ইন্টারনেট দুনিয়া

NOKIA ফোনের লোগো বদল করার ফলে চমকে উঠলো নেট দুনিয়া।

NOKIA ফোনের লোগো বদল করার ফলে চমকে উঠলো নেট দুনিয়া।

আমাদের চিরচেনা নোকিয়া ফোনের লোগো বদল করা হয়েছে। টেলিকমিউনিকেশন জগতে প্রথম বিপ্লব এনেছিল এই নোকিয়া ফোন। বিশ্বজুড়ে প্রচুর মানুষ  শুধু এই কোম্পানির ফোন ব্যবহার করত। ভরসার প্রতীক হয়ে উঠেছিল এই নোকিয়া ফোন। কিন্তু যত দিন যেতে থাকে প্রযুক্তি আরও উন্নতি হয়েছে।প্রযুক্তির বিপ্লবের ফলে অন্যান্য ফোন  কোম্পানি  যেমন এগিয়ে গেছে, নোকিয়া ফোন তেমন আগাতে পারেনি। ফলে একটু একটু করে বিখ্যাত এ ব্র্যান্ডটি পেছনের সারিতে চলে গিয়েছে।মোবাইল বিক্রি কমে গিয়েছে।

২০২০ সালে নোকিয়ার দায়িত্ব নেন পেকা লুন্ডমার্ক।তারপর  ব্যবসা বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আনেন তিনি। নিত্য নতুন পরিকল্পনার উপর ভর করে ফের ঘুরে দাঁড়ানো শুরু হয় নোকেয়ার। সংবাদমাধ্যম  এর সামনে পেকা বলেছেন, আমাদের উদ্যোগ গত বছর খুব ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। সে বছর মোট ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আমাদের মোট বিক্রয় প্রায় ৮%। আকার অঙ্কিতা মোটামুটি প্রায় 200 কোটি ইউরো।আমরা যত তাড়াতাড়ি সম্ভব করতে চাই।  এখন কেবল মোবাইল তৈরিতে সীমাবদ্ধ থাকবে  নোকিয়া। তারা নিজেদের আরও  বিভিন্ন দিক ক বিস্তার করবে। নোকিয়া লোগো পরিবর্তন প্রতিষ্ঠানটি নতুন কর্পোরেট  কৌশলের অংশ  বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে মাত্র একদিন আগে পরিবর্তন ঘোষণা করলো নোকিয়া। লুন্ডমার্ক জানিয়েছেন, নোকিয়া লোগো বদলের মাধ্যমে তিনটি ধাপ সহ একটি কর্মকৌশল নির্ধারণ করেছে। যা বার্সেলোনায় অনুষ্ঠিত হতে দেওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *