No Minimum Deposit In Account Mandatory । যে ব্যাংক হিসাবে নেই কোন চার্জ নেই
সেভিংস বা চলতি ব্যক্তিগত বিভিন্ন হিসাবে বার্ষিক চার্জ বা ফি কাটলেও ব্যক্তি রিটেইল একাউন্টে কোন চার্জ প্রযোজ্য হইবে না মর্মে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করেছে – Bযে ব্যাংক হিসাবে নেই কোন চার্জ নেই
Personal Retail Account- A personal retail account typically refers to an account that an individual consumer sets up with a retailer for the purpose of making purchases. This type of account is often used by people who frequently shop at a particular retailer and want to take advantage of discounts, rewards, or other benefits offered by the retailer. To set up a personal retail account, a consumer will typically need to provide some basic information, such as their name, address, and email address. Some retailers may also require additional information, such as a phone number or date of birth. Once the account is set up, the consumer can use it to make purchases online or in-store, and they may be eligible for various discounts, coupons, or other promotions offered by the retailer.
Having a personal retail account can be convenient for consumers, as it allows them to easily track their purchases and order history, and it may also provide them with access to special deals or offers. However, it’s important to be aware of the retailer’s privacy policies and terms of use, and to ensure that any personal information provided is kept secure.
বিআরপিডি সার্কুলার নং-১১/২০২১ এর মাধ্যমে ব্যাংক কর্তৃক আরোপিতব্য বিভিন্ন চার্জ/ফি/কমিশন ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিকে পিএসডি সার্কুলার নং-০৯/২০২০ এর মাধ্যমে ব্যাংক ও এজেন্ট ব্যাংকিং কর্তৃক চলতি হিসাবের মাধ্যমে “ব্যক্তিক রিটেইল হিসাব” সুবিধা প্রদান সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় ।
এক্ষণে, শ্রম নির্ভর অতিক্ষুদ্র/ভাসমান উদ্যোক্তা, বিভিন্ন প্রান্তিক পেশায় নিয়োজিত সেবা প্রদানকারীগণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব তৈরি/ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত পণ্য বিক্রেতা ও সেবা প্রদানকারীগণ-কে ব্যাংকিং সেবার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে আনয়ন করার নিমিত্ত ব্যক্তিক রিটেইল হিসাবসমূহকে বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব হিসেবে বিবেচনা করত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্দেশনা অনুসরণীয় হবে।
পার্সোনাল রিটেইল একাউন্ট যে কেউ কি খুলতে পারবে? / ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এ হিসাব প্রযোজ্য হইবে
আপনার ক্ষুদ্র ব্যবসা থাকলে আপনি সঞ্চয়ী বা চলতি অন্য হিসাব না খুলে পারসোনাল রিটেইল একাউন্ট খুলুন
Caption: Source of information
ব্যক্তিক রিটেইল একাউন্টে কি নতুন সুবিধা থাকবে । ব্যাংক চার্জ ও ন্যূনতম জমা না রাখার নির্দেশনা
- ক) ব্যক্তিক রিটেইল হিসাবসমূহ ন্যূনতম জমার বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত থাকবে;
- খ) ব্যক্তিক রিটেইল হিসাবসমূহের বিপরীতে কোন প্রকার হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় করা যাবে না ।
Yearly চার্জও নেই?
অতিক্ষুদ্র ও ভাসমান উদ্যোক্তা, প্রান্তিক দোকানদার, সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবা বিক্রেতারা যে কোন ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং শাখা থেকে “ব্যক্তিক রিটেইল হিসাব” বা Personal Retail Account নামের চলতি ব্যাংক হিসাব খুলতে পারবেন।ব্যক্তিক রিটেইল একাউন্ট খুলতে লাগবে না কোন নুন্যতম জমার পরিমাণ। আবার লেনদেন না করলেও একাউন্ট বন্ধ হবে না। তাছাড়া এই হিসাবে নেই কোন বাৎসরিক রক্ষণাবেক্ষণ চার্জ।