জাতীয় পরিচয়পত্র

ভোটার এলাকা পরিবর্তন পদ্ধতি ২০২৪ । জাতীয় পরিচয়পত্র বা ভোটার এলাকা পরিবর্তন ফি কত?

ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনাকে ফর্ম পূরণ করে জমা দিতে হবে- ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম-আইডি কার্ডে ঠিকানা ও ভোটার এলাকা পরিবর্তন পদ্ধতি ২০২৪

জাতীয় পরিচয়পত্রে আপনি ভোটার এলাকা যদি পরিবর্তন করতে চান তবে খুব সহজেই করতে পারবেন। আজ আমরা জানবো কিভাবে এক এলাকার  ভোটার অন‍্য এলাকায় স্থানান্তর করা যায়। ভোটার এলাকা পরিবর্তন অনলাইন পদ্ধতি কি চালু আছে? না। অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন করা যায় না। আপনাকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং ম্যানুয়ালী ফর্ম জমা দিতে হবে। এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন (ফরম-১৩)

ভোটার এলাকা পরিবর্তন ফি কত?

  1. ভোটার এলাকা পরিবর্তন সম্পূর্ণ ফ্রি
  2. এক এলাকার ভোটার অন‍্য এলাকায় স্থানান্তর
  3. ১৩ নং ফরম পূরণ
  4. স্ত্রীকে নিজের এলাকায় স্থানান্তর

আপনি চাইলে ঘরে বসেই অনলাইন থেকে 13 নং ফরমটি বের করে তা পূরণ করে ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তর করতে পারবেন। এজন‍্য আপনাকে যা যা করতে হবে তার বিস্তারিত দেখাবো। প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের website – nidw.gov.bd এই লিংকে যেতে হবে। আপনি chrome ব্রাউজারের মাধ‍্যমে খুব সহজেই এই সাইটটিতে ঢুকতে পারবেন। এই পেইজে আপনি পাবেন Download নামের অপসনটি। এখানে ক্লিক করুন। এবার আপনি যা যা পাবেন। migration_form13.pdf Download

Download Necessary Form । ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে

  1. Print Mistake Correction Form 1
  2. ID Card Correction Form
  3. Lost ID Card Duplicate Issue Form
  4. Application Form to Change Voter Area Migration Form 13
  5. Installer For NID Verification Software

আমরা যেহেতু ভোটার এলাকা পরিবর্তন করবো তাহলে 4 নং এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করেই 13 নং ফরমটি ডাউনলোড করা যাবে। এবার আপনি ডাউনলোড করা ফরমটি প্রিন্ট করে নিন। এই ফরমটিতে আপনি যা যা পাবেন:

  • প্রাপক (প্রাপক বলতে আপনার এলাকার নির্বাচন কমিশন অফিসের ঠিকানা)
  • আবেদনকারীর নাম
  • জাতীয় পরিচয়পত্রের নম্বর
  • জন্ম তারিখ
  • বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ‍্য-ভোটার নম্বর, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, জেলা, উপজেলা, গ্রাম, বাসা।
  • যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক- জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন, ভোটার নম্বর ভোটারের নাম ও নম্বর, গ্রাম, বাসা, ডাকঘর, পোষ্ট কোড, টেলিফোন নং।
  • 5নং এ বর্ণিত ঠিকানায় কতদিন যাবৎ অবস্থান করিতেছেন।
  • স্থানান্তরের কারণ

5 নং বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের বর্ণিত দলিলাদি সংযুক্ত করতে হবে- ক) প্রথম শ্রেণির কর্মকর্তা/সিটি মেয়র/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত‍্যায়নপত্র। খ) ইউটিলিটি বিলের অনুলিপি(যদি থাকে) গ) বাড়ি ভাড়ার রশিদ/কর পরিশোধের রশিদ। ভোটার স্থানান্তরের আবেদন ফরম ২০২৪

ভোটার এলাকা পরিবর্তন পদ্ধতি ২০২৩ । ভোটার এলাকা পরিবর্তন ফি কত?

এবার নিচে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। আবেদনকারীর স্বাক্ষরের নিচে আবেদনকারীকে সনাক্তকারীর স্বাক্ষর দিতে হবে। এখানে সনাক্তকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ঠিকানা দিতে হবে। ফরমের নিচের বাকি কাজগুলো অফিস করবে আপনাকে আর কিছু করতে হবেনা। আপনার ফরম পূরণের কাজ শেষ হলে ফরমটি নিয়ে স্ব-শরিরে নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে। ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল-

  • জাতীয় পরিচয়পত্রে ভোটার এলাকা পরিবর্তন করতে কোন টাকা লাগেনা। মানে সম্পূর্ণ ফ্রি।
  • আপনাকে অবশ্যই স্ব-শরিরে উপস্থিত হয়ে ফরমটি জমা দিতে হবে।
  • অনলাইনে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ নেই।
  • এক্ষেত্রে আপনি নতুন আইডি কার্ড পাবেন না। তবে নতুন আইডি কার্ড নিতে চাইলে আবেদন করতে পারবেন।
  • ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে ৭ থেকে ১৫ কার্য দিবস সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *