সর্বশেষ নিউজ

New Profit Rate for PBL DPS Scheme । পূবালী ব্যাংক ডিপিএস স্কিম ২০২২

পূবালী ব্যাংক একটি বিশ্বস্ত বেসরকারি ব্যাংক যেখানে সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থায় গৃহ নির্মাণ ঋণ সুবিধা চালু রয়েছে। পূবালী ব্যাংক ডিপিএস ভাল মুনাফা দেয় সকল ব্যাংক যেখানে নিম্ন মুনাফা দিচ্ছে সেখানে পূবালী ব্যাংক ডিপিএস এ ভাল মুনাফা দিচ্ছে। 

প্রথমেই পূবালী ব্যাংক পেনশন স্কীম (পিপিএস) নিয়ে কথা বলা যাক। ১৮ বছর থেকে উচ্চতর প্রাপ্ত বয়স্করা এই ডিপিএস একাউন্ট বা ডিপিএস স্কিম খুলতে পারবেন।

ডিপিএস স্কীম বা হিসাব খোলা নিয়ম ২০২২

  • নির্ধারিত আবেদনফরম পূরন করতে হবে।
  • একাউন্ট হোল্ডারের পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি ২ কপি।
  • মনোনীত ব্যক্তি বা নমিনি ১ কপি রঙ্গিন ছবি।
  • নমুনা স্বাক্ষর প্রয়োজন পড়বে।
  • উক্ত ব্রাঞ্চের একজন পরিচিতিকারী প্রয়োজন পড়বে।
  • হিসাব ব্যক্তিক বা যৌথ খোলা যাবে।

ডিপিএস এর মেয়াদ ও কিস্তির পরিমাণ

ডিপিএস স্কিমটি সাধারণত ৩/৫/৭/১০ বছর মেয়াদী হবে মাসিক কিস্তি ৫০০/ ১০০০/ ২০০০/ ৩০০০/ ৫০০০/ ১০০০০ /১৫০০০ গুনিতক হারে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত জমা করা যাবে। প্রতি মাসের কিস্তি জমা অবশ্যই ১ হতে ১২ তম দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। অগ্রিম জমা দেওয়া যাবে।

সুদ বা মুনাফার হার

মেয়াদ সুদের হার
৫.৭৫%
৬.২৫%
৬.৫০%
১০ ৬.৭৫%

ডিপিএস এর মেয়াদ কমপক্ষে ২ বছর হলে মোট জমার ৮০% ঋণ সুবিধা পাওয়া যাবে। মেয়াদ পূর্তির ১ বছরের আগে ভাঙ্গলে বা নগদায়ন করলে কোন সুদ বা কোন জরিমানা নেই। ১ বছর পর থেকে ৩ বছরের আগে সঞ্চয় হারে মুনাফা পাওয়া যাবে। যেটি ব্যাংক রেট হিসাবে পরিচিত সেই হারে।

নোট: লভ্যাংশ বা সুদ প্রদানের ক্ষেত্রে অর্জিত লাভের উপর উৎসে কর ১৫% কর্তন করা হবে। যদি টিআইএন থাকে তবে ১০% কর্তন করা হবে।

সূত্র: পূবালী ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *