PHD and Felloship Scholarship PMEAT । মাসিক ২৫ হাজার টাকা হারে সর্বমোট ১,৫০,০০০ টাকা প্রদান করা হয়
PHD and ফেলোশীপের জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করতে হয়-কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন প্রদান করা হয় – PHD and Felloship Scholarship PMEAT
পিএইচডি তে কত টাকা শিক্ষা বৃত্তি দেয়? –উচ্চ শিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ ২০১৭-১৮ অর্থবছর থেকে এম.ফিল. কোর্সে মাসিক ১০,০০০ টাকা হারে দু’বছর মেয়াদে এবং পিএইচ.ডি. কোর্সে মাসিক ১৫,০০০ টাকা হারে তিন বছর মেয়াদে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হয়। এখন অবশ্য তা বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে সর্বমোট ১,৫০,০০০ টাকা প্রদান করা হয়।
কবে থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট চালু হয়? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ এপ্রিল ২০১০ তারিখে অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি প্রদানের জন্য একটি ‘ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়কে একটি লিখিত নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ ২০১২ তারিখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন পাশ হয়। ট্রাস্ট আইনের ৩(১) উপ-ধারার বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নামে একটি ‘ট্রাস্ট’ স্থাপন করা হয়।
শিক্ষা সহায়তা বৃত্তি মূলত কাদের প্রদান করা হয়? প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান, ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের মাঝে এককালীণ অনুদান প্রদানসহ এফ.ফিল. ও পিএইচ.ডি. কোর্সে বৃত্তি ও ফেলোশিপ প্রদান করছে। উচ্চ শিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচ.ডি. কোর্সে মাসিক ২৫,০০০.০০ টাকা হারে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হয়। নির্ধারিত সময়ে আবেদনের মাধ্যমে এটি মঞ্জুর করা হয়।
প্রধানমন্ত্রীর ট্রাস্ট হতে পিএইচ.ডি ও ফেলোশীপ বৃত্তি প্রদান করা হয় / ৬ষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষা বৃদ্ধি প্রদান করা হয়
চলতি বছর গত মে মাসে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখান থেকেই যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা হয়।
Caption: Full Grant Order PDF download
পিএইচডি এবং বৃত্তি প্রাপ্তির জন্য আবেদন করার নিয়ম কি? বিজ্ঞপ্তি প্রদানের পরই কি আবেদন করতে হয়?
- আবেদনের পূর্বে অবশ্যই ম্যানুয়াল পড়ুন: Click Here
- বিজ্ঞপ্তি: Click Here
- Ph.D. Application Click Here
- Ph.D. Applicants Login Click Here
পিএইচ ডি কি?
পিএইচডি এর পূর্ণরূপ হলো :ডক্টর অফ ফিলোসফি (Doctor of Philosophy, Ph. D) একটি উচ্চ স্তরের শিক্ষাগত ডিগ্রী। বিজ্ঞান ও কলার বিভিন্ন ক্ষেত্রে গবেষনার জন্য স্নাতক উত্তীর্ণ গবেষককে এই ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত একজন গবেষককে গবেষণার বিষয়ে অভিজ্ঞ কোন অধ্যাপকের অধীনে গবেষণা চালাতে হয়।