাকলে জন্ম সনদ,পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স দিয়েও নতুন বা সংশোধন আবেদন করা যাবে।