জাতীয় পরিচয়পত্র

NID Correction From Home । ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইনে করা যায় – ম্যানুয়াল ফর্ম ও অনলাইন আবেদন দুভাবেই সংশোধন আবেদন করতে পারেন– জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২

জাতীয়-পরিচয়পত্র-সংশোধন ২০২২– ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইনে আপনি চাইলেই ঘরে বসে অনলাইনে আপনার জাতীয় পরিচয়পত্রের সংশোধন করতে পারবেন।

ভোটার কার্ড সংশোধন অ্যাপস-কিভাবে করবেন তার বিস্তারিত আলোচনা করছি। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন‍্য প্রথমে আপনাকে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিংকটি হচ্ছে services.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা খুবই সহজ। আপনার জাতীয় পরিচয়পত্রের তথ‍্য দিন। ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করুন। তাহলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।

এবার ইউজার নেম ও পাসওয়ার্ড ব‍্যবহার করে আপনার ফাইলে ঢুকতে পারবেন। আপনার ফাইলে ঢুকে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে দেখবেন #আপনার ব‍্যক্তিগত তথ‍্য- #অন‍্যান‍্য তথ‍্য, # ঠিকানা, এভাবে দেয়া আছে। আপনার যে তথ‍্য সংশোধনের প্রয়োজন সেখানে ক্লিক করুন। আপনি যদি ব‍্যক্তিগত তথ‍্যে যান তাহলে আপনার নাম (বাংলায় ও ইংরেজিতে), বয়স, জন্ম তারিখ, লিঙ্গ ইত‍্যাদি পরিবর্তন করতে পারবেন। ব‍্যক্তিগত তথ‍্য অপশনে গিয়ে যা যা পরিবর্তন করা দরকার তা এডিট করতে হবে। এডিট করার পর পরবর্তী ধাপে যান।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি পরিশোধ পদ্ধতি ২০২২ / অনলাইনে এনআইডি ফি বা চালানের মাধ্যমে ফি পরিশোধ করুন।

মনে রাখবেন মূল ফি এর মাধ্যমে আলাদাভাবে ১৫% ভ্যাট দিতে হবে যদি চালানে জমা দেন। মোবাইল ব্যাংকিং এ জমা দিলে আলাদা ভাবে জমা দিতে হবে না।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি পরিশোধ পদ্ধতি ২০২২

Caption: NID Correction Fees by Bank Challan / National ID Card Correction Fees by Mobile Banking

এবার আপনাকে এই সংশোধনের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি 345 টাকা। যা বিকাশ বা রকেটের মাধ‍্যমে পরিশোধ করতে পারবেন। বিকাশ বা রকেটে পে বিল অপশনে গিয়ে আপনার ফি পরিশোধ করতে পারবেন।আপনার ফি পরিশোধ হয়ে গেলে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আপনি স্ক‍্যানারের মাধ্যমে কাগজপত্র কপি করে রাখবেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । NID Online NID correction

NID Card তে আপনি যদি নাম সংশোধন বা পরিবর্তন করতে চান তাহলে আপনার যেসকল কাগজপত্র লাগবে

  1. জাতীয় পরিচয়পত্র
  2. জন্ম নিবন্ধন
  3. এস.এস.সি বা সমমানের সার্টিফিকেট।

এরূপভাবে অন‍্য যেকোন পরিবর্তনের ক্ষেত্রে ঐ সংক্রান্ত কাগজপত্র আপলোড করতে হবে। সকল কাগজপত্র আপলোড হয়ে গেলে আবারো তথ‍্য যাচাইবাছাই করে সাবমিট অপসনে ক্লিক করলেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন কাজটি সম্পন্ন হয়ে যাবে।

এখন আবার প্রোফাইলে এসে দেখতে পারবেন বিস্তারিত প্রোফাইল অপসনে ক্লিক করুন। এবার ডাউনলোড অপসনে ক্লিক করলেই একটি ফাইল দেখতে পারবেন। এই ফাইলে আপনার বিস্তারিত সংশোধন তথ‍্য থাকবে। ফাইলটি সংরক্ষণ করুন। কেননা নির্বাচন কমিশন অফিসে এই ফাইলটি সাবমিট করতে হবে।

NID Correction Notice । জাতীয় পরিচয়পত্র সংশোধনের নিয়ম ২০২৩

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *